বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রী লন্ডনে পৌঁছেছেন

যাযাদি রিপোর্ট
  ২০ জুলাই ২০১৯, ০০:০০
প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার সরকারি সফরে লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগের প্রাক্কালে উপস্থিত মন্ত্রিপরিষদের সদস্য ও সামরিক-বেসামরিক কর্মকর্তাদের হাত নেড়ে অভিবাদনের জবাব দেন -ফোকাস বাংলা

লন্ডনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার সকালে যুক্তরাজ্যে সরকারি সফরে লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি।

প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট সকাল ৯টা ৩৫ মিনিটে লন্ডনের উদ্দেশে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম, জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী ও ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুলস্নাহ বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান।

একই সঙ্গে মন্ত্রিপরিষদ সচিব, সেনাবাহিনীপ্রধান, নৌবাহিনীপ্রধান, বিমানবাহিনীর ভারপ্রাপ্ত প্রধান, ডিপেস্নামেটিক কোরের ডিন, বাংলাদেশে যুক্তরাজ্যের হাইকমিশনার, পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

ফ্লাইটটি লন্ডনের স্থানীয় সময় গতকাল বিকেল ৩টা ৫৫ মিনিটে হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

লন্ডনে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনীম বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম বলেছেন, 'সফরকালে প্রধানমন্ত্রী ২০ জুলাই লন্ডনে ইউরোপের দেশগুলোতে বাংলাদেশের রাষ্ট্রদূতদের একটি সম্মেলনে যোগ দেবেন।'

প্রেসসচিব বলেন, প্রধানমন্ত্রী বাংলাদেশি চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী লন্ডনে চোখের চিকিৎসা গ্রহণ করবেন।

প্রেসসচিব বলেন, প্রধানমন্ত্রী আগামী ৫ আগস্ট দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<59007 and publish = 1 order by id desc limit 3' at line 1