শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

যেসব কারণে মিয়ানমারে ফিরতে চান না রোহিঙ্গারা

যাযাদি ডেস্ক
  ২২ আগস্ট ২০১৯, ০০:০০
মিয়ানমারে প্রত্যাবাসন বিষয়ে কক্সবাজারের টেকনাফের শালবাগান রোহিঙ্গা শিবিরে তালিকাভুক্ত রোহিঙ্গাদের মতামত যাচাই শুরু হয়েছে। ইউএনএইচসিআর-এর কর্তকর্তার সঙ্গে সাক্ষাৎ শেষে ফিরছেন এক রোহিঙ্গা -স্টার মেইল

মিয়ানমারে প্রত্যাবাসনের ক্ষেত্রে নাগরিকত্ব, নিরাপত্তাসহ অন্তত চারটি শর্ত দিচ্ছেন কক্সবাজারে আশ্রিত রোহিঙ্গা শরণার্থীরা। মিয়ানমারের পাঠানো তালিকা ধরে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের সাক্ষাৎকারে বাস্তুচু্যত এই রোহিঙ্গারা এই মনোভাবের কথা জানান। তারা বলছেন, মিয়ানমারে ফেরত পাঠানোর আগে তাদের নাগরিকত্ব, জমি-জমা ও ভিটেমাটির দখল, নিরাপত্তা নিশ্চিত এবং ক্ষতিপূরণ দিতে হবে। এক বছর আগে প্রত্যাবাসন পরিকল্পনা ভেস্তে যাওয়ার পর দুই সরকারের উদ্যোগের ধারাবাহিকতায় বাংলাদেশের পাঠানো তালিকা থেকে ৩ হাজার ৪৫০ জনকে রাখাইনের অধিবাসী হিসাবে চিহ্নিত করে তাদের ফেরত নিতে রাজি হওয়ার কথা জানায় মিয়ানমার। এরপর ইউএনএইচসিআর ও বাংলাদেশ যৌথভাবে এই রোহিঙ্গাদের কাছে জানতে চাচ্ছে, তারা ফিরতে ইচ্ছুক কি-না? কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প ২৪, ২৬ ও ২৭ নম্বরে আছেন এই প্রত্যাবাসনের জন্য নির্বাচিত এই শরণার্থীরা। সীমান্ত পেরিয়ে বাংলাদেশে রোহিঙ্গা ঢলের দুই বছরপূর্তিতে এসে প্রত্যাবাসনের বিষয়ে তাদের মনোভাব জানতে ক্যাম্পগুলোতে সাক্ষাৎকার নেয়া হচ্ছে। বুধবার টেকনাফের শালবাগান এলাকার ২৬ নম্বর ক্যাম্পে সাক্ষাৎকার দিয়ে ফেরা ২০০ জনের মধ্যে যে ১৫ জনের সঙ্গে কথা হয়, তারা সবাই মিয়ানমারে ফেরত না যাওয়ার মনোভাব দেখান। পরিবারের তিনজনের পক্ষে সাক্ষাৎকার দিতে আসেন মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডুর বাসিন্দা মোহাম্মদ ইসলাম। মিয়ানমারে ফেরত যাওয়ার প্রসঙ্গে এক প্রশ্নে রোহিঙ্গা ভাষায় তিনি যে উত্তর দিয়েছেন, তা ছিল এই রকম- 'আমার কাছে জানতে চাইছে, 'যাবা, না যাবা না বলো'; আমি বলেছি নাগরিকত্ব দেয়ার আগে কোনোভাবে যাব না। আমাদের ভিটেমাটির অধিকার দিতে হবে, যে ক্ষতি করছে তার ক্ষতিপূরণ দিতে হবে, নিরাপত্তা দিতে হবে।' মিয়ানমারে বিনা বিচারে গ্রেপ্তার থাকা রোহিঙ্গাদের মুক্তি দেওয়ার দাবিও জানান ইসলাম। মিয়ানমারের সেনাবাহিনীর নির্যাতনের মুখে ২০১৭ সালের ২৫ আগস্ট রাখাইন ছেড়ে বাংলাদেশে আসতে থাকে রোহিঙ্গারা; এই সংখ্যা কিছু দিনের মধ্যে সাত লাখ ছাড়ায়। আগে থেকে বাংলাদেশে অবস্থান করছিল আরও চার লাখ রোহিঙ্গা। ২০১৭ সালের ২৫ অগাস্ট মাকে নিয়ে বাংলাদেশের পথ ধরার কথা জানান মোহাম্মদ ইসলাম। কয়েকদিন পর বোনকে নিয়ে আসে তার ভাই। তবে এখন পর্যন্ত বাবার কোনো খবর নেই বলে জানান তিনি। এখন এই পরিবারের আশ্রয় হয়েছে ২৬ নম্বর ক্যাম্পের এইচ বস্নকে। বাঁশ আর পস্নাস্টিকে তৈরি ঘরে বিদেশি সংস্থার ত্রাণে চলছে তাদের সংসার। ইসলামের মতো একই রকম বক্তব্য দেন হাসিনা বেগম। স্বামীকে মিয়ানমার রেখে আট সন্তানকে নিয়ে সেই আগস্টে বাংলাদেশের পথ ধরেছিলেন তিনি। স্বামীকে ছাড়া ছোট সন্তানদের নিয়ে ক্যাম্পের খুপড়ি ঘরে ত্রাণ দিয়ে সংসার চলছে তার। হাসিনা বলেন, 'আমদের তারা রেপ করেছে, আমাদের হত্যা করেছে, কোনো নিরাপত্তা আর নাগরিকত্ব ছাড়া আমরা সেখানে যাব কী করে? সব কিছু ঠিক না হলে আমরা যাব না। ফেরত না পাঠিয়ে আমাদের মেরে ফেলুক।' আরেক রোহিঙ্গা নারী বলেন, 'আমাদের রোহিঙ্গা স্বীকৃতি দিলে যাইয়ুম দে আঁরি। আমরা বাংলাদেশে পরান বাঁচাইতে আসছি। পরান না বাঁচাইয়া ঠেলা মারলে, ন যাইয়ুম আঁরা।' জোর করে না পাঠিয়ে 'গুলি করে মেরে ফেলুক' এমন কথাও বলেন তিনি। শঙ্কিত রোহিঙ্গারা ফেরত যেতে রাজি না হওয়ায় গত বছর প্রত্যাবাসন শুরু করা যায়নি। বাংলাদেশ জোর করে কোনো রোহিঙ্গাকে ফেরত পাঠানোর পক্ষপাতি নয়। তবে বাংলাদেশের পক্ষ থেকে আন্তর্জাতিক সম্প্রদায়কে এই তাগিদও দেয়া হচ্ছে, যাতে মিয়ানমার রোহিঙ্গাদের নাগরিকত্বের স্বীকৃতি দিয়ে রাখাইনে নিরাপত্তার সঙ্গে বসবাসের বিষয়টি নিশ্চিত করে। মিয়ানমার কিছু উদ্যোগ নেয়ার দাবি করলেও জাতিসংঘ কর্মকর্তারা বলছেন, রাখাইন এখনও রোহিঙ্গাদের ফেরার উপযোগী হয়নি। গত মাসে মিয়ানমারের পররাষ্ট্র সচিব মিন্ট থোয়ের নেতৃত্বে একটি প্রতিনিধি দল কক্সবাজারে গিয়ে রোহিঙ্গাদের সঙ্গে সরাসরি কথা বলে এসেছিলেন। তখন রোহিঙ্গারা তাদের কাছেও নাগরিকত্বের বিষয়টি আগে তুলেছিলেন। মিয়ানমারের যে নাগরিকত্ব আইন রয়েছে, তাতে রোহিঙ্গাদের পূর্ণ নাগরিকত্ব পাওয়া দুষ্কর। দেশটির ১৯৮২ সালের নাগরিকত্ব আইন অনুযায়ী রোহিঙ্গাদের জন্মগত নাগরিকত্ব পাওয়ার সুযোগ নেই তবে 'অবস্থানগত নাগরিক' হিসেবে স্বীকৃতি পাওয়ার সুযোগ রয়েছে। আর রোহিঙ্গাদের মিয়ানমারের আদিবাসী গোষ্ঠী হিসেবে স্বীকৃতি দিতেও নারাজ মিয়ানমার সরকার। রোহিঙ্গা প্রতিনিধিদের সঙ্গে আলোচনার পর মিন্ট থোয়ে সাংবাদিকদের বলেছিলেন, ১৯৮২ সালের নাগরিকত্ব আইন অনুযায়ী রোহিঙ্গাদের মিয়ানমারের নাগরিকত্ব পাওয়ার সুযোগ রয়েছে। তবে যারা তিন পুরুষ ধরে মিয়ানমারে বসবাস করেন, তারা সুযোগ পাবেন। আগের দিন মঙ্গলবার মাত্র ২১ জন সাক্ষাৎকার দিতে এলেও বুধবার সেই তুলনায় সাড়া পাওয়ার কথা জানান বাংলাদেশের শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের প্রতিনিধি এবং ২৬ ও ২৭ নম্বর ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ খালেদ হোসেন। তবে রোহিঙ্গারা কী মতামত দিয়েছেন, সে বিষয়ে কিছু বলতে রাজি হননি তিনি। খালেদ সাংবাদকিদের বলেন, 'রোহিঙ্গাদের দেশে ফেরত পাঠাতে সব ধরনের প্রক্রিয়া শুরু হয়েছে। তাদের নিরাপত্তা নিশ্চিত করেই সেখানে পাঠানো হবে। মিয়ানমারে ফেরত পাঠাতে কাউকে চাপ দেয়া হবে না।' আজও একইভাবে রোহিঙ্গাদের সাক্ষাৎকার নেয়া হবে বলে জানান তিনি।

যেতে চাইলে বৃহস্পতিবার

থেকে প্রত্যাবাসন

রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় মিয়ানমারের ‘ক্লিয়ারেন্স’ পাওয়া রোহিঙ্গার মধ্যে ২৩৫টি পরিবারের প্রধান গত দু’দিনে সাক্ষাৎকারে অংশ নিয়েছেন। এরা যদি স্বেচ্ছায় স্বদেশ মিয়ানমারে ফিরে যেতে চান, তাহলে তাদের বৃহস্পতিবার (আজ) প্রত্যাবাসন করা হবে।

বুধবার সন্ধ্যায় কক্সবাজারে শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. আবুল কালাম সাংবাদিকদের ব্রিফিং করে এ কথা জানান। মিয়ানমারের সেনাবাহিনীর দমন-পীড়নের মুখে দেশটির রাখাইন রাজ্য থেকে বাংলাদেশে পালিয়ে আসা জনগোষ্ঠীটির লোকজনকে প্রত্যাবাসন প্রক্রিয়ার সবশেষ পরিস্থিতি জানাতে নিজের কার্যালয়ে এ ব্রিফিংয়ের আয়োজন করেন আবুল কালাম।

তিনি বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য বাংলাদেশের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। টেকনাফ জাদিমুরা শালবাগান থেকে ঘুমধুম পর্যন্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। রোহিঙ্গাদের বহনের জন্য প্রস্তুত রাখা হয়েছে পাঁচটি বাস এবং তাদের মালামাল পরিবহনের জন্য রয়েছে তিনটি ট্রাক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে