বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

১৭৫ দশমিক ২০ একর রেল জমি দখলমুক্ত

যাযাদি রিপোর্ট
  ১৩ জানুয়ারি ২০২০, ০০:০০

রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির অষ্টম বৈঠক হয়েছে। রোববার কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদ সচিবালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বিগত ছয় মাসে ১৭৫ দশমিক ২০ একর রেলের জমি দখলমুক্ত করে বাংলাদেশ রেলওয়ের নিয়ন্ত্রণে আনা হয়েছে বলে বৈঠকে জানানো হয়।

বৈঠকে আরও জানানো হয়, অবৈধভাবে রেলওয়ের জায়গায় বাসস্থান, স্থাপনা তৈরি করে যারা রেলওয়েকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করছে, তাদের বিরুদ্ধে উচ্ছেদ কার্যক্রম অব্যাহত আছে। স্থানীয় প্রশাসনের সহায়তায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে।

রোলিং স্টক অপারেশন উন্নয়ন প্রকল্পের আওতায় ট্রেন দুর্ঘটনা প্রতিরোধে চলিস্নশটি ব্রডগেজ ডিজেল ইলেকট্রিক লোকোমোটিভের ইঞ্জিন ক্যাবে সিসি ক্যামেরা স্থাপনের বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে মর্মে মন্ত্রণালয়ের পক্ষ হতে জানানো হয়।

এছাড়া, বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের ছয়টি ও পূর্বাঞ্চলের চারটি হাসপাতালের জরাজীর্ণ অবস্থা উন্নয়ন, চট্টগ্রাম সিআরবি এলাকায় বঙ্গবন্ধুর মু্যরাল স্থাপন ও এলাকার সৌন্দর্য বৃদ্ধি, বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের পাঁচটি ও পূর্বাঞ্চলের পাঁচটি মাধ্যমিক বিদ্যালয়ের জরাজীর্ণ ভবন, অপর্যাপ্ত শিক্ষা উপকরণ, বেঞ্চ ও অন্যান্য সামগ্রীর উন্নয়ন নিয়ে আলোচনা হয়।

কমিটির সদস্য রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন, মো. শফিকুল আজম খাঁন, মো. সাইফুজ্জামান, গাজী মোহাম্মদ শাহ নওয়াজ ও নাদিরা ইয়াসমিন জলি বৈঠকে অংশগ্রহণ করেন।

বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক, রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সচিব, রেলপথ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<84178 and publish = 1 order by id desc limit 3' at line 1