শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ফতুল্লায় ২৩৫ শ্রমিকের বিরুদ্ধে মামলা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
  ২৭ জুন ২০১৮, ০০:০০

নারায়ণগঞ্জ সদর উপজেলা ফতুল্লায় দুই রপ্তানিমুখী পোশাক কারখানার ২৩৫ শ্রমিকের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে মালিক পক্ষ।

এদের মধ্যে কুতুবআইলে সাকুরা গামেের্ন্টর ২৮ জন শ্রমিকের নাম উল্লেখ করে ৫৩ শ্রমিকের বিরুদ্ধে দশ লাখ টাকা চঁাদাবাজি ও ভাঙচুরের অভিযোগ এনে প্রশাসনিক কমর্কতার্ মনির হোসেন মামলাটি দায়ের করেন। এদিকে রেডিকেল গামেের্ন্টর ৩২ শ্রমিকের নাম উল্লেখ করে ১৮২ শ্রমিকের বিরুদ্ধে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ এনে ম্যানেজার (প্রশাসন) অলক কুমার মÐল বাদী হয়ে আরও একটি মামলা করেন।

সোমবার মামলা দুটি দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কমর্কতার্ (ওসি) মঞ্জুর কাদের।

জানা গেছে, সোমবার সকালে দ্বিতীয় দিনের মতো সাকুরা গামেের্ন্ট পঁাচজন নারীসহ সাতজন শ্রমিককে এলোপাতাড়ি মারধর করে আহত করে মালিক পক্ষের লোকজন। আহতরা হলেন- অনুফা, মাসুদা, রিনা, সাবিনা, কামরুন্নাহার, সজিব ও খোকন মÐল। খবর পেয়ে ফতুল্লা মডেল থানার ওসি মঞ্জুর কাদের আহত অবস্থায় সাতজন শ্রমিককে ওই গামের্ন্ট থেকে উদ্ধার করে এবং কয়েকজনকে আটক করে থানায় নিয়ে যান।

এর আগে রোববার (২৪ জুন) সকাল ৮টা থেকে দুপুর ১২টা পযর্ন্ত শ্রমিকরা ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড ও পুরনো সড়কে বিক্ষোভ করে ব্যাপক ভাঙচুর করে। পরে বিকালে কুতুবআইল এলাকার সাকুরা গামের্ন্ট, টেক্স এশিয়া গামের্ন্ট, কায়েমপুর এলাকার ওসমান গামের্ন্ট, সস্তাপুর এলাকার রেডিক্যাল গামের্ন্ট, কাঠেরপুল এলাকার আবির ফ্যাশন-১ ও আবির ফ্যাশন-২ এর শ্রমিক আরিফ, আল মামুন ফারুক, আল আমিন, সেলিনা আক্তার, মঞ্জুর ইসলাম, ওমর আলী ছয়টি গামের্ন্ট কতৃর্পক্ষের বিরুদ্ধে থানায় ছয়টি অভিযোগ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে