logo
সোমবার ২২ জুলাই, ২০১৯, ৭ শ্রাবণ ১৪২৬

  ঝিনাইগাতী (শেরপুর) সংবাদদাতা   ১০ আগস্ট ২০১৮, ০০:০০  

বন্যহাতির লাশ উদ্ধার

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গারো পাহাড় সীমান্তে একটি বন্যহাতির মরদেহ উদ্ধার করেছেন বন বিভাগের কমর্কতার্রা। বুধবার দুপুরে উপজেলার কাংশা ইউনিয়নের সীমান্তঘেঁষা গজনী বিটের ভেরভেরি নামক এলাকা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।

বন বিভাগ স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে উপজেলার কাংশা ইউনিয়নের সীমান্তঘেঁষা গজনী বিটের ভেরভেরি নামক এলাকার বাংলাদেশ-ভারত সীমান্ত রেখার এক হাজার গজ বাংলাদেশ অভ্যন্তরে একটি মাঠে কয়েকজন রাখাল পঁচা ও দুগর্ন্ধযুক্ত একটি বন্যহাতির মৃতদেহ পড়ে থাকতে দেখে বিষয়টি তারা বন বিভাগকে জানান। পরে সংবাদ পেয়ে বন বিভাগের গজনী বিটের কমর্কতার্ ও বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের লোকজন ঘটনাস্থলে গিয়ে হাতির মৃতদেহটি উদ্ধার করেন।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের ফরেস্টার মো. হাবিবুল্ল্যাহ জানান, মৃত হাতিটির বয়স ২০ থেকে ২৫ বছর হবে। এটি মাদি হাতি। হাতিটি আনুমানিক এক সপ্তাহ আগে মারা যাওয়ায় পঁচে ও গলে দুগর্ন্ধ বের হচ্ছিল। সীমান্তঘেঁষা মাঠে হাতিটি মারা যাওয়ায় এর আগে কারও চোখে পড়েনি। ময়নাতদন্তের রিপোটর্ পেলে মৃত্যুর কারণ সম্পকের্ নিশ্চিত হওয়া যাবে।

উপজেলা প্রাণিসম্পদ বিভাগের চিকিৎসক ময়নাতদন্ত করার পর এটিকে মাটিচাপা দেয়া হয়েছে বলে জানান তিনি।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে