বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সংবাদ সংক্ষেপ

নতুনধারা
  ১৬ জানুয়ারি ২০২০, ০০:০০

জেনোবট, প্রথম

জীবন্ত রোবট

যাযাদি ডেস্ক

বিশ্বের প্রথম জীবন্ত রোবট তৈরি করলেন বিজ্ঞানীরা। জীবন্ত এ রোবটগুলো হাঁটতে পারে, সাঁতার কাটতে পারে। বাড়তি খাবার সরবরাহ ছাড়াই টানা কয়েক সপ্তাহ টিকে থাকতে পারে। ব্যাঙের

স্টেম সেল ব্যবহার করে তৈরি

করা এ রোবটের নাম দেয়া

হয়েছে 'জেনোবট'।

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ভারমন্ত ও টাফটস ইউনিভার্সিটির একদল গবেষক সুপার কম্পিউটারের মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) হাতে করা নকশা এবং গবেষণাগারে পৃথিবীর প্রথম জীবন্ত রোবট তৈরি করেছেন। আফ্রিকান এক প্রজাতির ব্যাঙের স্টেম সেল দিয়ে রোবটটি তৈরি করা হয়। এ রোবটের প্রস্থ ১ মিলিমিটারেরও কম। ইউনিভার্সিটি অব ভারমন্ত জানায়, কাঙ্ক্ষিত গঠন দেওয়ার পর কোষগুচ্ছটি নিজে থেকেই তৎপর হয়ে ওঠে। ত্বকের কোষগুলো এর শরীরের কাঠামো গঠন করে। আর হৃদপেশির কোষগুলোর স্পন্দন দেয় চলৎশক্তি। গবেষকরা বলছেন, জেনোবট কোনো গতানুগতিক রোবট নয়, আবার কোনো সাধারণ প্রাণীও নয়। এরা হলো 'জীবন্ত যন্ত্র'।

ট্রেনে কাটা পড়ে

যুবকের মৃতু্য

যাযাদি ডেস্ক

চট্টগ্রাম নগরের পাহাড়তলি আমবাগান এলাকায় ট্রেনে কাটা পড়ে ৩৫ বছর বয়সি এক যুবকের মৃতু্য হয়েছে। বুধবার দুপুর পৌনে ২টায় আমবাগানের ডকইয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।

রেলওয়ে পুলিশের ওসি মোস্তাফিজ ভূঁইয়া বলেন, চট্টগ্রাম রেলস্টেশন থেকে তিন কিলোমিটার দূরে আমবাগানের পশ্চিম পাশে রেললাইনের ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।

আহত অনুময়

দাশের মৃতু্য

নবীগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতা

নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের মুক্তাহার গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু'গ্রম্নপের রক্তক্ষয়ী সংঘর্ষে ঘটনার ৯৫ দিন পর গুরুতর আহত অনুময় দাশের মৃতু্য হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ১০ অক্টোবর সকালে মুক্তাহার স্কুল মাঠে দু'পক্ষের লোকের মাঝে এক রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটে। এতে উভয় পক্ষে অনুময় দাশসহ অর্ধশতাধিক লোক আহত হয়। আহতদের হাসপাতালে নেয়া হয়। ১২ জানুয়ারি অনুময় দাশকে নিজ বাড়ি মুক্তাহার গ্রামে নিয়ে আসা হলে বুধবার সকালে তার মৃতু্য হয়।

বিএসএফ'র তাড়ায়

যুবকের মৃতু্য

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশের সময় বিএসএফ'র তাড়া খেয়ে ইছামতি নদীতে ডুবে হৃদয় হোসেন (২৭) নামের এক যুবকের মৃতু্য হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে মহেশপুর থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে। নিহত যুবক মহেশপুর উপজেলার ভারতীয় সীমান্তের পলিয়ানপুর গ্রামের সবুর হোসেনের ছেলে।

মহেশপুর থানার ওসি মোরশেদ হোসেন খান জানান, গত ১০ জানুয়ারি দিবাগত রাতে নিহত হৃদয়সহ কয়েকজন ভারত থেকে বাংলাদেশে আসছিল। সে সময় ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাদের ধাওয়া করে। বিএসএফ সদস্যদের তাড়া খেয়ে অন্যরা নদী পার হয়ে বাংলাদেশে আসতে পারলেও হৃদয় নদীর পানিতে ডুবে যায়। পরে বুধবার তার মরদেহ পাওয়া যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<84583 and publish = 1 order by id desc limit 3' at line 1