শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মহাসড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদের ঘোষণা মন্ত্রীর

নিবার্চন নিয়ে জাতীয় সংলাপের দাবি হাস্যকর: ওবায়দুল কাদের
যাযাদি ডেস্ক
  ১২ জানুয়ারি ২০১৯, ০০:০০
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের শুক্রবার গাজীপুরের চন্দ্রা ত্রিমোড় এলাকায় নিমার্ণাধীন ফ্লাইওভারের কাজ পরিদশের্ন গিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন Ñযাযাদি

সাত দিনের নোটিস দিয়ে দেশের ২২টি জাতীয় মহাসড়ক থেকে ‘অবৈধ দখল’ উচ্ছেদের ঘোষণা দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেছেন, “অবৈধ দখল আর অবৈধ পাকির্ং এ দুটো উচ্ছেদে যদি আমরা সফল হতে পারি, তাহলে সড়ক পরিবহনে শৃঙ্খলা অনেকটাই ফিরে আসবে। সে কাজটি আমরা হাতে নিয়েছি।”

শুক্রবার দুপুরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় নিমার্ণাধীন ফ্লাইওভারের কাজ পরিদশের্ন গিয়ে সাংবাদিকদের সামনে এ ঘোষণা দেন মন্ত্রী।

তিনি বলেন, “আমরা নিদ্ধান্ত নিয়েছি সড়কগুলোকে অবৈধ দখলমুক্ত করব। সাত দিনের নোটিস দিয়ে সারা বাংলাদেশে কাজটি শুরু হবে। আমি আজকেই এ ব্যাপারে নিদের্শ দিয়েছি। পুলিশ, হাইওয়ে পুলিশকে বলা হয়েছে, কোনো অবস্থাতেই অবৈধ পাকির্ং অ্যালাউ করা হবে না।”

দেশের মহাসড়কগুলোতে বিভিন্ন জায়গায় রাস্তার পাশের জমিতে অবৈধভাবে গড়ে উঠেছে হাট-বাজার, দোকানপাট। কোথাও কোথাও এলোপাতাড়ি গাড়ি রেখে ট্রাক স্ট্যান্ড বানিয়ে ফেলা হয়েছে।

এসব অবৈধ স্থাপনা ও ট্রাক স্ট্যান্ডের কারণে সড়ক সংকীণর্ হচ্ছে এবং ভিড়ের কারণে দূরপাল্লার যানবাহনের গতি কমে যাচ্ছে। গাড়ির চাপ সামান্য বাড়লেই তৈরি হচ্ছে দীঘর্ যানজট, দুঘর্টনাও ঘটছে অহরহ।

গত সাত বছর ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্ব চালিয়ে আসা ওবায়দুল কাদের এর আগেও বিভিন্ন সময়ে সড়ক অবৈধ দখলমুক্ত করার উদ্যোগ নিয়েছেন। কিন্তু অনেক জায়গায় স্থানীয় ব্যবসায়ী ও প্রভাবশালীদের বাধার মুখে পড়তে হয়েছে ম্যাজিস্ট্রেটদের। উচ্ছেদ চালানো হলেও অল্পদিনের মধ্যে রাস্তা ফিরে গেছে আগের চেহারায়।

নতুন মেয়াদে একই মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে ওবায়দুল কাদের ইতোমধ্যে সড়কে শৃঙ্খলা ফেরানোর বিষয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়ার কথা বলেছেন।

চন্দ্রা ত্রিমোড়ে ফ্লাইওভারের কাজ দেখার পর তিনি সাংবাদিকদের বলেন, “জনগণকে স্বস্তি দিতে সড়কে নিরাপত্তার জন্য এটা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। এ বাতার্টাই আমি জনগণকে দিতে চাই।”

মন্ত্রী বলেন, “মানুষের জীবন আগে, জীবিকা পরে। আমি যদি বঁাচতেই না পারি তাহলে জীবিকার সন্ধান কী করে হবে! গরিব মানুষ জীবিকার কথা আগে ভাবে। কিন্তু তারা জীবনের কথা ভাবে না।

তিনি বলেন, “ছোট ছোট যানগুলো যখন এক্সিডেন্ট হয়, তখন চালক ও আরোহী সকলেই মারা যান। বড় গাড়ির সঙ্গে ছোট গাড়ির একটু টোকা লাগলেই মারাত্মক অ্যাক্সিডেন্ট ঘটে। বতর্মানে এক্সিডেন্টের হার কমে গেলেও মৃত্যুর হার বেড়ে গেছে।”

নিবার্চন নিয়ে জাতীয় সংলাপের দাবি হাস্যকর: এদিকে ঐক্যফ্রন্টের কোনো দাবি থাকলে তা সংসদে এসে বলার আহŸান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার ঐক্যফ্রন্টের আহŸায়ক ড. কামাল হোসেন একাদশ জাতীয় সংসদ নিবার্চনকে ‘তথাকথিত’ আখ্যায়িত করে বলেন, সুস্থ মানসিকতার কেউ এসব করতে পারে না। জাতীয় সংলাপের মাধ্যমে সংবিধান মেনে নিবার্চন করে সরকার গঠন করার আহŸানও জানান তিনি।

ড. কামালের নতুন করে নিবার্চনের দাবি উড়িয়ে দিয়ে কাদের বলেন, ‘এই নিবার্চনকে গণতান্ত্রিক দেশগুলো এমনকি পাকিস্তান পযর্ন্ত স্বীকৃতি দিয়েছে। সব গণতান্ত্রিক দেশই বাংলাদেশের নিবার্চনকে স্বীকৃতি দিয়েছে, প্রশংসা করেছে। এমতাবস্থায় নিবার্চন নিয়ে প্রশ্ন তোলা ও সংলাপের আহŸান করা হাস্যকর।’

সেতুমন্ত্রী বলেন, চন্দ্রা ও কোনাবাড়ি ফ্লাইওভারের কাজ প্রায় শেষ। আশা করছি, মাস দু-একের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ফ্লাইওভার দুটি উদ্বোধন করবেন এবং যানবাহন চলাচলের জন্য দুটি ফ্লাইওভার উন্মুক্ত করে দেয়া হবে। এ ছাড়া গাজীপুর-এলেঙ্গা ফোর লেন প্রজেক্টের কাজ জুন মাসের মধ্যে শেষ হবে।

মহাসড়ক পরিদশর্নকালে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন সড়ক ও জনপথের ঢাকা বিভাগীয় তত্ত¡াবধায়ক সবুজ উদ্দিন খান, গাজীপুরের নিবার্হী প্রকৌশলী সাইফুদ্দিন, এডিসি জেনারেল দিদারে আলম মাকসুদ চৌধুরী এবং সড়ক ও প্রশাসনের ঊধ্বর্তন কমর্কতার্রা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<31671 and publish = 1 order by id desc limit 3' at line 1