শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দুই মাস পর চারশ'র নিচে ডেঙ্গু রোগী

নতুনধারা
  ২৬ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০
আপডেট  : ২৬ সেপ্টেম্বর ২০১৯, ০০:০৯
রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু রোগী

যাযাদি রিপোর্ট দুই মাসের বেশি সময় পর হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীর সংখ্যা চারশ'র নিচে নেমে এসেছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের হাসপাতালগুলোতে ৩৯৮ জন নতুন রোগী ভর্তি হয়েছে। আগের দিন ৪৬৯ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছিল হাসপাতালে। দুই মাস আগে ২০ জুলাই ৩৯২ জন ডেঙ্গু রোগী চিকিৎসার জন্য সারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছিল। এরপর থেকে প্রতিদিনই ভর্তি হওয়া ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়তে থাকে। গত জুলাই মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৬ হাজার ২৫৩ জন হাসপাতালে ভর্তি হন। এরপর আগস্ট মাসে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৫২ হাজার ৬৩৬ জনে গিয়ে দাঁড়ায়। ওই মাসেই ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ ২ হাজার ৪২৮ জনে পৌঁছায়। তারপর থেকেই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ধাপে ধাপে কমতে থাকে। হাসপাতালে চিকিৎসা নিতে আসা ডেঙ্গু রোগীর সংখা পাঁচশ'র নিচে নেমে আসে গত শনিবার। শনিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ৪০৮ জন হাসপাতালে ভর্তি হয়েছিল। তবে এই সংখ্যা পরের তিনদিন বেড়ে গেলেও পাঁচশ অতিক্রম করেনি। বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের হাসপাতালগুলোতে ভর্তি হওয়া ৩৯৮ জন ডেঙ্গু রোগীর মধ্যে রাজধানীতে ১৩১ জন এবং রাজধানীর বাইরে ২৬৭ জন। এই মুহূর্তে রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৭৪৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে। বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৫৮১ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। চলতি বছরের শুরু থেকে বুধবার পর্যন্ত ৮৬ হাজার ১৫৫ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছিল। এর মধ্যে ৮৪ হাজার ১৮৬ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে, শতাংশের হিসাবে ৯৭ দশমিক সাত শতাংশ। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) ডেঙ্গু সন্দেহে ২২৪টি মৃতু্যর তথ্য পাঠানো হয়েছে। এর মধ্যে ১২৬টির তথ্য পর্যালোচনা করে ৭৫টি মৃতু্য ডেঙ্গুজনিত কারণে বলে নিশ্চিত করেছে আইইডিসিআর। স্বাস্থ্য অধিদপ্তর ২১ সেপ্টেম্বর জানিয়েছে, এ যাবত ডেঙ্গুজ্বরে ৬৮ জনের মৃতু্য হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন থেকে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ৩৫, মিটফোর্ড হাসপাতালে ১৭, ঢাকা শিশু হাসপাতালে ২, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ১৫, বিএসএমএমইউতে ২, রাজারবাগ পুলিশ হাসপাতালে ১ জন, মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ১২, সম্মিলিত সামরিক হাসপাতালে ১৩ জন এবং কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ২ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। ঢাকা বিভাগের বিভিন্ন হাসপাতালে (ঢাকা শহর ব্যতীত) ৬৭ জন, চট্টগ্রাম বিভাগে ২৬ জন, খুলনা বিভাগে ১০০ জন, রংপুর বিভাগে ৮ জন, রাজশাহী বিভাগে ১৭ জন, বরিশাল বিভাগে ৫১ জন, সিলেট বিভাগে ২ জন ও ময়মনসিংহ বিভাগে ২ জন ডেঙ্গুজ্বরে আক্রান্ত রোগী ভর্তি হন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে