শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ফের ১০০ ছাড়াল পেঁয়াজের দাম

যাযাদি রিপোর্ট
  ১৯ অক্টোবর ২০১৯, ০০:০০
দোকানে সাজানো পেঁয়াজের পসরা

ফের বেড়েছে পেঁয়াজের ঝাঁজ। সপ্তাহের ব্যবধানে ১৫ থেকে ৩০ টাকা বেড়ে আবারও রাজধানীর খুচরা বাজারে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১১০ থেকে ১১৫ টাকা দরে।

গত সপ্তাহে দেশি পেঁয়াজ ৮৫ থেকে ৯০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে রাজধানীর বাজারগুলোতে। এ নিয়ে ক্রেতা-বিক্রেতাদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। বিক্রেতারা বলছেন, পাইকারি বাজারে দেশি পেঁয়াজের সরবরাহ কম থাকায় সেখানে বাড়তি দরে পেঁয়াজ বিক্রি হচ্ছে। এর প্রভাব পড়েছে খুচরা বাজারে।

এদিকে ক্রেতারা বলেন, বাজারে কোনো পেঁয়াজের ঘাটতি নেই। এছাড়া বাজারে আমদানি করা পেঁয়াজে ভরা। এখানে পেঁয়াজের দাম বাড়ার কোনো কারণ নেই। শুক্রবার রাজধানীর শান্তিনগর, সেগুনবাগিচা, মালিবাগ, রেলগেট বাজার, খিলগাঁও এবং ফকিরাপুল কাঁচা বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে।

এসব বাজারে প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১১০ থেকে ১১৫ টাকা দরে, আমদানি করা ভারতীয় পেঁয়াজ ৮০ থেকে ৮৫ টাকা, মিসরের পেঁয়াজ ৯৫ থেকে ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অথচ এক সপ্তাহ আগে দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে ৮৫ থেকে ৯০ টাকা কেজি দরে, ভারতীয় পেঁয়াজ ৭০ থেকে ৭৫ টাকা, মিসরের পেঁয়াজ বিক্রি হয়েছে ৮০ থেকে ৮৫ টাকা কেজি দরে।

বাজারে পেঁয়াজের সরবরাহ থাকলেও এর বাড়তি দাম যেন মানতে পারছেন না ক্রেতারা। তাদের অভিযোগ, বাজারে পেঁয়াজে ভরপুর। এছাড়া আমদানি করা পেঁয়াজ বাজারে আসছে প্রতিনিয়ত। সে ক্ষেত্রে দর বাড়ার কোনো কারণই নেই।

এ বিষয়ে এস এম শরিফুল নামে এক ক্রেতা বলেন, গত দুই-তিন সপ্তাহ আগে পেঁয়াজের ঘাটতি থাকায় সরকার বিভিন্ন দেশ থেকে পেঁয়াজ আমদানি করায় দামও কমে যায়। কিন্তু হঠাৎ আবার পেঁয়াজের দর বাড়ার কোনো কারণ দেখেন না। বাজারে পেঁয়াজের ঘাটতি নেই। তবে দাম বাড়ানোর পেছনে ব্যবসায়ী সিন্ডিকেট জড়িত।

এ ক্রেতার অভিযোগের সঙ্গে একমত নয় শান্তিনগর বাজারের ব্যবসায়ী হাবিব। তিনি বলেন, দেশি পেঁয়াজের ঘাটতি রয়েছে বাজারে। এ জন্য দাম বাড়তি। যেহেতু এ পেঁয়াজের ঘাটতি রয়েছে, এ জন্য অন্য সব পেঁয়াজের দামও বাড়তি রয়েছে। তবে সরবরাহ বাড়লে আবারও দাম কমবে বলে জানান তিনি।

রাজধানীর মোহাম্মদপুর সাদেক খান কৃষি মার্কেটে কথা হয় এস এম ইমরানের সঙ্গে। তিনি বলেন, দফায় দফায় পেঁয়াজের দাম কমানো আর বাড়ানোর ফলে অস্বস্তির মধ্যে পড়েছেন তিনি। কিছুদিন আগেও শুনেছেন দাম কমবে। কিন্তু বাজারে আসলেই দেখেন সব পন্যের দাম নিয়ন্ত্রণের বাইরে? এভাবে চলতে পারে না। সরকারের এই বিষয়ে পদক্ষেপ নেওয়া উচিত বলে তিনি মন্তব্য করেন।

সাদেক খান কৃষি মার্কেটের ব্যবসায়ী মোহাম্মদ জুবায়ের বলেন, দুদিন আগেও পাইকারি বাজারে পেঁয়াজের দাম ৫ থেকে ১০ টাকা কম ছিল। কিন্তু বৃহস্পতিবার থেকে দাম আবার বেড়েছে? এ কারণে তাদের খুচরা বাজারে বাড়তি দামে বিক্রি করতে হয়। সেজন্যই পেঁয়াজের দাম আবারও বেড়েছে।

এদিকে খোলা বাজারে পেঁয়াজ বিক্রি অব্যাহত রেখেছে সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। সেখানে কেজিপ্রতি ৪৫ টাকা দরে পেঁয়াজ বিক্রি করা হচ্ছে। একজন ক্রেতা টিসিবির ট্রাক সেল থেকে সর্বোচ্চ দুই কেজি পর্যন্ত পেঁয়াজ কিনতে পারেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<71779 and publish = 1 order by id desc limit 3' at line 1