বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

আরও ৩৩ প্রতিষ্ঠানের আইএসপি লাইসেন্স বাতিল

যাযাদি রিপোর্ট
  ২০ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০

নির্দিষ্ট সময়ে নবায়ন না করায় আরও ৩৩ ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাদাতা (আইএসপি) প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থা বিটিআরসি। বুধবার বিটিআরসির পরিচালক (লাইসেন্সিং) আফতাব মো. রাশেদুল ওয়াদুদের সই করা এক চিঠি থেকে এ তথ্য জানা গেছে।

এর আগে, গত ১৭ ফেব্রম্নয়ারি এক চিঠিতে আরও ৩০টি আইএসপি প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করা হয়।

নতুন করে লাইসেন্স বাতিল হওয়া প্রতিষ্ঠানগুলো হলো- হট এন কুল, রেইনবো অনলাইন, ক্লিক অন লাইন সাইবার ক্যাফে, বাংলানেট, সাইবার জোন, রূপসীনেট, সিটিনেট, ফাইবার লিংক অনলাইন, থার্ড আই, বিগওয়ে সাইবার নেট, মাল্টিটেক অনলাইন, পলস্নবী বিজনেস সার্ভিসেস, টেকনো ওয়ান লাইন, নেক্সজেন সলু্যশনস, ক্লিক ওয়ার্ল্ড সাইবার স্পেস, স্কাই টেকনোলজিস, মাইসিএন কমিউনিকেশনস, সিটি ক্যাবল, ফাইবার অপটিক নেটওয়ার্ক সলু্যশনস বাংলাদেশ লিমিটেড, সিংক সিস্টম, সান সাইবার ক্যাফে, ডেল্টা এন্টারপ্রাইজ, সিলিকন নেট, ফক্স আইএসপি সলু্যশন, ডিজিটাল সাইবার ক্যাফে, ইউনিভার্স সাইবার ক্যাফে, লাইফ টাইম লিমিটেড, সাইমানটেক টেকনোলজি লিমিটেড, দাওয়াত আইটি লিমিটেড, রাকিব সাইবার নেট, সিথিল ডিজিটাল ক্যাবল নেটওয়ার্ক ও হানজো কমিউনিকেশন।

চিঠিতে বলা হয়, আইএসপি ক্যাটাগরির লাইসেন্সের মেয়াদ পাঁচ বছর উত্তীর্ণ হওয়ায় ১৮০ দিন আগেই পরবর্তী মেয়াদের জন্য নবায়নের আবেদন করার নিয়ম রয়েছে। প্রতিষ্ঠানগুলো লাইসেন্স নবায়নের জন্য আবেদন না করায় প্রতিষ্ঠানের লাইসেন্স অবৈধ ও অকার্যকর। এসব লাইসেন্সসমূহের অধীনে সব কার্যক্রম সম্পন্ন করা হবে অবৈধ এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।

এর আগে লাইসেন্স বাতিল হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে- হক কম্পিউটার ট্রেনিং সেন্টার অ্যান্ড সাইবার ক্যাফে, আলতাফ খান ইন্টারনেট সার্ভিস প্রভাইডার, লক্ষ্ণীপুর অনলাইন, জাইদ এন্টারপ্রাইজ, ব্রাদার ডিজিটাল সিস্টেম, ব্যাপন টেকনোলজি, কেবিজেড অনলাইন, দ্য জার্মান টেকনিক্যাল ইনস্টিটিউট অ্যান্ড সাইবার সিটি, গেস্নারিয়াস কম্পিউটার, ফক্স আইএসপি সাপোর্ট, রিল নেটওয়ার্কস, আর্টি নেট, সানি কম্পিউটার, এমএস অনলাইন, অয়স্টার আইটি, জয়েন্ট ট্রেডার্স, আই স্মার্ট নেট, সাইবার সলোশন বিডি, স্কাই নেট টেকনোলজি ছিল উলেস্নখযোগ্য।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<89353 and publish = 1 order by id desc limit 3' at line 1