logo
বুধবার, ১৫ জুলাই ২০২০, ৩১ আষাঢ় ১৪২৬

  যাযাদি রিপোর্ট   ০৯ নভেম্বর ২০১৯, ০০:০০  

বিএনপি নেতা নজরুলকে দেখতে হাসপাতালে জোট নেতারা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন ২০ দলীয় জোটের নেতারা।

শুক্রবার দুপুরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন নজরুল ইসলাম খানকে দেখতে হাসপাতালে যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তর জামায়াতের আমির মুহাম্মদ সেলিম উদ্দিন।

এ সময় আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান ও ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ।

জোটের নেতারা নজরুল ইসলাম খানের শারীরিক অবস্থার বিষয়ে খোঁজখবর নেন এবং মহান আলস্নাহর কাছে তার সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত করেন।

গত ৪ নভেম্বর হঠাৎ অসুস্থ হয়ে পড়লে বিএনপির এই প্রবীণ নেতাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়।

জানতে চাইলে লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেন, নজরুল ইসলাম খানের শারীরিক ?অবস্থা আগের চেয়ে ভালো। চিকিৎসকের পরামর্শক্রমে দুই-এক দিনের মধ্যে তিনি বাসায় ফিরবেন।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে