logo
সোমবার, ২৫ মে ২০২০, ১১ জ্যৈষ্ঠ ১৪২৬

  যাযাদি রিপোর্ট   ০৯ জানুয়ারি ২০২০, ০০:০০  

আজ সিইসির সঙ্গে সাক্ষাৎ করবে জাপা

জাতীয় পার্টির (জাপা) কো-চেয়ারম্যান এবং সাবেক মন্ত্রী এবিএম রুহুল আমিন হাওলাদারের নেতৃত্বে দলের সাত সদস্যের প্রতিনিধিদল বৃহস্পতিবার দুপুর আড়াইটায় প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে সাক্ষাৎ করবেন। বুধবার জাতীয় পার্টি সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন বিষয়ে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে আলোচনা করবেন তারা।

প্রতিনিধিদলের অন্য সদস্যদের মধ্যে থাকছেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও সংসদ সদস্য (এমপি) সৈয়দ আবু হোসেন বাবলা, মুজিবুল হক চুন্নু এমপি, অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি, প্রেসিডিয়াম সদস্য এস এম ফয়সল চিশতী, শফিকুল ইসলাম সেন্টু, লেফটেনেন্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী এমপি প্রমুখ।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে