শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিআরটিএতে গিয়ে তল পাচ্ছে না দুদক

যাযাদি রিপোটর্
  ১৪ আগস্ট ২০১৮, ০০:০০

একের পর এক অভিযান চালিয়ে গ্রেপ্তার, মামলা করেও বিআরটিএতে অনিয়ম কমাতে না পারার কথা জানালেন দুনীির্ত দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

নিরাপদ সড়কের আন্দোলনে বাংলাদেশে পরিবহন খাতে অনিয়মের চিত্র উন্মুক্ত হয়ে পড়ার মধ্যে সোমবার সাংবাদিকদের সামনে এলে বাংলাদেশ সড়ক পরিবহন কতৃর্পক্ষে (বিআরটিএ) নিয়ে প্রশ্নের মুখে পড়েন তিনি।

ইকবাল মাহমুদ বলেন, ‘বিআরটিএর বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে কমিশন সবচেয়ে বেশি সংখ্যক অভিযান পরিচালনা করেছে। বেশ কয়েকজন কমর্কতার্র বিরুদ্ধে মামলাও হয়েছে। গ্রেপ্তারও করা হয়েছে। তারপরও তাদের বিষয়ে অভিযোগের অন্ত নেই।

বিআরটিএতে অনিয়মের কথা স্বীকার করলেও বিভিন্ন পদক্ষেপে তা কমে এসেছে বলে দাবি করে আসছেন সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের।

দুদক চেয়ারম্যান বলেন, অনিয়মের সঙ্গে সম্পৃক্ত বিআরটিএ কমর্কতাের্দর দুদক ‘গভীরভাবে পযের্বক্ষণ’ করছে।

কমিশনের প্রধান কাযার্লয়ে ‘দুনীির্ত প্রতিরোধ ও উত্তম চচার্র বিকাশে এফএম বেতারের ভূমিকা’ শীষর্ক এক মতবিনিময় সভায় এসেছিলেন ইকবাল মাহমুদ।

সড়কে শৃঙ্খলা আনতে তিনি সবাইকে আইন মেনে চলার আহŸান জানিয়ে বলেন, ‘আমরা যারা আইন প্রয়োগ করব, তারা সবার আগে আইন মানব, এটা জনসাধারণ দেখতে চায়।’

দুদকের কেউ দুনীির্ত করলে আইন তার ওপরও একইভাবে প্রয়োগ করা হবে বলে হুশিয়ার করেন ইকবাল মাহমুদ।

দুদকের হটলাইনসহ (১০৬) বিভিন্ন মাধ্যমে হাজার হাজার অভিযোগ আসছে বলে জানান তিনি।

দুদক চেয়ারম্যান বলেন, ‘এসব অভিযোগের অধিকাংশই কমিশন আইনের তফসিল বহিভূর্ত হওয়ায় কমিশনের পক্ষে আইনি ব্যবস্থা নেয়ার সুযোগ থাকে না। এতে অভিযোগকারীদের কাছে ভুল বাতার্ যায় এবং তারাও হতাশ হন।’

এজন্য কমিশনের ‘আইনি ম্যান্ডেট’ প্রচারে এফএম বেতারের নিবার্হীদের সহযোগিতা চেয়েছেন দুদক চেয়ারম্যান।

সভায় এফএম বেতার প্রতিনিধিরা রেটিং মান মূল্যায়ন প্রতিষ্ঠান এমআরবি গেøাবালের গবেষণার পদ্ধতির বিভিন্ন অনিয়ম ও দুনীির্তর অভিযোগ জানিয়ে দুদকের হস্তক্ষেপ চাইলে এ বিষয়ে দুদক চেয়ারম্যান বলেন, ‘রেডিও ও টেলিভিশনের মান নিয়ে কাজ করে এসব প্রতিষ্ঠানের কাযর্পদ্ধতি কমিশন বিধিমতো খতিয়ে দেখতে পারে।’

সভায় অন্যদের মধ্যে রেডিও ভূমির স্টেশন চিফ শামস সুমন, পিপলস রেডিওর ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আউয়াল, রেডিও টুডের মো. সোয়েবুল হক, এবিসি রেডিও’র তালাত মাহমুদসহ আরও অনেকে বক্তব্য দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<7919 and publish = 1 order by id desc limit 3' at line 1