বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সংবাদ সংক্ষেপ

নতুনধারা
  ২০ অক্টোবর ২০১৯, ০০:০০

খালিহাতে কুমির ধরে মিডিয়ায় ঝড়!

যাযাদি ডেস্ক

যুক্তরাষ্ট্রের পল ব্যাডার্ড। পরিচিত ফ্লোরিডা মানব হিসেবে। বিভিন্ন জীবজন্তু উদ্ধার করে বেড়ানোই পলের নেশা। সম্প্রতি খালিহাতে প্রায় নয় ফুট আকারের একটি কুমির ধরে রীতিমতো হইচই ফেলে দিয়েছেন তিনি।

ফ্লোরিডার দক্ষিণাঞ্চলের পার্কল্যান্ড সুইমিং পুলে কিছুদিন আগে আটকা পড়ে একটি কুমির ছানা। কিছুতেই জালে ধরা যাচ্ছিল না কুমিরটিকে। মরে যেতে পারে, এই ভয়ে দেওয়া যাচ্ছিল না চেতনানাশকও। পল নেমে পড়েন সুইমিংপুলের স্বচ্ছ পানিতে। খোঁচা দিয়ে কুমিরটিকে উত্তেজিত করে তোলেন তিনি। সুইমিংপুলের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে দাপিয়ে বেড়ান কুমিরটির সঙ্গে। একসময় ক্লান্ত হয়ে পড়ে কুমিরছানাটি। সাহসে ভর করে টেপ দিয়ে কুমিরটির মুখ আটকে দেন পল। তারপর নিজের দুই হাতে শূন্যে তুলে ধরেন ভয়াল সরীসৃপটিকে।

এটি দেখে যারপরনাই বিস্মিত হয়েছেন অনেকে। কেননা বাচ্চা হলেও কুমিরটি আকারে প্রায় ৯ ফুট। যেকোনো সময় এটি আহত করতে পারত পলকে। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয় আলোচনা-সমালোচনা। তবে পলের এ সাহসের প্রশংসাই করছে বেশির ভাগ লোক।

সাতক্ষীরায়

গ্রেপ্তার ২৮

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় পুলিশের নিয়মিত অভিযানে মাদক মামলার ১২ জনসহ ২৮ জন আসামিকে গ্রেপ্তার করেছে। অভিযানের সময় পুলিশ ২০ পিস ইয়াবা ৫০ বোতল ফেনসিডিল ও ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে।

শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার সকাল পর্র্যন্ত সাতক্ষীরার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওই আসামিদের গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ বলেন, সাতক্ষীরা সদর থানা থেকে ৯ জন, কলারোয়া থানা থেকে ৭ জন, তালা থানা থেকে ১ জন, কালিগঞ্জ থানা থেকে ২ জন, শ্যামনগর থানা থেকে ৪ জন, আশাশুনি থানা থেকে ৪ জন, পাটকেলঘাটা থানা থেকে ১ জনসহ ২৮ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি আরও বলেন, আসামিদের বিরুদ্ধে মাদক ও নাশকতাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।

পাচারকালে ৬

রোহিঙ্গা আটক

উখিয়া (কক্সবাজার) সংবাদদাতা

টেকনাফে মালয়েশিয়াগামী ৬ রোহিঙ্গা নারী-পুরুষকে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। শনিবার ৬টায় সদর ইউনিয়নের লম্বরী ঘাট থেকে এদের আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে ৪ জন নারী ও ২ জন পুরুষ বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় সূত্র জানিয়েছে, শনিবার ভোর সাড়ে ৬টা নাগাদ সাগর পথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় সদর ইউনিয়নের লম্বরী ঘাট থেকে দুজন পুরুষ ও ৪ নারীসহ মোট ৬ রোহিঙ্গাকে আটক করে স্থানীয়রা। পরে বিষয়টি টেকনাফ মডেল থানায় জানালে এসআই জামসেদসহ এক দল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকৃতদের টেকনাফ থানায় নিয়ে আসে। উদ্ধারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে রোহিঙ্গা হাসেম ও লেঙ্গুর এলাকার বাসিন্দা সোনামিয়ার নেতৃত্বে মালয়েশিয়া যাওয়ার জন্য ট্রলারে ওঠার প্রস্তুতি নিচ্ছিল বলে জানান। উদ্ধারকৃতরা হলেন- উখিয়ার বালুখালী ক্যাম্পের ৩ জন, কুতুপালং ক্যাম্পের ২ জন ও উনচিপ্রাং ক্যাম্পের ১জন বলে পুলিশ জানিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<71960 and publish = 1 order by id desc limit 3' at line 1