শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

২৪ ঘণ্টায় নতুন ডেঙ্গু রোগী ২৮৩

নতুনধারা
  ১৭ অক্টোবর ২০১৯, ০০:০০

যাযাদি রিপোর্ট

রাজধানীসহ সারাদেশের সরকারি-বেসরকারি হাসপাতালে গত ২৪ ঘণ্টায় (১৫ অক্টোবর সকাল ৮টা থেকে ১৬ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত) ২৮৩ জন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে রাজধানী ঢাকায় ৯৫ ও ঢাকার বাইরে ১৮৮ জন রয়েছেন।

এর আগের ২৪ ঘণ্টায় (১৪ অক্টোবর সকাল ৮টা থেকে ১৫ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত) রাজধানী ঢাকায় ৯২ ও ঢাকার বাইরে ২০৯ জনসহ মোট ৩০১ জন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হন। এ হিসাবে আগের দিনের তুলনায় গত ২৪ ঘণ্টায় ১৮ জন অর্থাৎ ৬ শতাংশ ডেঙ্গু রোগীর সংখ্যা কমেছে।

স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন্স সেন্টারের সহকারী পরিচালক ডা. আয়েশা আক্তার আজ দুপুরে এ তথ্য জানান।

তিনি জানান, রাজধানীর ৪১টি হাসপাতালে ৪৪৭ জন ও ঢাকার বাইরে ৭২৬ জনসহ বর্তমানে ১ হাজার ১৭৩ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

গত ১ জানুয়ারি থেকে ১৬ অক্টোবর পর্যন্ত সারা দেশের হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা ৯২ হাজার ৭৫০ জন। তাদের মধ্যে রাজধানীতে ৪৮ হাজার ৩৭১ জন ও ঢাকার বাইরে ৪৪ হাজার ৩৭৯ জন রয়েছেন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯১ হাজার ৩৩১ জন। বাড়ি ফেরাদের মধ্যে রাজধানীর হাসপাতাল থেকে ৪৭ হাজার ৭৩৪ জন ও ঢাকার বাইরের হাসপাতাল থেকে ৪৩ হাজার ৫৯৭ জন রিলিজ পান।

সর্বশেষ ২৪৬ জন মৃত (ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতু্যর সন্দেহে) মানুষের মধ্যে ১৫৮টি মৃতু্যর কারণ রিভিউ করে স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) ডেথ রিভিউ কমিটি। এর মধ্যে ৯৮ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যান বলে নিশ্চিত করেছে কমিটি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<71460 and publish = 1 order by id desc limit 3' at line 1