মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সংবাদ সংক্ষেপ

নতুনধারা
  ২৩ মার্চ ২০১৯, ০০:০০

টাইমের প্রচ্ছদে

ক্রাইস্টচার্চ হামলা

যাযাদি ডেস্ক

নিউজিল্যান্ডে মসজিদে বন্দুক হামলায় নিহত ৫০ মুসলিস্নকে উৎসর্গ করে নিজেদের প্রচ্ছদ তৈরি করেছে বিখ্যাত মার্কিন সাময়িকী টাইম। টাইম ম্যাগাজিনের এই প্রচ্ছদ তৈরি করেছেন নিউজিল্যান্ডের ২৫

বছর বয়সী শিল্পী রুবি জোনস। দৈনিক নিউজিল্যান্ড হেরাল্ডের

এক প্রতিবেদনে এ তথ্য

জানানো হয়েছে।

গত শুক্রবার নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ শহরের আল নূর ও লিনউড মসজিদে হামলা চালায় অস্ট্রেলিয়ান বংশোদ্ভূত শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদী ব্রেনটন ট্যারান্ট। সেই হামলা নিহত ৫০ মুসলিস্নকে স্মরণ করে টাইম তাদের প্রচ্ছদে ৫০টি তারা রেখেছে। আর 'হোয়াট টেরর কান্ট ডিভাইড' শিরোনামে প্রচ্ছদের নামকরণ করেছে বিখ্যাত এই সাময়িকীটি। প্রচ্ছদ শিল্পী জোনস টাইম ম্যাগাজিনকে বলেন, 'গোটা বিশ্বের মানুষসহ আমি বর্তমানে যা অনুভব করছি তাই ওই প্রচ্ছদের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। ক্রাইস্টচার্চের মসজিদে সন্ত্রাসী হামলার মাধ্যমে আমাদের কোনো ক্ষতি করতে পারবে না তারা বরং এর মাধ্যমে সমাজে পরস্পরের মধ্যে বন্ধন আরও দৃঢ় হবে।'

হাঁটলেই চার্জ

হয় মোবাইল!

যাযাদি ডেস্ক

মোবাইল ফোনে চার্জের জন্য চার্জার বা পাওয়ার ব্যাংক দরকার নেই। আপনি হাঁটলেই চার্জ হবে। ভারতে ১৯ বছরের দুই তরুণ এমন এক চার্জার তৈরি করেছেন। দিলিস্নর মোহক ভালস্না এবং আনন্দ গঙ্গাধারণ নামের দুই তরুণ দশম শ্রেণিতে পড়ার সময় থেকেই এমন একটা চার্জার বানানোর পরিকল্পনা করে। মাত্র তিন মাসের মধ্যে প্রথম মডেলটাও বানিয়ে ফেলে।

দুই তরুণ জানিয়েছে, সাধারণ মোবাইল চার্জারে যে গতিতে চার্জ হয়, তার থেকে ২০ শতাংশ কম সময়ে চার্জ হয়ে যায় এই ওয়াকিং চার্জারে। ইলেকট্রোম্যাগনেটিক ইনডাকশন পদ্ধতিতে কাজ করে এই যন্ত্র। চার্জারের একটি অংশ ডায়নামো এবং অন্য অংশ বাফার। যন্ত্রটা রাখা হয় ঠিক গোড়ালির নিচে। হাঁটা শুরু হলে গোড়ালিতে চাপ পড়ে। গোড়ালির এই চাপ থেকে শক্তি উৎপন্ন হয়। সেই শক্তি ডায়নামো ঘোরাতে সাহায্য করে। ডায়নামো ঘোরার সঙ্গে সঙ্গে বৈদু্যতিক শক্তি তৈরি হয়। এই বিদু্যৎ দিয়েই চার্জ হবে মোবাইল ফোন।

পানিতে ডুবে

বৃদ্ধার মৃতু্য

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীর সৈয়দপুরের পলিস্নতে পুকুরের পানিতে ডুবে রাফিয়া খাতুন (৫২) নামে এক বৃদ্ধার মৃতু্য হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার বাঙালিপুর ইউনিয়নের লক্ষণপুর খিয়ারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, আজিজুল ইসলামের স্ত্রী রাফিয়া খাতুন দুপুরে বাড়ির পাশের পুকুর পাড়ে গরু-ছাগলের জন্য ঘাস কাটতে যান। এ সময় হঠাৎ পা পিছলে তিনি পুকুরে পড়ে যান। অনেকক্ষণ পরও তিনি বাড়ি না ফেরায় সবাই তাকে খুঁজতে শুরু করেন। একপর্যায়ে পুকুরে তার মরদেহ ভেসে উঠলে লোকজন উদ্ধার করেন। বাঙালিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রাণোবেশ বাগচী বিষয়টি নিশ্চিত করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<42272 and publish = 1 order by id desc limit 3' at line 1