শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় আগুন

যাযাদি রিপোর্ট
  ১০ জানুয়ারি ২০২০, ০০:০০
আপডেট  : ১০ জানুয়ারি ২০২০, ০০:৩৪

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় আগুন লেগে পুড়ে গেছে কোমল পানীয় ব্র্যান্ড ‘ফ্রুটিকা’র স্টল। এ ঘটনায় তাৎক্ষণিক কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার সন্ধ্যায় এই অগ্নিকা-ের পর গতকাল বাণিজ্য মেলার কার্যক্রম বন্ধ থাকে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বরত কর্মকর্তা লিমা খানম বলেন, ’সন্ধ্যা সোয়া ৭টার দিকে ফ্রুটিকার স্টলে আগুন লাগে। ফায়ার সার্ভিসকর্মীদের আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে আগুনে স্টলটির উপরের অংশ এবং ভেতরের কাঠামো পুড়ে যায়। এতে হতাহতের কোনো ঘটনার খবর পাওয়া যায়নি।’

কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, শেরেবাংলা নগরে বাণিজ্য মেলার মেলার প্রধান ফটকের পূর্ব দিকে ফ্রুটিকার স্টলের সৌন্দর্যবর্ধনের জন্য স্টলের উপরভাগে একটি বোতলসদৃশ কাঠমো তৈরি করা হয়েছিল।

আগুন লাগার পরপরই মেলা কর্তৃপক্ষ মাইকে বৃহস্পতিবার মেলার কার্যক্রম বন্ধ ঘোষণা করে মেলায় আসা ক্রেতা-দর্শনার্থীদের চলে যাওয়ার অনুরোধ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে