logo
মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২০, ৮ মাঘ ১৪২৭

  অনলাইন ডেস্ক    ১৭ জুলাই ২০১৯, ০০:০০  

আনু মুহাম্মদের হুমকিদাতাকে গ্রেপ্তার দাবি

যাযাদি রিপোর্ট

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনু মুহাম্মদের কাছে চাঁদা দাবি এবং তার পরিবারকে গুম করার হুমকিদাতাকে চিহ্নিত করে গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছেন তেল-গ্যাস, খনিজসম্পদ ও বিদু্যৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির আহ্‌বায়ক প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুলস্নাহ।

মঙ্গলবার সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ দাবি জানান। বিবৃতিতে এ প্রকৌশলী বলেন, ১৬ জুলাই সকাল ১০টায় বাংলাদেশের শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন পরিচয় দিয়ে কলকাতা থেকে (ফোন নং +৯১৮০১৭৮২২৭২৫) ফোন করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনু মুহাম্মদের কাছে চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে পরিবারের সদস্যদের গুমসহ কীভাবে টাকা আদায় করবেন তা দেখতে বলেন।

বিবৃতিতে হুমকিদাতা সন্ত্রাসীকে গ্রেফতারে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে তিনি বলেন, বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে ওই সন্ত্রাসীকে চিহ্নিত করা সম্ভব। বিভিন্ন সময়ে সুব্রত বাইন ও অন্য চিহ্নিত সন্ত্রাসীদের নাম ব্যবহার করে অনেকের কাছে চাঁদা চাওয়া ও হুমকির খবর আমরা জানলেও এ চক্রের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তাই তারা বেপরোয়া হয়ে অধ্যাপক আনু মুহাম্মদের কাছে চাঁদা চাওয়ার সাহস দেখাচ্ছে।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে