logo
শুক্রবার ২২ ফেব্রুয়ারি, ২০১৯, ১০ ফাল্গুন ১৪২৫

  অনলাইন ডেস্ক    ১২ জুলাই ২০১৮, ০০:০০  

কুবি শিক্ষাথীর্ প্রলয়ের চিকিৎসায় চসিক মেয়রের অনুদান

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অনাসর্ ৩য় বষের্র শিক্ষাথীর্ প্রলয় চৌধুরী জটিল লিভার রোগে আক্রান্ত হয়েছেন। তার চিকিৎসার জন্য বুধবার চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ.জ.ম. নাছির উদ্দিন ১ লাখ টাকা অনুদান প্রদান করেছেন। এ সময় প্রলয় চৌধুরীর চিকিৎসাসহ এমন জটিল রোগে আক্রান্ত সব রোগীর পাশে দঁাড়াতে সবাইকে এগিয়ে আসার আহŸান জানান মেয়র।

অনুদান প্রদানকালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম পোটর্ সিটি সিনিয়র ক্লাবের উপদেষ্টা ও যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য সাইদুর রহমান চৌধুরী, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষাথীর্ প্রলয় চৌধুরীর সহপাঠী মো. মাহিবুল ইসলাম, তমা সাহা, সুস্মিতা সাহা প্রমুখ।

উল্লেখ্য, শিক্ষাথীর্ প্রলয় চৌধুরীর লিভারের ৭০ শতাংশ নষ্ট হয়ে গেছে। তাকে জরুরিভিত্তিতে ভারতের চেন্নাইয়ে লিভার অপারেশনে বিশেষজ্ঞ ক্লিনিকে পাঠানো প্রয়োজন। তার চিকিৎসা খরচ হবে প্রায় ৬০ লাখ টাকা। বিজ্ঞপ্তি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সকল ফিচার

রঙ বেরঙ
উনিশ বিশ
জেজেডি ফ্রেন্ডস ফোরাম
নন্দিনী
অাইন ও বিচার
ক্যাম্পাস
হাট্টি মা টিম টিম
তারার মেলা
সাহিত্য
সুস্বাস্থ্য
কৃষি ও সম্ভাবনা
বিজ্ঞান ও প্রযুক্তি
close

উপরে