শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চারদিক অস্বত্বিকর ও অন্ধকার: মিজার্ ফখরুল

যাযাদি রিপোটর্
  ২৮ জুলাই ২০১৮, ০০:০০
মিজার্ ফখরুল ইসলাম আলমগীর

বিএনপির মহাসচিব মিজার্ ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমাদের চারদিকে কেন জানি একটা অস্বস্তিকর ও অন্ধকার পরিবেশ। আমরা যদি গোটা বিশ্বের দিকে থাকাই, তাহলে দেখিÑযুদ্ধ-বিগ্রহ, হত্যা, অন্যায় চলছে। দেশের খবরের কাগজের পাতা যখন উল্টাই তখন দেখিÑএখানে আমাদের শিশুদের ওপর নিযার্তন চলছে। আমাদের মায়েরা নিযার্তনের শিকার হচ্ছেন। আমাদের ভাইয়েরা নিযার্তন-নিপীড়নের মুখে পড়ছেন। তখন সত্যিকার অথের্ই আমরা ব্যথিত ও বিপযর্স্ত হই। কখনো কখনো মনে হয়, আসলে কি চারদিকে অন্ধকার, আলো কি নেই? অবশ্যই আলো আছে। আর এই আলোর সন্ধানেই আমরা এবং শিশুরা যাব।’

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়াসর্ ইনস্টিটিউশন মিলনায়তনে সংগীত, নৃত্য,আবৃত্তি ও অভিনয়ে জাতীয় শিশু শিল্পীদের প্রতিযোগিতা ‘শাপলাকুঁড়ি’র পুরস্কার বিতরণী অনুষ্ঠানের উদ্বোধনকালে মিজার্ ফখরুল এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করেছে জিয়া শিশু একাডেমি নামে একটি সংগঠন।

মিজার্ ফখরুল বলেন, ‘জিয়া শিশু একাডেমি আজকে আমাকে একটি ভিন্ন জগতে নিয়ে এসেছে। যদিও এই জগতটি আমার শৈশব, কৈশোর ও যৌবনের। আমি এই জগতেরই একজন মানুষ ছিলাম। আমার সামনে এখন বসে আছেন বিশিষ্ট চলচ্চিত্রকার ছটকু আহমেদ। সৌভাগ্য হয়েছিল আমার তার সঙ্গে নাট্যজগতে কাজ করার ঠাকুরগাঁওয়েÑ যেখানে আমার জন্ম, সেখানে অনেক নাটকে একসঙ্গে কাজ করেছি। সেই জীবন ছিল সম্পূণর্ ভিন্ন। তাই আজ এখানে এসে মনে হয়েছে আমি সেই ভিন্ন জগত থেকে উপস্থিত হয়েছি। আজকে এখানে শিশুরা যে পারফরম্যান্স রেখেছে, তা দেখে আমি অভিভূত হয়েছি। জিয়া শিশু একাডেমি ‘শাপলাকুঁড়ি’ নিয়ে দীঘর্কাল ধরে কাজ করছে।’

মিজার্ ফখরুল বলেন, ‘উদীয়মান শিশুদের খুঁজে বের করে এনে সাংস্কৃতিক অঙ্গনে যাতে ভালো করতে পারে, সেই চেষ্টা তারা করছে।’ তিনি বলেন, ‘আমাদের দেশ বাংলাদেশ। আমরা যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছি। মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করতে রক্ত দিয়েছেন। এ দেশটাকে আমাদের সুন্দর করে গড়ে তোলার কথা। কিন্তু কী হচ্ছে? তারপরও শিশুদের জন্য বাসযোগ্য করতে আমাদের দায়িত্ব তাদের তৈরি করে তোলা।’ শিশুদের উদ্দেশ করে বিএনপি মহাসচিব বলেন, ‘তোমরা উড়ে যাও, পাখা বন্ধ করো না। একদিন না একদিন তোমরা তীরে পৌঁছাবেই। নিশ্চয়ই আমরা হাস্যোজ্জ্বল শিশুদের দেখতে পাব। একটা ভালো বাংলাদেশ দেখতে পাব।’

সংগঠনের পরিচালক এম হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কণ্ঠশিল্পী খুরশীদ আলম, জিনাত ফারহানা, চলচ্চিত্রকার ছটকু আহমেদ, সোহানুর রহমান সোহান, অভিনেত্রী চঁাদনী, ইভান শাহরিয়ার শোভা প্রমুখ।

নিবার্চন কমিশনই আচরণবিধি

লঙ্ঘন করছে : রিজভী

আসন্ন তিন সিটির ভোটে নিবার্চন কমিশন নিজেই আচরণবিধি লঙ্ঘন করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কাযার্লয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

তিন সিটি করপোরেশন নিবার্চন প্রসঙ্গে রুহুল কবির রিজভী বলেন, তিন সিটির নিবার্চনে এখনই ক্ষমতাসীনদের দাপট ও দৌরাত্ম্য যে বীভৎস রূপ নিয়েছে তাতে এইচ টি ইমাম সাহেবের তিন সিটির ‘বেটার নিবার্চনেই’ আভাস পাওয়া যায়! আগামী তিন সিটি নিবার্চনে ক্ষমতাসীন দলের মেয়র ও কয়েকজন সংসদ সদস্য ব্যাপকভাবে নিবার্চনী আচরণবিধি লঙ্ঘন করে নৌকা মাকার্র পক্ষে প্রচারণা তো চালাচ্ছেনই। এর ওপরে বিশ্ববিদ্যালয়ের ভিসি, মেডিকেল কলেজের অধ্যক্ষ, সরকারি কলেজের শিক্ষক, সিভিল সাজর্নসহ সরকারি কমর্কতার্-কমর্চারী, আইনশৃঙ্খলা বাহিনী প্রত্যক্ষভাবে নৌকা মাকার্র পক্ষে কাজ করছে। এমনকি নিবার্চনে দায়িত্বরত কমর্কতার্রাও নৌকার পক্ষে কাজ করছেন।

তিনি বলেন, বিএনপির পক্ষ থেকে নিবার্চন কমিশনে গ্রেপ্তার, গণগ্রেপ্তার, হয়রানি, নিবার্চনী প্রচার-প্রচারণায় বাধাসহ নানা বিষয়ে কমিশনের অভিযোগের পাহাড় জমা হলেও গতকাল ইসি সচিব বলেছেনÑ সুনিদির্ষ্ট অভিযোগের ভিত্তিতেই গ্রেপ্তার করা হচ্ছে। অথচ কমিশনের পক্ষ থেকেও বলা হয়েছিল-তিন সিটি নিবার্চনে কাউকেই গ্রেপ্তার করা যাবে না। ইসি সচিবের এই বক্তব্য পক্ষপাতমূলক এবং সুষ্ঠু নিবার্চনের জন্য অন্তরায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<5267 and publish = 1 order by id desc limit 3' at line 1