logo
বুধবার ২১ আগস্ট, ২০১৯, ৬ ভাদ্র ১৪২৬

  যাযাদি ডেস্ক   ১৩ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০  

প্রেমের টানে গাজীপুরে মাকির্ন তরুণ বিয়ে করে ইসলাম ধমর্ গ্রহণ

প্রেমের টানে গাজীপুরে মাকির্ন তরুণ বিয়ে করে ইসলাম ধমর্ গ্রহণ
শান্তা ও ডেন জুটি

সব বাধাবিপত্তি পেছনে ফেলে প্রেমের টানে গাজীপুরে ছুটে এসেছেন মাকির্ন তরুণ ডেন হোয়াইট। গাজীপুরে এসেই সোজা বিয়ের পিঁড়িতে বসলেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোনির্য়া অঙ্গরাজ্যের বাসিন্দা হোয়াইট। তার প্রেমিকার নাম মাসুমা সুলতানা শান্তা। সে গাজীপুরের মিজার্পুরের নয়াপাড়া গ্রামের সোলাইমানের মেয়ে। বিয়ের আগেই হোয়াইট মুসলমান হয়েছেন। নাম পাল্টিয়ে রেখেছেন মোহাম্মদ আলী। এরপর বাঙালি রীতি অনুযায়ী শান্তাকে বিয়ে করেন তিনি। বতর্মানে হোয়াইট গাজীপুরের মিজার্পুরের নয়াপাড়া গ্রামের মাসুমা সুলতানা শান্তার বাড়িতে অবস্থান করছেন মোহাম্মদ আলী। এ বিষয়ে মাসুমা সুলতানা শান্তা বলেন, ‘মাত্র দুই মাসের পরিচয় আমাদের। এরই মধ্যে ঘটে যায় অনেক কিছু। মূলত ফেসবুকে একটি বিতকর্ (ডিবেট) গ্রæপের মাধ্যমে ডেন হোয়াইটের সঙ্গে পরিচয় হয় আমার।’ তিনি বলেন, ‘এরপর থেকে নিয়মিত যোগাযোগ হতো আমাদের। কথা হতো ভিডিও কলে। এভাবে কথা বলতে বলতে মনের অজান্তে দুজন দুজনকে ভালোবেসে ফেলি। সেই ভালোবাসার সম্পকর্ গড়ায় পারিবারিক সম্পকের্।’ শান্তা বলেন, ‘ভিডিও কলে আমাদের উভয় পরিবারের সদস্যরাও পরস্পরের সঙ্গে কথা বলেন। উভয় পরিবারের সম্মতিতে আমরা বিয়ের সিদ্ধান্ত নিই। বিয়ে করতে যুক্তরাষ্ট্রে যাওয়ার চেষ্টা করেছি আমি। এক মাস ধরে ভিসা প্রসেসিং করেও কাজ হয়নি। এ অবস্থায় বাংলাদেশে এসে বিয়ের সিদ্ধান্ত নেয় ডেন হোয়াইট।’ শান্তা বলেন, ‘ফেব্রæয়ারি মাসের ১ তারিখে ডেন হোয়াইট বাংলাদেশে আসে। ওই দিন ঢাকার হজরত শাহজালাল (রা.) আন্তজাির্তক বিমানবন্দরে আমার সঙ্গে তার প্রথম দেখা হয়। এটিই আমাদের প্রথম সরাসরি সাক্ষাৎ। ওইদিনই তাকে নিয়ে গাজীপুরে আমাদের বাড়ি আসি। এরপর চলে বিয়ের আয়োজন।’ মাসুমা সুলতানা শান্তা আরও বলেন, ‘ডেন হোয়াইট খ্রিষ্টধমার্বলম্বী। পরে মুসলমান হওয়ার আগ্রহ প্রকাশ করে হোয়াইট। সে অনুযায়ী মুসলমান হয়। তার বতর্মান নাম মোহাম্মদ আলী। বাঙালি রীতি মেনে ৩ ফেব্রæয়ারি আমাদের গায়ে হলুদ এবং আংটি বদলসহ বিয়ের নানা আনুষ্ঠানিকতা শেষ হয়। মোহাম্মদ আলী বতর্মানে আমাদের বাড়িতে। আমরা ভালো আছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’ এদিকে, সুদূর যুক্তরাষ্ট্র থেকে একজন সুদশর্ন তরুণ গাজীপুরে এসে স্থানীয় এক তরুণীকে বিয়ে করেছেন এ খবরে শান্তার বাড়িতে ভিড় জমিয়েছেন উৎসুক জনতা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে