শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

মিজার্ ফখরুল সজ্জন ভালো মানুষ: কাদের

যাযাদি রিপোটর্
  ২৩ জানুয়ারি ২০১৯, ০০:০০
ওবায়দুল কাদের

রাজনীতির বিপরীত মেরুতে অবস্থান করলেও প্রতিপক্ষ বিএনপি মহাসচিব মিজার্ ফখরুল ইসলাম আলমগীর সম্পকের্ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের মূল্যায়ন- তিনি ‘সজ্জন’ মানুষ, ‘ভালো’ মানুষ।

রাজনৈতিক বক্তব্যে বিভিন্ন সময় একে অপরের প্রতি কঠিন ভাষা প্রয়োগ করলেও ফখরুলের মুখে কখনো নোংরা কথা শোনেননি বলেও মন্তব্য করেছেন তিনি।

বিএনপির নেতৃত্বে পরিবতর্ন নিয়ে দলের নেতাদের বক্তব্যের পাশাপাশি ওবায়দুল কাদের গত সপ্তাহে বলেছিলেন, লজ্জা থাকলে নিবার্চনে পরাজয়ের জন্য মিজার্ ফখরুল ইসলামের পদত্যাগ করা উচিত।

ওই মন্তব্যের প্রসঙ্গ টেনে মঙ্গলবার বিআরটিসি কাযার্লয়ে এক মতবিনিময় সভায় ওবায়দুল কাদেরের কাছে প্রশ্ন করা হয়। মিজার্ ফখরুলকে বিএনপির মহাসচিব পদ থেকে সরানোর গুঞ্জন শোনা যাচ্ছে জানানো হলে কাদের বলেন, ‘ওই দিন পলিটিক্যাল বক্তব্য দিয়েছিলাম। মহাসচিব পদে পরিবতর্ন আসবে কি আসবে না এটা বিএনপির ব্যাপার। এখানে আওয়ামী লীগের নাক গলানোর প্রয়োজন নেই।’

‘এটা আমার পাল্টা রাজনৈতিক বক্তব্য ছিল। আমি ফখরুল সাহেবের পক্ষ নিলে ভেতরে ভেতরে পাসোর্নালি ঝামেলায় পড়বেন তিনি।’

ওবায়দুল কাদের বলেন, ‘তিনি (ফখরুল) সজ্জন মানুষ, তা ছাড়া মানুষ হিসেবেও ভালো। তিনি আসলে দলের চাহিদা পূরণ করলেন কিনা সেটা দেখবে বিএনপি। তিনি দল করেন, তাই দলের পক্ষে অনেক কিছু বলছেন। তিনি তো আর বিএনপির আবাসিক প্রতিনিধির মতো বক্তব্য রাখেন না। আমি মিজার্ ফখরুল ইসলামের মুখে নোংরা কথা শুনিনি।’

অবশ্য পরক্ষণেই বিএনপি আর মিজার্ ফখরুলের সমালোচনা করেন ওবায়দুল কাদের। আসন্ন উপজেলা নিবার্চনে বিএনপির অংশ না নেয়ার সিদ্ধান্তের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘নিবার্চনের পর বিএনপিকে দেখলে মনে হয় শিল্পাচাযর্ জয়নুল আবেদিনের কাদায় আটকে পড়া গরুর গাড়ির মতো। কাদায় আটকে আছে, সেটা ভুলের কাদায় এবং তাদের এখনকার কথাবাতার্, আচরণে ভুল থেকে শিক্ষা নেয়ার কোনো ইঙ্গিত বা ইশারা নেই।’

‘বিএনপি মহাসচিবের মুখে শোচনীয় ব্যথর্তার অসংলগ্ন প্রলাপ আমরা শুনতে পাচ্ছি। এই সরকারের আমলে স্থানীয় সরকারের নিবার্চনে পঁাচটি সিটি করপোরেশনে বিএনপি জিতেছে। সবের্শষ সিলেটেও তারা জিতেছে। এখন কী কারণে তারা অংশ নেবে না, এটা তাদের ব্যাপার। নিবার্চনে অংশ নেয়া তাদের অধিকার। অধিকার তারা প্রয়োগ না করলে সেটা তাদের সিদ্ধান্তের ব্যাপার।’

বিএনপির মতো অবস্থায় থাকলেও আওয়ামী লীগ কখনো নিবার্চন বজর্ন করত না উল্লেখ করে কাদের ইতিহাসের উদাহরণ দেন।

‘বাংলাদেশের ভোটের রাজনীতি আপনাদের মনে আছে? সত্তরের নিবার্চনের কথা? সে সময় লিগ্যাল ফ্রেমের মধ্যেও বঙ্গবন্ধু নিবার্চনে অংশ নিয়েছিলেন। আজকেও আমরা বিএনপির অবস্থানে থাকলে সব নিবার্চনে অংশ নিতাম। কোনো নিবার্চন বজর্ন করতাম না।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<33435 and publish = 1 order by id desc limit 3' at line 1