বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
রাজধানীর চিত্র

বাস থামাচ্ছেন মালিক মামলা দিচ্ছে পুলিশ

মঙ্গলবার দুপুরে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে বিভিন্ন পরিবহনের বাস থামিয়ে সেগুলোর নিবন্ধন ও চালকের লাইসেন্স যাচাই-বাছাই করেন বাস মালিকরা
যাযাদি রিপোটর্
  ১৫ আগস্ট ২০১৮, ০০:০০

মঙ্গলবার ছিল ট্রাফিক সপ্তাহের শেষ দিন। প্রথমে ট্রাফিক সপ্তাহ সাতদিন থাকলেও পরে তা দশ দিন করা হয়। এদিনেও ট্রাফিক পুলিশের পাশাপাশি বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি চালকদের লাইসেন্স পরীক্ষা করে।

গতকাল দুপুরে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে ভিআইপি পরিবহনের একটি বাস থামিয়ে চালকের লাইসেন্স চেক করেন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ।

গাড়িচালক রবিনকে তৎক্ষণাৎ নিচে নামান এনায়েত উল্লাহ। পাশেই দঁাড়িয়ে ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক সাজের্ন্ট ফরহাদ। তাকে লাইসেন্স যাচাই করতে বলেন, সাজের্ন্ট লাইসেন্স যাচাই করে দেখেন এটি অপেশাদার এবং হালকা যান (মোটরসাইকেল, প্রাইভেটকার, অটোরিকশা) চালানোর লাইসেন্স। পরে তাকে মামলা দেন সাজের্ন্ট।

এনায়েত উল্লাহ বলেন, ‘ওর বয়স ২১ কেমনে হয়? দেখলেই বুঝা যায় ওর ১৫-১৬ বছর। অথচ পেশাদার লাইসেন্স পেতে ২১ বছর হতে হয়। এরা কীভাবে লাইসেন্স পাচ্ছে? কেন ওদের লাইসেন্স দেয়া হচ্ছে?’ জবাবে সাজের্ন্ট ফরহাদ বলেন, ‘লাইসেন্স তো বিআরটিএ দেয়।’

ঘণ্টাব্যাপী সড়কে দঁাড়িয়ে এই রুটে চলাচলকারী স্বাধীন, লাব্বায়েক, বিকাশ, ওয়েলকাম ও স্বজন পরিবহনের কয়েকটি বাস থামিয়ে সেগুলোর নিবন্ধন ও চালকের লাইসেন্স যাচাই-বাছাই করতে থাকেন তারা।

এ সময় ওয়েলকাম পরিবহনের চালক পলকও অপ্রাপ্ত বয়স্ক হিসেবে শনাক্ত হয়। তবে তার লাইসেন্স আগেই জব্দ করে মামলা দেয়া হয়েছে বলে দাবি করে সে। সাজেের্ন্টর কাছে মামলার কাগজ দেখায় পলক।

এর আগে দুপুর সোয়া ১২টায় মানিক মিয়া এভিনিউ পশ্চিম বাসস্ট্যান্ডে অবস্থান নেন ও অন্যান্য বাস মালিকরা। এ ছাড়াও রাজধানীর সায়েদাবাদ, মহাখালী বাস টামির্নাল ও মিরপুরে বাস মালিকরা যানবাহন ও লাইসেন্স যাচাই-বাছাই করেন।

এ বিষয়ে খন্দকার এনায়েত উল্লাহ বলেন, ‘দুটা শিশুর মৃত্যুর পর স্কুলের শিক্ষাথীর্রা যেই আন্দোলন করে আমাদের নজর কেড়েছে। আমরা দেখেছি, যে টাগের্ট ও চুক্তিভিত্তিক গাড়ি চালানোর কারণে প্রতিযোগিতা ও দুঘর্টনা ঘটছে। আমরা এ সব বন্ধের ঘোষণা দিয়েছি। সকাল থেকে রাস্তায় নেমে কয়েকটি বাস থামিয়ে এগুলোর কাগজপত্র যাচাই-বাছাই করেছি। আমাদের নজরে এসেছে যে অনেক চালকের ২১ বছর হয়নি, তবুও লাইসেন্স নিয়ে গাড়ি চালাচ্ছে। কেউ কেউ হালকা যানবাহনের লাইসেন্স দিয়ে ভারি যানবাহন চালায়। অনেক চালকের চেহারা দেখে স্পষ্ট বুঝা যায় যে নেশা করে। আমার প্রশ্ন কীভাবে এত অল্প বয়সে তারা লাইসেন্স পাচ্ছে?’

এদিকে বাস মালিক ও পুলিশের পাশাপাশি মানিক মিয়া এভিনিউয়ে বিআরটিএ’র একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেন বিআরটিএ’র নিবার্হী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাজহারুল ইসলাম। দুপুর পযর্ন্ত যানবাহন ও চালকের বিরুদ্ধে মোট ২০টি মামলা করা হয়।

মাজহারুল ইসলাম বলেন, ‘অধিকাংশ যানবাহনকে রুট পারমিট এবং ফিটনেস ঠিক না থাকায় মামলা দেয়া হয়েছে। আদালতে একজন প্রাইভেট সিএনজিচালককে আটকের নিদের্শ দিয়েছে। ওই চালক প্রাইভেট সিএনজি ভাড়ায় চালনা করেন, তার কাছে লাইসেন্সও নেই।’

অপ্রাপ্ত বয়স্করা কীভাবে বয়স বাড়িয়ে লাইসেন্স নিচ্ছেন? জানতে চাইলে তিনি বলেন, ‘লাইসেন্স দেয় বিআরটিএ। আমি এখানে আদালত পরিচালনা করছি। আমার পক্ষে এটা বলা সম্ভব নয়।’

বাস মালিকদের এমন উদ্যোগকে অনেকেই আইওয়াশ বলছেন। সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে খন্দকার এনায়েত উল্লাহ বলেন, ‘এটা আইওয়াশ কি-না ভবিষ্যতে বুঝতে পারবেন। এই সমস্যা রাতারাতি ঠিক না হলেও সড়কে নিরাপদ করেই ঘরে ফিরব।’

পয়েন্টে পয়েন্টে যানবাহনের কাগজপত্র যাচাই-বাছাই করলে অনেকেই বাস বের করে না। আসন্ন ঈদুল আজহায় পরিবহন সংকট দেখা দেবে কি-না? সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, ঈদের সময় রাস্তায় গাড়ি আটকে কাগজপত্র ও লাইসেন্স যাচাই করা হবে না। বাস মালিকরা টামির্নালে নিজ নিজ বাসের বিষয়ে নিজেদের পদক্ষেপ নেয়ার নিদের্শ দেয়া হবে।

প্রয়াত মেয়র আনিসুল হক বাস শ্রমিকদের বেতনভুক্ত ও সব বাসকে একটি কোম্পানির আওতায় নেয়ার পরিকল্পনা করেছিলেন। এটির অবস্থা কি জানতে চাইলে তিনি বলেন, ‘বাস শ্রমিকদের বেতনভুক্ত করার জন্য আমরা সমিতির পক্ষ থেকে তৎকালীন ঢাকা উত্তর সিটি কপোের্রশনের মেয়র আনিসুল হক, বাস মালিক, বাংলাদেশ ব্যাংক এবং অথর্মন্ত্রীর সঙ্গে বৈঠক করেছি। এ পরিকল্পনা বাস্তবায়নের সমাপ্ত পযাের্য় মেয়রের মৃত্যু হয়। এর দীঘির্দন পর প্রধানমন্ত্রী ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আবারও এই কাযর্ক্রম বাস্তবায়নের নিদের্শ দিয়েছেন। সব বাসকে এক কোম্পানিতে আনার কাজ অনেকাংশে এগিয়েছে। এই পরিকল্পনা বাস্তবায়ন করতে বেশি দিন লাগবে না বলে ধারণা করছি।’

গত ২৯ জুলাই রাজধানীর কুমিের্টালা জেনারেল হাসপাতালের অদূরে বিমানবন্দর সড়কে বাসচাপায় নিহত হয় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষাথীর্। এরপর নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনে নামে শিক্ষাথীর্রা। শিক্ষাথীের্দর টানা আন্দোলনে ঢাকা কাযর্ত অচল হয়ে পড়ে। দাবি পূরণের আশ্বাসে শিক্ষাথীর্রা ঘরে ফেরার পর থেকে সড়কে নৈরাজ্য ঠেকাতে নানা ব্যবস্থা নেয়া হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<8006 and publish = 1 order by id desc limit 3' at line 1