শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আইজিপিকে বাম জোটের অভিযোগের প্রতিবেদন দিতে বলল ইসি

যাযাদি রিপোটর্
  ১৯ ডিসেম্বর ২০১৮, ০০:০০
আপডেট  : ১৯ ডিসেম্বর ২০১৮, ০০:২৫

বাম গণতান্ত্রিক জোটের নিবার্চনী প্রচার কাজে বাধা দেওয়ার অভিযোগ আমলে নিয়ে পুলিশ ও রিটানির্ং কমর্কতার্র কাছে প্রতিবেদন চাইল নিবার্চন কমিশন (ইসি)। একইসঙ্গে কী ব্যবস্থা নেওয়া হয়েছে তাও জানতে চেয়েছে সংস্থাটি। ইসির উপসচিব আব্দুল হালিম স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি মহাপুলিশ পরিদশর্ক (আইজিপি), সহকারী রিটানির্ং কমর্কতাের্ক পাঠানো হয়েছে। গত ১৫ ডিসেম্বর প্রাথীের্দর নিবার্চনী কাজে বাধা, গ্রেপ্তার ও হামলার বিষয়ে একটি অভিযোগ দেয় বাম গণতান্ত্রিক জোট। যাতে বিভিন্ন আসনের একটি তালিকাও দেয় তারা। এতে খুলনা-৩, নেত্রোকোনা-৪, বরিশাল-৫, কুষ্টিয়া-৩, জামালপুর-২, দিনাজপুর-৪, সাতক্ষীরা-১, ঢাকা-৬, ঢাকা-১২, ঢাকা-১৩, ঢাকা-১৪, ঢাকা-১৭ ও পটুয়াখালী-৪ আসনে তাদের প্রাথীের্দর প্রচার-প্রচারণায় বাধা, নেতা ও প্রাথীের্দর ওপর পুলিশি এবং সন্ত্রাসী হামলা, গ্রেপ্তার, পথসভা পÐ ও নিবার্চনী প্রচারণায় আক্রমণের ঘটনার কথা উল্লেখ করা হয়। নিবার্চন কমিশন সেই তালিকা ও অভিযোগ আমলে নিয়ে ঘটনার ব্যাখ্যা চেয়ে আইজিপিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলল। ইসির উপ-সচিব মো. আব্দুল হালিম খান বলেন, সারাদেশ থেকে বিভিন্ন দল ও প্রাথীের্দর কাছ থেকে অভিযোগ আসছে। কমিশন দলের পাশাপাশি প্রাথীের্দর অভিযোগও আমলে নিচ্ছে। ঢাকা-২ আসনের ঐক্যফ্রন্টের প্রাথীর্ ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি ইসিতে তার নিবার্চনী প্রচার-প্রচারণায় বাধা, নেতা ও প্রাথীর্র ওপর সন্ত্রাসী হামলা, গাড়ি ভাঙচুর ও গ্রেপ্তারের অভিযোগ করেন সোমবার। সেই অভিযোগ আমলে নিয়ে কমিশন সাভার উপজেলা নিবার্হী অফিসার এবং সহকারী রিটানির্ং অফিসারকে তিন কাযির্দবসের মধ্যে প্রতিবেদন দিতে নিদের্শ দিয়েছে। ৩০ ডিসেম্বর সংসদ নিবার্চনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে