শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এস কে সিনহা ‘নিকৃষ্ট জানোয়ার’: চবি উপাচাযর্

চবি প্রতিনিধি
  ১৬ আগস্ট ২০১৮, ০০:০০

সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহাকে ‘নিকৃষ্ট জানোয়ার’ বলে সম্বোধন করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচাযর্ অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী।

বুধবার সকালে বঙ্গবন্ধুর ৪৩তম শাহাদাতবাষির্কী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। বিশ্ববিদ্যালয়ের উপাচাযের্র সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এর আগে সকালে ফুল দিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন উপাচাযর্। সরকার উৎখাতের ষড়যন্ত্রের সঙ্গে সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা সরাসরি জড়িত উল্লেখ করে ড. ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, ‘তাদের পরিকল্পনা মতো আজ ১৫ আগস্ট নতুন সরকার গঠনের কথা ছিল। যুদ্ধাপরাধী হিসেবে ফঁাসির দÐপ্রাপ্ত মীর কাসেম আলীর ভাই মামুনের সঙ্গে বিদেশের মাটিতে মিটিংও করে কুলাঙ্গার, কুখ্যাত ও নিকৃষ্ট জানোয়ার তথাকথিত প্রধান বিচারপতি এস কে সিনহা। সে পুরো বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রধান চক্রান্তকারী। আর এসবের জন্যে সে মামুনের কাছ থেকে টাকা পাচ্ছে।’

এস কে সিনহার প্রতি ক্ষোভের কারণ উল্লেখ করে তিনি বলেন, ‘আমার ক্ষোভ অন্য জায়গায়। ঢাকা বিশ্ববিদ্যালয়কে না জানিয়ে ১৭ জন শিক্ষাথীের্ক অবৈধভাবে ভতির্ করে ১০টি মেডিকেল কলেজ। আদালত সেই কলেজগুলোকে ১০ কোটি টাকা জরিমানা করে। একইভাবে ৫টি বেসরকারি মেডিকেল কলেজ থেকে আমাদের ৫ কোটি টাকা পাবার কথা থাকলেও আমরা পাইনি। তবে এই টাকা ঢাকা বিশ্ববিদ্যালয় পেয়েছে। কিন্তু এস কে সিনহা চবির ৩ কোটি টাকা কনকডের্ক দিয়ে দেয়। যারা তাকে বাড়ি করে দিচ্ছে। তাদের নাকি ক্যান্সার হাসপাতাল আছে। তার এসব দুনীির্ত ও জালিয়াতির প্রমাণ দুদক পেয়েছে। যদিও আদালতের মাধ্যমে পরে আমরা ২ কোটি টাকা পাই। সেই টাকা দিয়ে বতর্মানে মুক্তিযুদ্ধের ভাস্কযর্সহ নানা উন্নয়নমূলক কাজ করা হচ্ছে।

ডেপুটি রেজিস্ট্রার (তথ্য ও ফটোগ্রাফি) ফরহাদ হোসেন খঁানের সঞ্চালনায় শোক দিবসের আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-উপাচাযর্ অধ্যাপক ড. শিরীণ আখতার। এছাড়া আরও বক্তব্য রাখেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কে. এম নূর আহমেদ, সিনেট সদস্য অধ্যাপক ড. সুলতান আহমেদ, সিন্ডিকেট সদস্য ও সমাজ বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. ফরিদ উদ্দিন আহামেদ, কলা অনুষদের ডিন অধ্যাপক সেকান্দার চৌধুরী, আইন অনুষদের ডিন অধ্যাপক এবিএম আবু নোমান, প্রক্টর আলী আজগর চৌধুরী, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. সালাউদ্দিন আহামেদ, সাধারণ সম্পাদক অলোক পাল প্রমুখ।

এর আগে মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু পরিষদ আয়োজিত এক শোকসভাতেও চবি উপচাযর্ এস কে সিনহাকে নিয়ে বিষোদগার করেন। সেখানে উপাচাযর্ বলেন, ‘এস কে সিনহাকে যদি কোথাও পাই, আমি দুটো থাপ্পড় দিয়ে ছাড়ব। আমি দেবই। কেউ আমাকে আটকে রাখতে পারবে না। শয়তানকে যেভাবে পাথর মারে, সেভাবে পাথর মারব। জীবন দিয়ে হলেও সেটা করব।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<8155 and publish = 1 order by id desc limit 3' at line 1