শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

দিনাজপুরে বন্দুকযুদ্ধে দুই মাদকব্যবসায়ী নিহত

নতুনধারা
  ১৪ জানুয়ারি ২০২০, ০০:০০

স্টাফ রিপোর্টার, দিনাজপুর

দিনাজপুরে ডিবি পুলিশের সাথে বন্দুকযুদ্ধে ২ মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। এই ঘটনায় ২ পুলিশ সদস্য আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। রোববার দিবাগত রাত দেড়টার দিকে সদরের রামসাগর তাজপুর এলাকায় এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

নিহত ২ মাদক ব্যবসায়ী হলেন, আবুল কাশেম কাইশা (৩০) ও লস্কর আলী ওরফে রহমত আলী (৩২)। নিহতদের বাড়ি জেলা শহরের লাইনপাড়া সিপাহীপাড়া এলাকায়। এদের বিরুদ্ধে দিনাজপুর কোতয়ালী থানায় একাধিক মাদক মামলা রয়েছে বলে জানা গেছে।

পুলিশ জানায়, মাদক উদ্ধার ও পাচারের গোপন সংবাদের ভিত্তিতে গত রোববার দিবাগত রাত দেড়টার দিকে দিনাজপুর সদরের রামসাগর তাজপুর এলাকায় রাস্তার নিচে ওঁৎ পেতে থাকে ডিবি পুলিশের সদস্যরা। এ সময় ১০ থেকে ১২ জনের একটি দল সেখান দিয়ে যাওয়ার সময় ডিবি পুলিশ তাদেরকে চ্যালেঞ্জ করে। এ সময় তারা ডিবি পুলিশের উপর অতর্কিত হামলা চালালে আত্মরক্ষার্থে পুলিশ গুলি চালায়। পরে গোলাগুলিতে ২ মাদক ব্যবসায়ী আবুল কাশেম ওরফে কাইস্‌সা, লস্কর আলী ওরফে রহমত আলী নিহত হয়। এসময় গোয়েন্দা শাখা পুলিশের (ডিবি) সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নাহিদ হাসান ও কনস্টেবল মাহাবুব আলম আহত হয়।

এ সময় সেখান থেকে ১৫০ বোতল ফেন্সিডিল, একটি অস্ত্র, গুলি ও ইয়াবা উদ্ধার করা হয়েছে। নিহতদের নাম-পরিচয়সহ বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।

দিনাজপুর ডিবি পুলিশের ওসি এটিএম গোলাম রসুল বিষয়টি নিশ্চিত করে জানান, এই ঘটনায় ২ জন ডিবি পুলিশ সদস্যও আহত হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<84331 and publish = 1 order by id desc limit 3' at line 1