শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ভোট দেবেন না রাষ্ট্রপতি

যাযাদি রিপোটর্
  ৩০ ডিসেম্বর ২০১৮, ০০:০০

নিজের নিরাপত্তা ব্যবস্থার কারণে ভোটারদের ভোগান্তি এড়াতে ভোট দিচ্ছেন না রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ভোট দেবেন ঢাকার সিটি কলেজ কেন্দ্রে। আজ সকাল ৮টা থেকে বিকাল ৪টা পযর্ন্ত সারাদেশে একযোগে একাদশ জাতীয় সংসদ নিবার্চনে ভোটগ্রহণ চলবে। রাষ্ট্রপতি আবদুল হামিদ জন্মস্থান কিশোরগঞ্জের মিঠামইনের ভোটার। জনদুভোর্গ এড়াতে দশম জাতীয় সংসদ নিবার্চনেও ভোট দেননি তিনি। এবারও রাষ্ট্রপতির কাযার্লয়ে যোগাযোগ করলে একই কথা জানা যায়। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন বলেন, ‘রাষ্ট্রপতি মিঠামইনের ভোটার। কিন্তু তিনি ভোট দিতে গেলে তার নিরাপত্তা নিশ্চিত করতে যে আয়োজন করা হয়, সেটা ওই এলাকার বা কেন্দ্রের ভোটারদের ভোগান্তির কারণ হতে পারে। এ কারণেই তিনি ভোট দিতে যাবেন না।’ শেখ হাসিনা সকালেই রাজধানীর ধানমÐির সিটি কলেজ কেন্দ্রে ভোট দেবেন বলে জানা গেছে। বরাবরের মতো এবারের নিবার্চনেও তিনি প্রাথীর্ হয়েছেন জন্মস্থান গোপালগঞ্জে। স্পিকার ড. শিরীর শারমিন চৌধুরী রংপুরের পীরগঞ্জের ৯ নম্বর ইউনিয়নের ভোটার। তিনি সেখানে লালদীঘি উচ্চবিদ্যালয়ে ভোট দেবেন। তিনি প্রাথীর্ হয়েছেন সেখানে। দÐ নিয়ে কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার এবার ভোট দেয়া হচ্ছে না। প্রাথীর্ হতে না পারলেও কারাগার থেকে পোস্টাল ব্যালটে ভোট দেয়ার সুযোগ ছিল তার। এ জন্য ভোটের আগেই পোস্টাল ব্যালট চেয়ে আবেদন করতে হয়। কিন্তু ভোটের আগের দিন শনিবার ইসিতে খবর নিতে গেলে সংশ্লিষ্ট কমর্কতার্ বলেন, খালেদা জিয়ার জন্য কোনো পোস্টাল ব্যালট চাওয়ার তথ্য নেই ইসিতে। খালেদা জিয়ার অনুপস্থিতিতে বিএনপিকে সঙ্গে নিয়ে জোট গড়ে ভোটের লড়াইয়ে নামা জাতীয় ঐক্যফ্রন্টের শীষর্ নেতা ড. কামাল হোসেন ভোট দেবেন বেইলি রোডের ভিকারুননিসা নূন স্কুল ও কলেজ কেন্দ্রে। বিএনপি মহাসচিব মিজার্ ফখরুল ইসলাম আলমগীর ভোটার ঠাকুরগঁাওয়ে। তিনি ভোট দিতে সেখানেই অবস্থান করছেন। সরকারের বিভিন্ন মন্ত্রীরা নিজ নিজ এলাকায় প্রাথীর্ হয়েছেন, তারা ভোট দিতে ইতোমধ্যে এলাকায় অবস্থান করছেন। সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন ঢাকা-৮ আসনে প্রাথীর্; তিনি ভোট দেবেন বাংলামোটরের খোদেজা খাতুন হাইস্কুল কেন্দ্রে। ঢাকা-৮ আসনে বিএনপির প্রাথীর্ মিজার্ আব্বাস শাহজাহানপুরের মহিলা বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে ভোট দেবেন। তার স্ত্রী ঢাকা-৯ আসনে বিএনপির প্রাথীর্ আফরোজা আব্বাসও একই কেন্দ্রে ভোট দেবেন। এই নিবার্চন পরিচালনার ক্ষেত্রে মূল দায়িত্বে যিনি রয়েছেন, সেই প্রধান নিবার্চন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা ঢাকার উত্তরায় ভোটার। সিইসির একান্ত সচিব একেএম মাজহারুল ইসলাম জানিয়েছেন, সকাল ১০টায় নিবার্চন ভবন থেকে বের হবেন নুরুল হুদা। উত্তরা পঁাচ নম্বর সেক্টরের আইইএস স্কুল ও কলেজ কেন্দ্রে ভোট দেবেন তিনি। ইসি সচিব হেলালুদ্দীন আহমদ সোনিবাসের রমিজউদ্দিন স্কুল ও কলেজ কেন্দ্রে ভোট দেবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে