বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

‘মদ্যপায়ী’ লিখতে চিকিৎসককে এসআই ও ওসির চাপ!

যাযাদি ডেস্ক
  ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

চার ব্যক্তিকে আটক করে হাসপাতালে নিয়ে ‘মদ্যপায়ী’ লিখতে এক পুলিশ কমর্কতার্র পক্ষ থেকে চিকিৎসককে চাপ দেয়ার অভিযোগ পাওয়া গেছে। পরে ওসির পক্ষ থেকেও চিকিৎসককে একই ধরনের কথা বলা হয়। দুই কমর্কতার্র বিরুদ্ধে অসৌজন্যমূলক আচরণ করার অভিযোগ করেছেন ওই চিকিৎসা কমর্কতার্। ঘটনাটি চঁাপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার।

শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কমর্কতার্ আবু শাহাদাৎ মাহফুজ শনিবার অভিযোগ করেন, শুক্রবার রাত ১০টার দিকে শিবগঞ্জ থানার উপপরিদশর্ক (এসআই) মো. সিরাজের নেতৃত্বে পুলিশ চার ব্যক্তিকে আটক করে হাসপাতালে নিয়ে যায়। এসআই সিরাজ এই চার ব্যক্তিকে মদ্যপায়ী হিসেবে ব্যবস্থাপত্রে উল্লেখ করে দিতে

বলেন। কিন্তু তিনি মদ্যপানের কোনো আলামত না পেয়ে এমনটি লিখতে অস্বীকৃতি জানান। এরপর এসআই সিরাজ মুঠোফোন ধরিয়ে দিয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কমর্কতার্ (ওসি) সিকদার মো. মশিউর রহমানের সঙ্গে কথা বলতে বলেন। ওসি তাকে বলেন, ‘আপনি পুলিশের মাদকবিরোধী অভিযানে সহযোগিতা করছেন না।’ তিনি অভিযোগ করেন, পরবতীর্ সময় এসআই সিরাজ অসৌজন্যমূলকভাবে তার পরিচয় ও পদবি জানতে চান। এতে তিনি অপমানিত বোধ করেন।

তবে ওসি মশিউর রহমান ও এসআই সিরাজ এই অভিযোগ অস্বীকার করেন। তাদের দুইজনের বক্তব্য, আবু শাহাদাৎ মাহফুজের সঙ্গে কোনো অসৌজন্যমূলক আচরণ করা হয়নি। পেশাগত

দায়িত্ব পালনের স্বাথের্ যতটুকু কথা বলা দরকার, ততটুকু ভদ্রভাবেই বলা হয়েছে। এ ছাড়া ওই চারজনকে মাদকসেবনের স্থান থেকে হাতেনাতে ধরা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<37097 and publish = 1 order by id desc limit 3' at line 1