মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ঈদুল আজহায় উত্তর-দক্ষিণাঞ্চলে ৪টি বিশেষ ট্রেন

পাবনা প্রতিনিধি
  ১১ আগস্ট ২০১৮, ০০:০০

পবিত্র ঈদুল আজহায় উত্তর-দক্ষিণাঞ্চলের যাত্রীদের ভ্রমণের সুবিধাথের্ চারটি রুটের ‘ঈদ স্পেশাল’ ট্রেনের ব্যবস্থা করেছে বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চল কতৃর্পক্ষ।

শুক্রবার সকাল ৯টায় পাকশী বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) নাজমুল ইসলাম বিষয়টি জানান।

নাজমুল ইসলাম বলেন, রাজশাহী-ঢাকা-রাজাশাহী, দিনাজপুর-ঢাকা-দিনাজপুর, ঢাকা-খুলনা, লালমনিরহাট-ঢাকা-লামমনিহাট এই চারটি রুটে ট্রেনগুলো চলাচল করবে। ঈদের স্পেশাল ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে। ঈদের পরে সাতদিন চলবে ট্রেনগুলো। এসব ট্রেনের ফিরতি টিকিট পাওয়া যাবে নিজ নিজ স্টেশনে।

তিনি আরও জানান, আগামী শুক্রবার থেকে ঈদের আগেরদিন পযর্ন্ত সব আন্তঃনগর ও কমিউটার ট্রেনের কোনো অফ-ডে থাকবে না। শুধুমাত্র ঈদের দিন কোনো আন্তঃনগর, কমিউটার ও মেইল এক্সপ্রেস, লোকাল ট্রেন চলবে না। ঈদের পরদিন সব ট্রেন চলাচল করবে। এছাড়াও আগের সব ট্রেন নিয়মিত সময়সূচিতেই চলবে।

ঢাকা-খুলনা রুটে ঈদ স্পেশাল ট্রেনটি শুধুমাত্র

একদিন মৈত্রীর রেক দিয়ে ২১ আগস্ট চালানো হবে। ট্রেনটির আসন সংখ্যা ৫৯২টি। এরমধ্যে শীতাতপ নিয়ন্ত্রিত বাথর্ ছয়টি (সিট-৯), প্রথম শ্রেণি বাথর্ ১০টি (সিট-১৯টি), শোভন চেয়ার ১০০টি ও শোভন সাধারণ ৪৭৬টি আসন রয়েছে।

পাকশী বিভাগীয় বাণিজ্যিক কমর্কতার্ (ডিসিও) আনোয়ার হোসেন জানান, রাজশাহী-ঢাকা-রাজশাহী ‘ঈদ স্পেশাল’ ট্রেনটি ১৮-২০ আগস্ট মাত্র তিনদিন এবং ঈদের পরে দ্বিতীয় দিন থেকে ২৪-৩০ আগস্ট এই সাতদিন চলবে। ১৫টি কোচ নিয়ে রাজশাহী-ঢাকা-রাজশাহী ট্রেনটি চলবে। ট্রেনটি দুপুর দেড়টায় রাজশাহী ছেড়ে ঢাকা পেঁৗছাবে ৮টা ২০ মিনিটে। ঢাকা ছাড়বে ৯টা ২৫ মিনিটে রাজশাহী পৌঁছাবে রাত সাড়ে ৩টায়। বিরতির স্টেশনগুলো হলো- রাজশাহী, আব্দুলপুর, ঈশ্বরদী বাইপাস, চাটমোহর, বড়ালব্রিজ, উল্লাপাড়া, শহীদ মনসুর আলী, বঙ্গবন্ধু সেতু পূবর্, টাঙ্গাইল, জয়দেবপুর, ঢাকা বিমানবন্দর।

দিনাজপুর ‘ঈদ স্পেশাল’ ট্রেনটি ১৮-২০ আগস্ট তিনদিন এবং ঈদের পর দ্বিতীয় দিন হতে ২৪-৩০ আগস্ট সাতদিন চলবে। ১৩টি কোচ নিয়ে দিনাজপুর-ঢাকা-দিনাজপুর রোডে চলবে। ট্রেনটি দিনাজপুর ছাড়বে ১টা ১৫ মিনিটে, ঢাকায় পৌঁছাবে রাত ১০টা ০৫ মিনিটে এরপর ঢাকা ছাড়বে রাত ১০টা ৫০ মিনিটে, দিনাজপুর পৌঁছাবে সকাল ০৭টা ৪০ মিনিটে। বিরতির স্টেশনগুলো হলো- পাবর্তীপুর, ফুলবাড়ী, বিরামপুর, জয়পুরহাট, সান্তাহার, মাধবনগর, নাটোর, বড়ালব্রিজ, উল্লাপাড়া, শহীদ মনসুর আলী, বঙ্গবন্ধু সেতু (পূবর্), টাঙ্গাইল, জয়দেবপুর, ঢাকা বিমানবন্দর।

লালমনিরহাট ‘ঈদ স্পেশাল’ ট্রেনটি ১৮-২১ আগস্ট চারদিন এবং ঈদের পরে দ্বিতীয় দিন অথার্ৎ ২৪-৩০ আগস্ট সাতদিন চলবে। ১৪টি কোচ নিয়ে লালমনিরহাট-ঢাকা-লালমনিহাট ট্রেনটি চলবে। লালমনিরহাট ছাড়বে রাত সাড়ে ৯টায়, ঢাকা পৌঁছাবে সকাল সাড়ে ৭টায়। এরপর ঢাকা ছাড়বে সকাল ৯টা ১৫ মিনিটে, লালমনিরহাট পৌঁছাবে রাত ৭টায়। বিরতির স্টেশনগুলো হলো- কাউনিয়া, পীরগাছা, বামনডাঙ্গা, গাইবান্ধা, বোনারপাড়া, বগুড়া, সান্তাহার, টাঙ্গাইল, জয়দেবপুর, ঢাকা বিমানবন্দর।

ঈদুল আজহা উপলক্ষে ২১-২৩ আগস্ট ঢাকা-কলকাতার মধ্যে চলাচলকারী মৈত্রী এক্সপ্রেস বন্ধ থাকায় ওই এক্সপ্রেসের ১০টি কোচ নিয়ে ঢাকা-খুলনা রুটে ২১ আগস্ট একদিন ট্রেনটি চলবে। ট্রেনটি ঢাকা ছাড়বে রাত ১২টা ০৫ মিনিটে, খুলনা পৌঁছাবে সকাল ৮টা ২০ মিনিটে। বিরতির স্টেশনগুলো হলো- ঈশ্বরদী জংশন, চুয়াডাঙ্গা, যশোর।

পাকশী বিভাগীয় পরিবহন কমর্কতার্ (ডিটিও) আবদুল্লাহ আল মামুন জানান, ঈদুল আজহা উপলক্ষে ঈদের ১০দিন আগে এবং ঈদের ১০দিন পর পযর্ন্ত ট্রেনে সেলুন সংযোজন থাকবে না। শুধুমাত্র ঈদের দিন কোনো ট্রেন চলবে না। ঈদের পর সব আন্তঃনগর ট্রেনের অফ-ডে যথারীতি বলবৎ থাকবে। তবে ঢাকাগামী প্যাসেঞ্জার ক্লিয়ার করার জন্য ২৪-৩০ আগস্ট ঢাকা অভিমুখী কোনো আন্তঃনগর ট্রেনের অফ-ডে নেই।

পাকশী বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) নাজমুল ইসলাম জানান, নিরাপদে স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য ‘ঈদ স্পেশাল’ এই বিশেষ ট্রেনের ব্যবস্থা। ঈদের তিনদিন আগে এবং ঈদের পর আরও সাতদিন পাকশী বিভাগীয় রেলওয়ের আওতায় চারটি রুটে ‘ঈদ স্পেশাল’ ট্রেন চলবে। যেন ঈদের পরেও কমের্ক্ষত্রে ফিরতে মানুষের দুভোর্গ কিছুটা লাঘব হয়।

অন্যদিকে, যাত্রী হয়রানি বন্ধে পাকশী বিভাগীয় বিভিন্ন দপ্তরের কমর্কতাের্দর ছুটি বাতিল করে বিভিন্ন রুটের ট্রেনে তাদের পাঠানো হবে। রেলওয়ে জিআরপি পুলিশ, রেলওয়ে নিরাপত্তাবাহিনী (আরএনবি) ও গোয়েন্দা শাখার সদস্যরা মাঠে সক্রিয় থাকবেন। ট্রেনের টিকিট বিক্রিতে কালোবাজারি যেন না হয়, সেজন্য যথাযথ ব্যবস্থা নেয়া হয়েছে। যাত্রীদের নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিয়োজিত থাকবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<7493 and publish = 1 order by id desc limit 3' at line 1