logo
শুক্রবার, ১০ এপ্রিল ২০২০, ২৭ চৈত্র ১৪২৫

  ঝিনাইদহ প্রতিনিধি   ০৯ নভেম্বর ২০১৯, ০০:০০  

বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

ঝিনাইদহের মহেশপুরে বিএসএফের (ভারতীয় সীমান্তরক্ষী) গুলিতে মো. সুমন (২৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। শুক্রবার ভোরে ভারতের নদীয়া জেলার হাসখালী শিলগেইট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সুমন মহেশপুর উপজেলার শ্যামকুড় পশ্চিমপাড়ার আব্দুল মান্নানের ছেলে। শুক্রবার দুপুরে ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক (উপ-অধিনায়ক) কামরুল হাসান গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেন।

ঝিনাইদহ ৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক (উপ-অধিনায়ক) কামরুল হাসান জানান, বিজিবি জানতে পারে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীনস্ত লড়াইঘাট বিওপির বিপরীতে বিএসএফ ৮ ব্যাটালিয়নের পাখিউড়া ক্যাম্প এলাকার মেইন পিলার ৬০/১৩৩-১৩৪-আর পিলারের মাঝখানে আনুমানিক ৩০০ গজ ভারতের অভ্যন্তরে নদীয়া জেলার হাসখালী শিলগেইট নামক স্থানে সুমন প্রবেশ করে। এ সময় বিএসএফ ৮ ব্যাটালিয়নের পাখিউড়া ক্যাম্পের সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তিনি ঘনাস্থলেই নিহত হন। নিহত বাংলাদেশি নাগরিক সুমনের লাশ পাখিউড়া বিএসএফ ক্যাম্প এবং হাসখালী থানা পুলিশের হেফাজতে রয়েছে। এই ঘটনার পর বিএসএফের সঙ্গে পতাকা বৈঠক করে লাশ ফেরত আনার চেষ্টা চলছে।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে