মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

শাহ আলমগীর নতুন প্রজন্মের সাংবাদিকদের কাছে অনুকরণীয়

যাযাদি রিপোর্ট
  ২৩ মার্চ ২০১৯, ০০:০০

বাংলাদেশ সম্প্রচার সাংবাদিক কেন্দ্রের (বিজেসি) আয়োজনে সদ্যপ্রয়াত পিআইবি মহাপরিচালক শাহ আলমগীর স্মরণ সভা শুক্রবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতে শাহ আলমগীরের স্মরণে প্রার্থনা সংগীত ও এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর তার কর্মময় জীবনের ওপর ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।

স্মরণসভায় শাহ আলমগীরের বিভিন্ন অবদানের কথা তুলে ধরেন সহকর্মী, সহযোদ্ধা ও বন্ধুরা। তারা বলেন, কীর্তিমান সাংবাদিক শাহ আলমগীরের সঙ্গে স্মৃতি নেই এমন সংবাদকর্মীর সংখ্যা খুবই কম। তাই তার সঙ্গে কাটানো সময়ের নানা আনন্দ-বেদনার স্মৃতি তুলে ধরতে এ আয়োজন।

বক্তারা আরও বলেন, শাহ আলমগীর সাংবাদিকদের অধিকার আদায়ে যেমন সোচ্চার ছিলেন, তেমনি এদেশে সাংবাদিকতাকে একটি অনন্য উচ্চতায় নিয়ে যেতে জীবনের শেষ সময় পর্যন্ত পরিশ্রম করে গেছেন। তিনি সততা ও নিষ্ঠার যে পরিচয় দিয়ে গেছেন তা নতুন প্রজন্মের সাংবাদিকদের কাছে অনুকরণীয়।

বিজেসির চেয়ারম্যান ও মাছরাঙা টেলিভিশনের বার্তাপ্রধান রেজওয়ানুল হকের সভাপতিত্বে স্মরণ সভায় স্বাগত বক্তব্য দেন সংগঠনের সদস্য সচিব ও একাত্তর টেলিভিশনের বার্তাপ্রধান শাকিল আহমেদ।

বিজেসির ট্রাস্টি রাশেদ আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে স্মৃতি চারণ করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ, প্রধান তথ্য কমিশনার মোর্তুজা আহম্মদ, দৈনিক যুগান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল আলম, একাত্তর টেলিভিশনের প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মল বাবু, দৈনিক সংবাদের সম্পাদক খন্দকার মুনীরুজ্জামান, প্রথম আলোর সহযোগী সম্পাদক সোহরাব হাসান, দৈনিক সমকালের সহযোগী সম্পাদক অজয় দাশগুপ্ত, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমীন এবং শাহ আলমগীরের সহধর্মিণী ফৌজিয়া বেগম।

অনুষ্ঠানের শেষে মরহুমের পরিবারের হাতে বিজেসির পক্ষ থেকে একটি জলছবি স্মৃতি হিসেবে তুলে দেন জিটিভির প্রধান সম্পাদক ও বিজেসির অন্যতম ট্রাস্টি সৈয়দ ইশতিয়াক রেজা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<42279 and publish = 1 order by id desc limit 3' at line 1