শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এসডিজি অর্জনে বাংলাদেশ সঠিক পথে : প্রধানমন্ত্রী

যাযাদি ডেস্ক
  ১৬ জানুয়ারি ২০২০, ০০:০০
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংযুক্ত আরব আমিরাতে মঙ্গলবার আবুধাবির ন্যাশনাল এক্সিবিশন সেন্টারে দ্য ক্রিটিক্যাল রোল অব ওমেন ইন ডেলিভারিং ক্লাইমেট অ্যাকশন বিষয়ক কি-নোট সাক্ষাৎকার পর্বে বক্তৃতা করেন -ফোকাস বাংলা

সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) অর্জনে বাংলাদেশের উলেস্নখযোগ্য সাফল্যের কথা উলেস্নখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার সরকারের সময়োচিত পদক্ষেপের ফলে বাংলাদেশ এখন টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের পথে রয়েছে।

আবুধাবিতে ১৪ জানুয়ারি 'ফিউচার সাসটেইনেবলিটি সামিট'-এ ইন্টারভিউ সেশনে বিভিন্ন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, 'এমডিজি অর্জনে আমরা চমৎকার সাফল্য অর্জন করেছি। এবং ইতোমধ্যে আমরা এসডিজি অর্জনের পথে রয়েছি।'

আবুধাবি ন্যাশনাল এক্সিবিশন সেন্টারে এই ইন্টারভিউ সেশন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম এ ব্যাপারে সাংবাদিকদের ব্রিফ করেন।

এসডিজি উন্নয়নে জাতিসংঘে বাংলাদেশ ঘনিষ্ঠভাবে জড়িত রয়েছে উলেস্নখ করে প্রধানমন্ত্রী বলেন, 'বিশ্বের মানুষের জন্য সকল দেশের গৃহীত এটি একটি ঐতিহাসিক সিদ্ধান্ত বলে আমরা বিবেচনা করি।'

শেখ হাসিনা বলেন, দীর্ঘমেয়াদি উন্নয়ন যদি দৃশ্যমান না হয়, তাহলে বৈষম্য সৃষ্টি হবে। এবং অসমতা দেখা দেবে। এতে প্রবৃদ্ধি ব্যাহত হবে।

প্রধানমন্ত্রী এক প্রশ্নের জবাবে বলেন, 'এসডিজির অনেক আগেই আমরা রূপকল্প-২০২১ ও রূপকল্প-২০৪১ ঘোষণা করেছি। এতে সাসটেইনেবলিটির বিষয়টি আমরা অন্তর্ভুক্ত করেছি।'

শেখ হাসিনা বলেন, 'আমরা জানি, উন্নয়নের পথে সব সময় সম্পদের স্বল্পতাই মূল কারণ নয়, সম্পদের সমবণ্টনের সমস্যাও আরেকটি কারণ।'

প্রধানমন্ত্রী বলেন, তার সরকার প্রান্তিক জনগণকে বিভিন্ন ক্যাটাগরিতে চিহ্নিত করেছে। নারী ও শিশু, সাধারণ দরিদ্র মানুষ, প্রতিবন্ধী এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের প্রতি বিশেষ নজর দেওয়ার জন্য এ ক্যাটাগরি করা হয়েছে।

প্রান্তিক জনগণের উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের কথা উলেস্নখ করে শেখ হাসিনা বলেন, 'আমি শিক্ষা দিয়ে শুরু করেছি। এবং সরকার ২৬ হাজার ১৯৩টি বেসরকারি প্রাথমিক স্কুল ও ৬৮৫টি মাধ্যমিক স্কুলকে জাতীয়করণ করেছে।'

প্রধানমন্ত্রী বলেন, দ্বাদশ শ্রেণি পর্যন্ত মেয়েদের লেখাপড়া অবৈতনিক করা হয়েছে। অটিস্টিকসহ বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মূলধারায় সম্পৃক্ত করার জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।

এ প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, এখন সারা দেশে 'আমার বাড়ি, আমার খামার' প্রকল্পের আওতায় এক লাখ ৪২ হাজার সমবায় সমিতির মাধ্যমে ৬০ লাখ দরিদ্র পরিবারকে সংগঠিত করা হচ্ছে।

প্রধানমন্ত্রী বলেন, দেশের এক- চতুর্থাংশ পরিবার সামাজিক নিরাপত্তাবলয়ের কর্মসূচির আওতায় এসেছে।

শেখ হাসিনা বলেন, তার সরকার মুক্তিযোদ্ধা, বিধবা ও সামাজিক নির্যাতনের শিকার ব্যক্তি, শিক্ষার্থী, প্রতিবন্ধী, ভবঘুরে, সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠী, চা বাগানের শ্রমিক, দরিদ্র ও স্তন্যদানকারী মা এবং তৃতীয় লিঙ্গের ব্যক্তিবর্গকে বিভিন্ন পর্যায়ে নগদ অর্থ সহায়তা প্রদান করে আসছে।

রোহিঙ্গা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ জোরপূর্বক বাস্তুচু্যত মিয়ানমারের নাগরিকদের খাদ্য, আবাসন, স্বাস্থ্য ও অন্যান্য জরুরি সেবাসহ প্রয়োজনীয় সকল ধরনের পরিষেবা প্রদান করে আসছে।

জলবায়ু পরিবর্তন ইসু্য সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, 'বাংলাদেশ যদিও কার্বন নিঃসরণের জন্য দায়ী নয়, কিন্তু কার্বন নিঃসরণের ফলে জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত একটি দেশ। আমরা শুধু বসে না থেকে এটি মোকাবিলায় নিজস্ব সম্পদ দিয়ে জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড গঠন করেছি।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<84570 and publish = 1 order by id desc limit 3' at line 1