logo
শুক্রবার, ১০ এপ্রিল ২০২০, ২৭ চৈত্র ১৪২৫

  উলিপুর (কুড়িগ্রাম) সংবাদদাতা   ০৯ নভেম্বর ২০১৯, ০০:০০  

উলিপুরে ৫০ প্রাথমিক বিদ্যালয়

জীবনের ঝুঁকি নিয়ে পাঠগ্রহণ

'৯টি বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের জন্য ৬৩ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। পরবর্তী বরাদ্দ পাওয়া সাপেক্ষে অবশিষ্ট বিদ্যালয়গুলোর সংস্কার কাজ হবে'

কুড়িগ্রামের উলিপুরে জীবনের ঝুঁকি নিয়ে ৫০টি প্রাথমিক বিদ্যালয়ে চলছে পাঠগ্রহণ। যে কোনো মুহূতে বড় ধরনের দুঘর্টনার আশঙ্কা করছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

নয়াগ্রাম অধ্যক্ষ সিরাজুল হক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এরশাদুন্নবী জানান, ১৯৯৩ সালে নির্মিত তিন কক্ষবিশিষ্ট ভবনটির ছাদের পলেস্তরা, বিম ও রড খসে পড়ছে। স্কুলে বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা ২৬২ জন, শিক্ষক সংখ্যা ০৪ জন। জীবনের ঝুঁকি নিয়ে রোদ-বৃষ্টি অপেক্ষা করে স্কুল মাঠে বাধ্য হয়ে শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে হচ্ছে। স্কুলটি পূর্ণ নির্মাণের জন্য উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে লিখিতভাবে জানানো হয়েছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, উপজেলার ২৬৯টি প্রাথমিক সরকারি বিদ্যালয়ের মধ্যে ৩টি পরিত্যক্ত ও ৫০টি ঝুঁকিপূর্ণ বিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। পরিত্যক্ত প্রাথমিক বিদ্যালয় ৩ হলো, ধরনীবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাঁকারায় সরকারি প্রাথমিক বিদ্যালয়, পশ্চিম নাওড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। ঝুঁকিপূর্ণ বিদ্যালয়গুলো হলো- কৃষ্ণমঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয়, মৌজা মালতিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, কেকতিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়, কিসামত মালতি বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ বিষ্ণুবলস্নভ সরকারি প্রাথমিক বিদ্যালয়, মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মালতিবাড়ি দিগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়, খামার বজরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, চর বজরা পূর্বপাড়া স.প্রা বিদ্যালয়, কালপানি বজরা স. প্রা বিদ্যালয়, বকশীগঞ্জ স. প্রা বিদ্যালয়, আঠাই পাইকা স. প্রা বিদ্যালয়, নয়াগ্রাম অধ্যক্ষ সিরাজুল হক স. প্রা বিদ্যালয়, উত্তর সাদুল্যা বালিকা স. প্রা বিদ্যালয়, দক্ষিণ উমানন্দ আমবাড়ি স. প্রা বিদ্যালয়, বড়য়া তবকপুর স. প্রা বিদ্যালয়, পশ্চিম শিববাড়ি স. প্রা বিদ্যালয়, শিববাড়ি স. প্রা বিদ্যালয়, জোনাইডাঙ্গা স. প্রা বিদ্যালয়, রামধন জুম্মাবাড়ি স. প্রা বিদ্যালয়, সরদারপাড়া স. প্রা বিদ্যালয়, বুড়ির ভিটা স. প্রা বিদ্যালয়, মুন্সীপাড়া পুকুরপাড় স. প্রা বিদ্যালয়, খিলবাড়ি স. প্রা বিদ্যালয়, আপুয়ার খাতা স. প্রা বিদ্যালয়, বড় মহিষমুড়ি স. প্রা বিদ্যালয়, নাজিরেরটারি স. প্রা বিদ্যালয়, তনুরাম স. প্রা বিদ্যালয়, আপুয়ার খাতা পাগলার পাট স.প্রা বিদ্যালয়, উত্তর পান্ডুল স. প্রা বিদ্যালয়, খোঁচাবাড়ি স. প্রা বিদ্যালয়, আউদিয়ার পাড় স. প্রা বিদ্যালয়, ঠুটাপাইকর স. প্রা বিদ্যালয়, কল্যাপাড়া স. প্রা বিদ্যালয়, গোড়াই মন্ডলপাড়া স. প্রা বিদ্যালয়, ঝেলস্নাআম স. প্রা বিদ্যালয়, দুর্গাপুর স. প্রা বিদ্যালয়, দুর্গাপুর বালিকা স. প্রা বিদ্যালয়, আনন্দবাজার স. প্রা বিদ্যালয়, ডালিমা পঞ্চানন স. প্রা বিদ্যালয়, কাগজীপাড়া স. প্রা বিদ্যালয়, খামার ঢেকিয়ারাম বটতলি স. প্রা বিদ্যালয়, পূর্বপাড়া গোড়াই রঘুরায় স. প্রা বিদ্যালয়, গুনাইগাছ কেবি স.প্রা বিদ্যালয়, গুনাইগাছ আকন্দবাড়ি স. প্রা বিদ্যালয়, নাগড়াকুড়া স.প্রা বিদ্যালয়, গুনাইগাছ আরিফিয়া স.প্রা বিদ্যালয়, দড়িকিশোরপুর স. প্রা বিদ্যালয়, সুকদেব কুন্ড স. প্রা বিদ্যালয়।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোজাম্মেল হক শাহ জানান, ৯টি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের জন্য ৬৩ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। পরবর্তী বরাদ্দ পাওয়া সাপেক্ষে অবশিষ্ট বিদ্যালয়গুলোর সংস্কার কাজ করা হবে।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে