বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
আলোচনাসভায় ফখরুল

ক্যাসিনো গল্প সাজিয়ে দুর্নীতি আড়াল করা যাবে না

বিএনপি মহাসচিব বলেন, 'গণতন্ত্রকে মুক্ত করতে হলে, অধিকারগুলোকে ছিনিয়ে আনতে হলে, আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে'
যাযাদি রিপোর্ট
  ০৯ নভেম্বর ২০১৯, ০০:০০
বক্তৃতা করছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারে যারা আছেন তারা ৭ নভেম্বর স্বীকার করেন না। তারা স্বীকার করবেন কেন? তারা তো দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিশ্বাস করেন না। তিনি বলেন, যারা গণতন্ত্রে বিশ্বাস করেন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করেন, বাংলাদেশকে সারা পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াতে দেখতে চান, তারা অবশ্যই ৭ নভেম্বর বিশ্বাস করেন এবং ধারণ করেন।'

শুক্রবার বিকালে মহানগর নাট্যমঞ্চে '৭ নভেম্বর জাতীয় বিপস্নব ও সংহতি দিবস' উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

সরকার নিজেদের দুর্নীতি এমন পর্যায়ে পৌঁছে নিয়ে গেছে ফলে তাদের চুনোপুঁটিগুলোকে ধরতে হচ্ছে এমনটা উলেস্নখ করে মির্জা ফখরুল বলেন, 'একটা কথা স্পষ্ট করে বলতে চাই- এই চুনোপুঁটি ধরে আর ক্যাসিনো গল্প সাজিয়ে মূল দুর্নীতি থেকে আপনি (প্রধানমন্ত্রী) জনগণের দৃষ্টিকে আড়াল করতে পারবেন না।'

সরকারের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, 'ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লুট করেছেন, এর হিসাব কোথায়? শেয়ারবাজার থেকে হাজার হাজার টাকা লুট করে নিয়েছেন, তার হিসাব কোথায়? তার হিসাব থাকবে না। এ কারণেই যে, তারা কেউ আপনাদের মন্ত্রী, কেউ আপনাদের উপদেষ্টা, আবার কেউ আপনাদের আপনজন।'

তিনি বলেন, 'বৃহস্পতিবার সারাদিন সাদেক হোসেন খোকার বিভিন্ন স্থানে জানাজা ছাড়া আর কোনো খবর ছিল না। শুক্রবারের পত্র-পত্রিকাগুলো লক্ষ করবেন, এটাকে বেশির ভাগ পত্রিকা ভেতরের এবং পেছনের পাতায় দিয়েছেন। আমি জানি মিডিয়াগুলোকে প্রশ্ন করলে তারা বলবে, আমাদের করার কিছু নেই। আমাদের নির্দেশ দেওয়া হয়েছে।'

'কেউ নির্দেশে করছে আবার কেউ স্বপ্রণোদিতভাবে করছে, কারণ এটা ছাপলে হয়তোবা তার ব্যবসা বন্ধ হয়ে যেতে পারে। যারা কথা বলেন, তাদেরকে টেলিভিশনে ডাকা হয় না, যারা লিখেন তারা ঘর থেকে বের হতে পারেন না। এই সরকার একটি একনায়তান্ত্রিক সরকার, এই সরকার একটি ফ্যাসিস্ট সরকার। এর থেকে মুক্তি পেতে হবেই। মুক্তির কোনো বিকল্প নেই।' তিনি বলেন, 'দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি করতে হলে, গণতন্ত্রকে মুক্ত করতে হলে, আমার অধিকারগুলোকে ছিনিয়ে আনতে হলে, আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। রাস্তায় নামতে হবে। এর কোনো বিকল্প নেই। কোনো ফ্যাসিস্ট শক্তিকে এককভাবে পরাজিত করা যায় না। সকল দেশপ্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধ করতে হয় এবং আমরা সেই পথেই যাচ্ছি। আমরা মনে করি সমস্ত দেশপ্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধ করে এই একনায়তান্ত্রিক ফ্যাসিস্ট সরকারকে সরিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে সমর্থ হব।'

আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, গয়েশ্বর চন্দ্র রায়, বেগম সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান নিতাই রায়, আহমদ আজম খান, শামসুজ্জামান দুদু, যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিব উন নবী খান সোহেল, প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানী, সহসাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু, সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূইয়া জুয়েলসহ বিএনপি অঙ্গসংগঠনের নেতারা অংশ নেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<74833 and publish = 1 order by id desc limit 3' at line 1