শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিজিএমইএ'র দায়িত্ব নিলেন রুবানা হক

যাযাদি রিপোর্ট
  ২১ এপ্রিল ২০১৯, ০০:০০
রুবানা হক

তৈরি পোশাক উৎপাদন ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ'র প্রথম নারী সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন রুবানা হক। শনিবার বিজিএমইএ'র নতুন ভবনে সংগঠনটির ৩৬তম বার্ষিক সাধারণ সভায় তিনিসহ নবনির্বাচিত সদস্যরা সবাই দায়িত্ব গ্রহণ করেছেন। বিদায়ী সভাপতি সিদ্দিকুর রহমানের নেতৃত্বাধীন কমিটির কাছ থেকে দায়িত্ব বুঝে নেন তারা। আগামী দুই বছরের জন্য বিজিএমইএ'র নেতৃত্ব দেবে এই কমিটি।

এর আগে বিজিএমইএ'র পরিচালনা পর্ষদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পান ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র প্রয়াত আনিসুল হকের স্ত্রী রুবানা হকের নেতৃত্বাধীন সম্মিলিত ফোরাম প্যানেল। এই প্যানেলের ২৬ প্রার্থীর সবাই বিজয়ী হয়েছেন।

এ সময় রুবানা হক বলেন, 'অ্যাকর্ডকে বাংলাদেশে থাকতে হবে বিজিএমইএ'র শর্ত মেনেই।' শ্রমিকদের উন্নয়নে সবাইকে একসঙ্গে থাকারও আহ্বান জানান তিনি।

প্রসঙ্গত, বিজিএমইএ'র পরিচালক পদে ৬ এপ্রিল নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ঢাকা অঞ্চলে রুবানা হকের নেতৃত্বাধীন সম্মিলিত-ফোরাম প্যানেল ২৬টি পরিচালক পদে সবকটিতেই বিজয়ী হন। এর আগে চট্টগ্রাম অঞ্চলের ৯টি পরিচালক পদেও একই প্যানেলের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হন।

এরপর ১১ এপ্রিল আনুষ্ঠানিকভাবে বিজিএমইএ'র সভাপতি হিসেবে নির্বাচিত হন রুবানা হক। একইদিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালনা পর্ষদে আরও ৭ জন সহসভাপতি নির্বাচিত হয়েছেন।

নতুন কমিটিতে প্রথম সহসভাপতি হিসেবে রয়েছেন মোহাম্মদ আবদুস সালাম, সিনিয়র সহসভাপতি ফয়সাল সামাদ, সহসভাপতি এসএম মান্নান (কচি), সহসভাপতি (অর্থ) এমএ রহিম। এছাড়া চট্টগ্রাম থেকে নির্বাচিত পরিচালকদের মধ্যে সহসভাপতি হিসেবে আরও দায়িত্ব নেন আরশাদ জামাল (দিপু), মো. মশিউল আজম (সজল) এবং এএম চৌধুরী (সেলিম)।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<46264 and publish = 1 order by id desc limit 3' at line 1