শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

তলবেও হাজির হয়নি ১৫ হজ এজেন্সি

হজযাত্রীদের টিকিট নিয়ে কোনো সমস্যা হবে না: ধমর্ সচিব
যাযাদি রিপোটর্
  ১৮ জুলাই ২০১৮, ০০:০০
আপডেট  : ১৮ জুলাই ২০১৮, ০০:১১

ফ্লাইটের টিকিটের জন্য প্রয়োজনীয় পে-অডার্র ইস্যু না করায় ১৫টি হজ এজেন্সি থেকে নিবন্ধিত ৩ হাজার ৪৬৮ হজযাত্রীর হজপালন অনিশ্চিত হয়ে পড়ছে। সোমবার সচিবালয়ে ধমর্ মন্ত্রণালয়ের সভাকক্ষে ধমর্সচিব আনিছুর রহমান পে-অডার্র করেননি এমন ৪৪টি এজেন্সির মালিক/মোনাজ্জেমদের সভায় ডাকেন। ওই সভায় ২৯টি এজেন্সি উপস্থিত থাকলেও ১৫টি এজেন্সির কেউ সভায় যাননি। ধমর্ মন্ত্রণালয়ের সহকারী সচিব (হজ) এস এম মনিরুজ্জামান স্বাক্ষরিত এক চিঠিতে ওই ১৫ এজেন্সির মালিক/মোনাজ্জেমদেরকে আজ আবার সভায় ডেকেছেন। আবাবিল ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের ২৫৬ জন, কেয়া এন্টারপ্রাইজ ট্রাভেল অ্যান্ড ট্যুরসের ১৯৮ জন, আসিফ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের ১৫৭ জন, আবতাহি এয়ার ট্রাভেলসের ২৬৪ জন, আজমল ট্রাভেল অ্যান্ড ট্যুরসের ১৬৪ জন, আল আবরার এভিয়েশনে ২৭২ জন, এইচএম এয়ার ট্রাভেলসের ৩০০ জন, জুয়েল এভিয়েশন সাভিের্সসের ১৭৯ জন, লাবিব হজ ওভারসিজে ২৩৮ জন, মোকাররম ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের ১৭১ জন, আরব-বাংলাদেশ ওভারসিজ অ্যান্ড হজ গ্রæপের ২১১ জন, মেসাসর্ এনএমএসএস ইন্টারন্যাশনালের ২৫২ জন, আল আমিন ইন্টারন্যাশনাল ট্রাভেল এজেন্টের ২৬৭ জন, সেরাপ এভিয়েশন সাভিের্সস ২৯৯ জন ও এসএইচ এয়ার ইন্টারন্যাশনালের ২৪০ জনের একজনেরও পে-অডার্র কাটা হয়নি। পরে ২৯ জন এজেন্সির মালিকের সঙ্গে বৈঠকের পর ধমর্সচিব আনিছুর রহমান বলেন, ‘একটা জিনিস মাথায় রাখতে হবে, ¯øট (সৌদি আরবে হজযাত্রী বহনকারী বিমান অবতরণ) কিন্তু অতিরিক্ত পাওয়ার কোনো সুযোগ নেই, কোনোভাবেই পাব না। ১৭ আগস্ট সৌদি এয়ারলাইন্সের শেষ ফ্লাইট, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের শেষ ফ্লাইট ১৫ আগস্ট। এর বাইরে কেউ যেতে পারবেন না। নিয়ম-কানুনে সৌদি সরকার এবার অত্যন্ত কঠোর।’ ২৭ জুলাই থেকে ২ আগস্টের মধ্যে যার যার টিকিট নিয়ে এজেন্সিগুলোকে বাড়িভাড়া করে ফেলতে হবে জানিয়ে আনিছুর রহমান বলেন, ‘মাশায়ের আল মোকাদ্দাসার ক্যাটারিং (খাবার প্রস্তুত ও সরবরাহ ব্যবস্থা) করে ফেলতে হবে। বাড়ি ভাড়া যদি সম্পূণর্ না হয়, ক্যাটারিংয়ের বিষয়টি যদি সমাধান না হয়, তবে মোফা (সৌদি সরকার প্রদত্ত অনন্য ভিসা নম্বর) পাবেন না। মোফা না পেলে ভিসার জন্য সাবমিট করতে পারবেন না।’ ‘আমি এখনো আশাবাদী টিকিট নিয়ে কোনো সমস্যা হবে না। সমস্যা হবে বাড়ি ভাড়া, মোফা, ক্যাটারিংÑ এই তিনটি জিনিসের ক্ষেত্রে।’ তিনি বলেন, ‘বিভিন্ন সময়ে দেখেছি, এত টিকিট বিক্রি হবে নাÑ এই মমের্ বিমান পত্র-পত্রিকায় একটি বিজ্ঞপ্তিও দিয়েছিল। তবে আমি কিন্তু শঙ্কিত নই। আমি এখন দেখছি যে, টিকিট বিক্রিতে আমরা কাছাকাছি চলে যাচ্ছি।’ ধমর্সচিব বলেন, ‘এজেন্সির কাযর্ক্রমের কিছু কিছু বিষয় আমাদের সিস্টেমে আসেনি। এখানে এসে দেখলাম অনেক কাজ হয়ে গেছে। মদিনায় বেশির ভাগেরই বাড়ি ভাড়া দেয়া আছে দেখা যাচ্ছে। মক্কারটা একটু কম-বেশি আছে, আশা করছি হয়ে যাবে।’ হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি আবদুস ছোবহান ভ‚ঁইয়া ধমর্সচিবের উদ্দেশে বলেন, ‘আমাদের এজেন্সিগুলোর প্রাণের দাবি আপনারা যদি অল্প সময়ের মধ্যে রিপ্লেসমেন্টের বিষয়টির সমস্যা সমাধান করে দেন, তাহলে আপনি দেখবেন আগামী ২৪ ঘণ্টার মধ্যে টিকিটের যে ব্যাকআপ আছে তা পূণর্ হয়ে যাবে। এতটুকু আমি আপনাকে আশ্বস্ত করতে পারি।’ ইতোমধ্যে এজেন্সিগুলো হজ নীতিমালা অনুযায়ী মোট হজযাত্রীর ৪ শতাংশ রিপ্লেসমেন্ট করে ফেলেছে। অতিরিক্ত রিপ্লেসমেন্ট কেন দাবি করছেনÑ সাংবাদিকরা তা জানতে চাইলে হাব সভাপতি বলেন, ‘আমাদের ৫২৮টি হজ এজেন্সি রয়েছে। বেশিরভাগ হাজীদের বয়স ৭০ থেকে ৮০ বছর। এর মধ্যে টাকা জমা দেয়ার পর পঁাচ থেকে সাত শতাংশ মারা যায়। এখন কী করব! আমি মারা গেলে আমার ফ্যামিলির কেউ যাবে। এ জন্য আমাদের এজেন্সিগুলো একটু বেকায়দায় আছে। এ জন্য আমি আশা করি, সচিব মহোদয় আমাদের দাবি পূরণ করবেন। হজ এজেন্সিগুলো মোট হজযাত্রীর ২০ শতাংশ রিপ্লেসমেন্ট চায় বলেও জানান সভাপতি। হজযাত্রী রিপ্লেসমেন্ট দাবির বিষয়ে জানতে চাইলে ধমর্সচিব বলেন, ‘আমি এ বিষয়ে এখন কিছু বলব না। আমরা আমাদের অবস্থানে এখন পযর্ন্ত আছি। পরে পরিবেশ-পরিস্থিতি বুঝে আমরা যখন বলার বলব। এখন পযর্ন্ত আমি দেখছি না তেমন কোনো থ্রেট আছে।’ উল্লেখ্য, চঁাদ দেখাসাপেক্ষে চলতি বছরের ২১ আগস্ট (৯ জিলহ্জ) পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে। সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি অনুযায়ী, চলতি বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ১ লাখ ২৬ হাজার ৭৯৮ জন হজে যাবেন। চলতি বছর হজে যাওয়ার ফ্লাইট গত ১৪ জুলাই শুরু হয়েছে। মক্কায় প্রথম হজ যাত্রীর মৃত্যু সৌদি আরবে হজ পালন করতে গিয়ে মক্কায় এক বাংলাদেশি মারা গেছেন। মৃত মোহাম্মদ আমির হোসেনের (৫৪) বাড়ি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলা ১নং ওয়াডের্। মক্কা হজ অফিস সূত্র জানায়, স্থানীয় সময় সোমবার মক্কায় বাধর্ক্যজনিত কারণে মারা যান আমির হোসেন। তার পাসপোটর্ নম্বর বিআর ০৯৪৭১৩১, ই-হজ আইডি নম্বর ৫৪৮৮১৪৬। হজ কাউন্সেলর মোহাম্মদ মাকসুদুর রহমান জানান, ‘আল কুতুব ট্রাভেলস’-এর মাধ্যমে রোববার সৌদি এয়ারলাইন্সের এক ফ্লাইটে হজ পালন করতে এসেছিলেন আমির হোসেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে