বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অবশেষে দেখা গেল আব্বাসের পোস্টার

যাযাদি রিপোটর্
  ১৭ ডিসেম্বর ২০১৮, ০০:০০

প্রতীক বরাদ্দ পাওয়ার পরপরই ঢাকা-৮ আসনের বিভিন্ন এলাকায় নৌকায় ভোট চেয়ে মহাজোট প্রাথীর্ ওয়াকার্সর্ পাটির্র সভাপতি রাশেদ খান মেননের পোস্টার দেখা যায়। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়তে থাকে মেননের পোস্টার। শুক্রবারের মধ্যে ঢাকা-৮ আসনের সবর্ত্র ছেয়ে যায় নৌকার পোস্টারে।

তবে প্রতীক বরাদ্দ পাওয়ার পর পঁাচদিন কেটে গেলেও শনিবার পযর্ন্ত রাশেদ খান মেননের প্রধান প্রতিদ্ব›দ্বী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মিজার্ আব্বাসের ধানের শীষের পোস্টার দেখা যাচ্ছিল না। অবশ্য রোববার সকালে আব্বাসের নিজস্ব এলাকা শাহজাদপুরে ধানের শীষের কিছু পোস্টার ঝুলতে দেখা যায়।

মতিঝিল, রমনা, শাহবাগ ও পল্টন এলাকা নিয়ে গঠিত ঢাকা-৮ আসন থেকে এবার একাদশ জাতীয় সংসদ নিবার্চনে লড়াই করছেন দুই হেভিওয়েট প্রাথীর্ রাশেদ খান মেনন এবং মিজার্ আব্বাস।

২০০৮ সালে আওয়ামী লীগের সঙ্গে জোট করে ঢাকা-৮ থেকে জাতীয় সংসদ নিবার্চনে অংশ নেন মেনন। ওই নিবার্চনে বিএনপির প্রাথীর্ হাবিব-উন নবী খান সোহেলকে ৩০ হাজার ভোটে পরাজিত করে প্রথমবারের মতো সংসদ সদস্য নিবাির্চত হন তিনি। এরপর বিএনপি ২০১৪ সালের নিবার্চন বজর্ন করলে আবারও সংসদ সদস্য নিবাির্চত হন ওয়াকার্সর্ পাটির্র শীষর্ এই নেতা।

এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মিজার্ আব্বাস এবারই ঢাকা-৮ আসন থেকে নিবার্চনে অংশ নিচ্ছেন। এর আগে ২০০১ সালের জাতীয় সংসদ নিবার্চনে ঢাকা-৬ আসন থেকে সংসদ সদস্য নিবাির্চত হন বিএনপির এই নেতা। তার আগে তিনি ১৯৯১ সালে অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের মেয়র নিবাির্চত হয়েছিলেন। ইতোমধ্যে ঢাকার মেয়র ও সংসদ সদস্য নিবাির্চত হলেও এবারই প্রথম ঢাকা-৮ আসন থেকে সংসদ সদস্য নিবার্চনে অংশ নিচ্ছেন আব্বাস।

একাদশ সংসদ নিবার্চনে অংশ নেয়ার জন্য গত ১০ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দ দেয়া হয়। প্রতীক বরাদ্দ পাওয়ার পরপরই ওইদিন মহাজোটের প্রাথীর্ রাশেদ খান মেনন গণসংযোগে নেমে পড়েন। বায়তুল মোকাররম এলাকা থেকে শুরু হওয়া ওই গণসংযোগে ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করে নৌকায় ভোট চান মেনন।

প্রতীক বরাদ্দ পাওয়ার পর দুইদিন কিছুটা নীরব থাকলেও ঢাকা-৮ থেকে প্রথমবার সংসদ সদস্য নিবাির্চত হওয়ার আশায় বুধবার থেকে প্রচারণায় সক্রিয় হন আব্বাস। তবে শাহাজাহানপুর, শান্তিনগর, রাজারবাগ, মতিঝিলসহ ঢাকা-৮ আসনের সবর্ত্র নৌকা ও রাশেদ খান মেননের ছবি সংবলিত সাদা-কালো পোস্টার ঝুলতে দেখা গেলেও ছিল না আব্বাসের পোস্টার।

রোববার সকাল ১০টার দিকে শাহজাদপুরের রাস্তায় ধানের শীষ ও মিজার্ আব্বাসের পোস্টার ঝুলাতে দেখা যায় দুই যুবককে। এদের একজন নিজেকে লিটন পরিচয় দিয়ে বলেন, আওয়ামী লীগের লোকজন এতদিন আমাদের পোস্টার ঝুলাতে দেয়নি। এমনকি আমাদের নেতার গণসংযোগে বাধা দিয়েছে। গতকাল তো গণসংযোগে হামলা করেছে। যত বাধাই দিক আমাদের নেতাকে থামানো যাবে না।

শাহাজাহানপুরে মিজার্ আব্বাসের বাসায় গিয়েও ধানের শীষের কিছু পোস্টার দেখা যায়। সায়েদুর নামের একজন বলেন, ঢাকা-৮ এর শাজাহানপুর-রাজারবাগ মিজার্ আব্বাসের ঘঁাটি। আওয়ামী লীগের প্রাথীর্ পরাজয় নিশ্চিত জেনেই আমাদের নেতার প্রচার প্রচারণায় নানাভাবে বাধা দিচ্ছে। তবে কোনো বাধাই কাজে আসবে না। বিজয় আমাদের নিশ্চিত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<27528 and publish = 1 order by id desc limit 3' at line 1