শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এমন আজগুবি কথা জীবনেও শুনিনি, মাহবুব প্রসঙ্গে কাদের

যাযাদি রিপোর্ট
  ২৮ জানুয়ারি ২০২০, ০০:০০
ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি এখন যে সুরে কথা বলছে, নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারও একই সুরে কথা বলছেন। এ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, 'নির্বাচন কমিশনের অভ্যন্তরে লেভেল পেস্নয়িং ফিল্ডত্ম-এই রকম আজগুবি কথা জীবনেও শুনিনি।'

সোমবার সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

নির্বাচন কমিশনেই কোনো 'লেভেল পেস্নয়িং ফিল্ড' (সবার জন্য সমান সুযোগ) নেই বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। রোববার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরে সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। মাহবুব তালুকদার বলেন, নির্বাচন কমিশন সভায় তার প্রস্তাব বা সুপারিশ সংখ্যাগরিষ্ঠতার কারণে অগৃহীত হয়। তাকে সংখ্যালঘিষ্ঠ হিসেবে না দেখে বক্তব্যের বিষয়বস্তুর গুরুত্ব (মেরিট) বিবেচনায় নেওয়া প্রয়োজন। কমিশন সভায় তার বক্তব্য দেওয়ার স্থান সংকুচিত হয়ে পড়েছে। নির্বাচন কমিশনের অভ্যন্তরেই কোনো লেভেল পেস্নয়িং ফিল্ড নেই।

মাহবুব তালুকদারের বক্তব্যের বিষয়ে এক সাংবাদিক জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, এটি নির্বাচন কমিশনের অভ্যন্তরীণ বিষয়। সেখানে একজন কমিশনার ভিন্নমত পোষণ করতেই পারেন। কিন্তু তিনি (মাহবুব তালুকদার) কথায় কথায় যেভাবে তাদের ঘরের বিষয়, অভ্যন্তরীণ প্রক্রিয়া বাইরে নিয়ে আসছেন, সেটা অবশ্যই সমর্থনযোগ্য নয়।

ওবায়দুল কাদের বলেন, 'নির্বাচন কমিশনের অভ্যন্তরে আবার লেভেল পেস্নয়িং বিষয় কী? তিনি (মাহবুব তালুকদার) ভিন্নমত পোষণ করতেই পারেন। তবে ইদানীং বিএনপি যে সুরে কথা বলছে, একই সুরে মাহবুব তালুকদারও কথা বলছেন। মনে হয়, তিনি একটা পক্ষ নিয়ে এ ধরনের বক্তব্য দিয়ে যাচ্ছেন।'

রোববার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে বিএনপির মেয়রপ্রার্থী ইশরাক হোসেনের নির্বাচনী প্রচারের সময় আওয়ামী লীগ ও বিএনপির কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় পালটাপালটি ধাওয়ার ঘটনা ঘটে। দুই পক্ষে একে অপরের দিকে ইটের টুকরা নিক্ষেপ করে। লাঠিসোটা দিয়ে হামলা করে। হামলার মধ্যে গুলির শব্দ শোনা যায়। এই ঘটনায় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন।

ওই ঘটনার বিষয়ে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, 'সেখানে ভিডিও ফুটেজ আছে। গুলি কোন পক্ষ থেকে এসেছে, অফিসে লাথি মারা, এগুলো ভিডিও ফুটেজে আছে। নির্বাচন কমিশনের উচিত সঠিক তদন্ত করা। সত্য উদ্‌ঘাটন করা।'

এখনও বিএনপির কিছু কমিশনার প্রার্থী ঠিকমতো ক্যাম্পেইন করতে পারছেন না, তাদেরকে পুলিশ হয়রানি করছে, এ বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, 'সরকারের পক্ষ থেকে আমরা পুলিশকে এই ধরনের কোনো নির্দেশনা দেইনি। তাছাড়া পুলিশ এখন নির্বাচন কমিশনের নির্দেশে চলছে। তাই তাদের অভিযোগগুলো অন্ধকারে ঢিল ছোড়ার মতো। এর কোনও ভিত্তি নেই।'

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ৭৬ বছরে পা দিলো, এ সম্পর্কে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, 'তার (মির্জা ফখরুল) জন্য শুভকামনা। তিনি আরও অনেকদিন বাঁচুক। তিনি সুস্থভাবে বাঁচুক আমি আলস্নাহর কাছে সেই প্রার্থনা করি।'

সীমান্ত হত্যার বিষয়ে জানতে চাইলে সেতুমন্ত্রী সাংবাদিকদের বলেন, 'সীমান্ত হত্যার বিষয়ে ফরেন মিনিস্টার কথা বলেছেন। তিনিই আসলে রিয়াল অথরিটি। কাজেই এই ইসু্যতে আমার কথা বলা ঠিক হবে না।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<86315 and publish = 1 order by id desc limit 3' at line 1