মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

এমপিদের শপথের বৈধতা চ্যালেঞ্জ করে রিটের শুনানি নতুন বেঞ্চে

যাযাদি রিপোটর্
  ২১ জানুয়ারি ২০১৯, ০০:০০

একাদশ জাতীয় সংসদ নিবার্চনে নিবাির্চত সংসদ সদস্যদের শপথ গ্রহণের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটটির শুনানি হাইকোটের্র নতুন একটি বেঞ্চে অনুষ্ঠিত হবে। বিষয়টি নিশ্চিত করেন ব্যারিস্টার এ কে এম এহসানুর রহমান। তবে কবে শুনানি হবে সেটা নিশ্চিত করেন আইনজীবী।

তিনি জানান, হাইকোটের্র বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত বেঞ্চে শুনানির জন্য ঠিক করা হয়েছে। আদালতে আজ রিটটি উপস্থাপন করেন ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।

এর আগে গত ১৭ জানুয়ারি রিট আবেদনটি উত্থাপিত হয়নি মমের্ খারিজ করেছিলেন হাইকোটের্র অন্য একটি বেঞ্চ। এরপর এই রিট নিয়ে প্রথমে হাইকোটের্র বিচারপতি মইনুল হোসেন চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত বেঞ্চ রিট শুনানিতে অপারগতা প্রকাশ করেন। এরপর শুনানির জন্য সংশ্লিষ্ট বেঞ্চে উপস্থাপন করলে তা শুনানির জন্য গ্রহণ করা হয়।

এর আগে ১৪ জানুয়ারি হাইকোটের্র সংশ্লিষ্ট শাখায় আইনজীবী মো. তাহেরুল ইসলাম তাওহীদের পক্ষে সুপ্রিম কোটর্ আইনজীবী সমিতির সম্পাদক ও বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন রিটটি দায়ের করেছিলেন।

রিটে জাতীয় সংসদের স্পিকার, প্রধান নিবার্চন কমিশনার ও মন্ত্রিপরিষদ সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়। পরে ১৬ জানুয়ারি শুনানি শেষে পরের দিন হাইকোটের্র বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত বেঞ্চে রিট খারিজ হয়ে যায়।

রিট দায়েরের আগে জাতীয় সংসদের স্পিকার, প্রধান নিবার্চন কমিশনার ও মন্ত্রিপরিষদ সচিবকে আইনি নোটিশ দেয়া হয়।

নোটিশে বলা হয়, সংবিধানের ১২৩(৩) অনুচ্ছেদে সংসদ ভেঙে দিয়ে পুনরায় সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠিত হওয়ার বিধান রয়েছে। কিন্তু সে অনুচ্ছেদ প্রতিপালন না করে পুনরায় সংসদ সদস্যরা শপথ নেয়ায় বতর্মানে দুইটি সংসদ বহাল রয়েছে, যা সংবিধান পরিপন্থি। কিন্তু সে নোটিশের কোনো জবাব না পাওয়ায় হাইকোটের্ রিট দায়ের করা হয় বলে জানান ব্যারিস্টার এহসানুর রহমান।

নোটিশে বলা হয়, ২৯ জানুয়ারি ২০১৪ সালে শুরু হওয়া দশম জাতীয় সংসদের মেয়াদ ৫ বছর পূণর্ হওয়ার কথা আগামী ২৮ জানুয়ারি। কিন্তু দশম জাতীয় সংসদের মেয়াদ পূণর্ হওয়ার আগেই তারা ৩০ ডিসেম্বর নিবার্চন সম্পন্ন করে শপথ অনুষ্ঠান করেছেন।

মাহবুব উদ্দিন খোকন সাংবাদিকদের আরও বলেন, একাদশ জাতীয় সংসদ নিবার্চনে নিবাির্চত সংসদ সদস্যদের গত ৩ জানুয়ারি নেয়া শপথ বাতিল বা প্রত্যাহার করতে স্পিকার, প্রধান নিবার্চন কমিশনার, মন্ত্রী পরিষদ সচিব বরাবর নোটিশ দেয়া হয়েছে।

তিনি বলেন, ‘১৪৮(৩) অনুচ্ছেদ অনুযায়ী শপথের জন্য নিবাির্চতদের উচিত ছিল ১২৩(৩) অনুচ্ছেদ অনুযায়ী ২৮ জানুয়ারি পযর্ন্ত অপেক্ষা করা। ফলে, এই শপথ বাতিল করার জন্য আমরা বলেছি।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<33204 and publish = 1 order by id desc limit 3' at line 1