শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
মন্ত্রিসভার বৈঠক

কওমি সনদের স্বীকৃতিতে আইনের খসড়া অনুমোদন

২০১৭ সালের ১১ এপ্রিল গণভবনে এক অনুষ্ঠানে কওমির সনদকে স্বীকৃতি দেয়ার ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
যাযাদি রিপোটর্
  ১৪ আগস্ট ২০১৮, ০০:০০

কওমি মাদ্রাসার সবোর্চ্চ সনদকে সাধারণ শিক্ষার স্নাতকোত্তর ডিগ্রির স্বীকৃতি দিতে আইনের খসড়া অনুমোদন দিয়েছে সরকার।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার তার কাযার্লয়ে মন্ত্রিসভার বৈঠকে ‘কওমি মাদ্রাসাসমূহের দাওরায়ে হাদিস (তাকমীল)-এর সনদকে মাস্টাসর্ ডিগ্রি (ইসলামিক স্টাডিজ ও আরবি) সমমান প্রদান আইন, ২০১৮’-এর খসড়ার নীতিগত অনুমোদন দেয়া হয়।

সচিবালয়ে এক ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের বলেন, ‘আগে থেকেই হয়ে (কওমি সনদের স্বীকৃতি দেয়া হয়েছে) আসছে, সেটাকে আইনি কাঠামোতে নিয়ে আসা হচ্ছে।’

সারাদেশে এখন ছয়টি বোডর্ কওমি মাদ্রাসাগুলোকে নিয়ন্ত্রণ করছে জানিয়ে শফিউল বলেন, এদের নিয়ে কওমি মাদ্রাসা শিক্ষা বোডর্ গঠন করা হবে। এর নাম হবে ‘আলহাইয়্যাতুল উলিয়ালিল জামিয়াতুল কওমিয়া বাংলাদেশ’, আর কাযার্লয় হবে ঢাকায়।

২০১৭ সালের ১১ এপ্রিল কওমি মাদ্রাসা শিক্ষা বোডের্র চেয়ারম্যান শাহ আহমদ শফী, কওমি মাদ্রাসা শিক্ষা কতৃর্পক্ষ আইন পযাের্লাচনা কমিটির আহŸায়ক মওলানা ফরীদ উদ্দীন মাসউদসহ কয়েকশ’ আলেমের উপস্থিতিতে গণভবনে এক অনুষ্ঠানে কওমির সনদকে স্বীকৃতি দেয়ার ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর ওই ঘোষণাকে হেফাজতে ইসলামের মতো ইসলামী দলগুলোর কাছে ‘নতি স্বীকার’ হিসেবে দেখিয়ে বিভিন্ন বাম সংগঠন এবং সুশীল সমাজের একটি অংশ সে সময় এর সমালোচনা করে। কওমির স্বীকৃতিতে বাংলাদেশে ‘জঙ্গিরা জেঁকে বসতে পারে’ বলেও হুশিয়ার করা হয়।

অন্যদিকে দেশের প্রায় ৭৫ হাজার কওমি মাদ্রাসা থেকে প্রতি বছর ১৪ লাখ শিক্ষাথীর্ বের হচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী সে সময় বলেন, ‘তাদের জীবনটা কি আমরা ভাসিয়ে দেব? তারা কি এ দেশের নাগরিক না? তারা কি এ দেশের মানুষ না? তাদের জীবনের কি কোনো মূল্য নেই? তাদের কি আমরা অন্ধকারে ঠেলে দেব? তাদের কি আমরা আলোর পথ দেখাব না?’

সমালোচনার মধ্যেই ঘোষণার দুই দিন পর কওমি মাদ্রাসার সবোর্চ্চ সনদকে সাধারণ শিক্ষার স্নাতকোত্তর ডিগ্রির স্বীকৃতি দিয়ে আদেশ জারি করে সরকার। সনদবিষয়ক যাবতীয় কাযর্ক্রমের ক্ষেত্রে সিদ্ধান্ত দেয়ার জন্য শাহ আহমদ শফীকে চেয়ারম্যান করে একটি কমিটিও সে সময় করা হয়।

২০১৭ সালের ১৩ এপ্রিল গঠিত ওই কমিটিকে এখন এ আইনে আনা হচ্ছে জানিয়ে শফিউল বলেন, কওমি মাদ্রাসা শিক্ষা বোডর্ এ কমিটির মাধ্যমে পরিচালিত হবে, কমিটিতে নয় ধরনের ব্যক্তি থাকবেন।

বেফাকুল মাদারিসিল আরাবিয়ার সভাপতি কমিটির চেয়ারম্যান, বেফাকুল মাদারিসিলের সিনিয়র সহ-সভাপতি, কো-চেয়ারম্যান এবং বেফাকুল মাদারিসি আবারিয়া বা এর মহাসচিব মনোনীত আরও পঁাচজন সদস্য থাকবেন কমিটিতে।

এ ছাড়া গওহরডাঙ্গার বেফাকুল মাদারিসিল কওমিয়া, চট্টগ্রামের আন্জুমানে ইত্তেহাদুল মাদারিসিল কওমিয়া, বগুড়ার আযাদদ্বীনি এদারায়ে তালিম, বগুড়ার তানজীমুল মাদারিসিল কওমিয়া এবং জাতীয় দ্বীনি মাদরাসা শিক্ষা বোডর্ থেকে দুইজন করে সদস্য কমিটিতে আসবেন।

চেয়ারম্যান ইচ্ছা করলে যে কাউকে কমিটিতে যোগ করে নিতে পারবেন, তবে সব মিলিয়ে তা ১৫ জনের বেশি হবে না। কমিটি ‘দলীয় রাজনীতির ঊধ্বের্’ থাকবে।

২০১৭ সালের ১৩ এপ্রিল সরকার যে প্রজ্ঞাপন জারি করেছিল সেটাকে এখন আইনের অন্তভুর্ক্ত করে নেয়া হচ্ছে জানিয়ে শফিউল বলেন, ওই প্রজ্ঞাপনের মাধ্যমে যে সনদকে স্বীকৃতি দেয়া হয়েছে এ পযর্ন্ত যত সনদ দেয়া হয়েছে তা এ আইন অনুযায়ী দেয়া হয়েছে বলে গণ্য করা হবে।

তিনি বলেন, বোডর্ কমিটি সনদ নিয়ে যাবতীয় বিষয়ে চ‚ড়ান্ত সিদ্ধান্ত দেবে। কমিটির নিবন্ধিত মাদ্রাসাগুলোর দাওয়ায়ে হাদিসের সনদ ইসলামিক স্টাডিজ ও আরবির মাস্টাসর্ সনদের সমমান বিবেচিত হবে।

‘এই কমিটির অধীনে ও তত্ত¡াবধানের দাওরায়ে হাদিসের পরীক্ষা হবে। সিলেবাস প্রণয়ন, পরীক্ষা পদ্ধতি, অভিন্ন প্রশ্নপত্র প্রণয়ন, উত্তরপত্র মূল্যায়ন, ফলাফল ও সনদ তৈরিসহ অন্যান্য কাজে এক বা একাধিক কমিটি করা যাবে।’

আইনের উদ্দেশ্য পূরণে বিধি ও সংবিধি প্রণয়নের সুযোগ রাখা হয়েছে জানিয়ে শফিউল বলেন, অন্যান্য আইনে যাই থাকুক না কেন এই আইনের বিধানাবলি প্রাধান্য পাবে।

সরকারের প্রতিনিধি ছাড়া একটি বোডের্র মাধ্যমে কীভাবে স্নাতকোত্তর ডিগ্রি দেয়া হবেÑ সেই প্রশ্নে শফিউল বলেন, ‘কমিটি যেটা ছিল সেটাকে বোডর্ আকারে নিয়ে আসা হয়েছে, ছয়টি বোডের্ক একীভূত করে এই বোডর্ করা হয়েছে।’

কোনো বিশ্ববিদ্যালয়ের অ্যাফিলিয়েশন ছাড়া মাস্টাসর্ ডিগ্রি কীভাবে দেয়া হবেÑ এ প্রশ্নে শফিউল বলেন, ‘এটা একটি ব্যতিক্রমী বিষয়। এটা হলো মূলত কওমি মাদ্রাসায় প্রায় ১৫ লাখ শিক্ষাথীর্ পড়াশোনা করে তাদের মূল ধারায় নিয়ে আসা। সরকারের এই কাঠামোতে নিয়ে আসতে এটা যুগান্তকারী পদক্ষেপ।’

এক প্রশ্নে মন্ত্রিপরিষদ সচিব জানান, ইসলামিক আরাবি বিশ্ববিদ্যালয়ের বিষয়ে নতুন এই আইনের খসড়ায় কিছু বলা নেই, ভবিষ্যতে হয়ত বিবেচনায় আসতে পারে।

কওমি শিক্ষাথীের্দর মাস্টাসের্র আগের অন্য ডিগ্রিগুলোর স্বীকৃতি না দিয়ে সবোর্চ্চ ডিগ্রির স্বীকৃতি কীভাবে হয়Ñ ‘সেই জিজ্ঞাসায় শফিউল বলেন, এটা সরকারের পলিসি, আইনের বাইরে আমাদের ব্যাখ্যা দেয়ার সুযোগ নেই।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<7885 and publish = 1 order by id desc limit 3' at line 1