logo
বুধবার ১৭ জুলাই, ২০১৯, ২ শ্রাবণ ১৪২৬

  বরিশাল অফিস   ১২ জুলাই ২০১৯, ০০:০০  

স্ত্রীর সাথে অভিমান করে আত্মহত্যা

বরিশালে স্ত্রীর সাথে অভিমান করে স্বামী আত্মহত্যা করেছে। মৃত বিষু দাস (৩০) বরিশাল মহানগর শ্রমীক লীগের সাধারণ সম্পাদক পরিমল চন্দ্র দাসের মেঝো জামাই। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে নগরীর স্বরোডস্থ ভাড়াটিয়া বাসা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

বিষু দাস একই এলাকার বাবুল দাসের ছেলে এবং বরিশাল দোতলা লঞ্চঘাটের ক্যাশিয়ার ছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, স্ত্রীর সাথে অভিমান করে রুমের দরজা বন্ধ করে সকালে ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বিষু। পরে জানালার গস্নাস ভেঙে বিষুকে ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশে জানানো হয়। পুলিশ তাকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। কোতোয়ালি থানার এসআই সাইদুল জানান, তবে কী কারণে আত্মহত্যা করেছেন তা এখনো জানা যায়নি।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে