শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
একাদশ সংসদ নিবার্চন

মাঠে আ’লীগের বিদ্রোহী প্রাথীর্, কেন্দ্র নিশ্চুপ

প্রায় দেড় ডজন আসনে দল ও জোট মনোনীতদের বাইরে স্বতন্ত্র প্রাথীর্ হিসেবে নিবার্চনের মাঠে রয়েছেন স্থানীয় আওয়ামী লীগ নেতারা
যাযাদি রিপোটর্
  ১৭ ডিসেম্বর ২০১৮, ০০:০০

দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রাথীর্ হলে দল থেকে আজীবনের জন্য বহিষ্কারের হুশিয়ারি দেয়া হলেও এখনো বিদ্রোহী প্রাথীের্দর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি আওয়ামী লীগ।

প্রায় দেড় ডজন আসনে দল ও জোট মনোনীতদের বাইরে স্বতন্ত্র প্রাথীর্ হিসেবে নিবার্চনের মাঠে রয়েছেন স্থানীয় আওয়ামী লীগ নেতারা। কোথাও কোথাও জোটের প্রাথীর্র সমথর্কদের এই আওয়ামী লীগ নেতাদের সমথর্কদের সংঘষের্র ঘটনাও ঘটছে।

দলের জন্য ত্যাগ স্বীকারের মূল্যায়নের আশ্বাস দিয়ে গত সপ্তাহে বিদ্রোহী প্রাথীের্দর মনোনয়নপত্র প্রত্যাহার করে দলীয় প্রাথীর্র পক্ষে কাজে নামার অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছিলেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।

দলীয় মনোনয়ন দেয়ার সময় ডিসেম্বরের শুরুর দিকেই বিদ্রোহী প্রাথীের্দর হুশিয়ার করে এক সংবাদ সম্মেলনে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছিলেন, ‘নৌকা প্রতীকের বিরুদ্ধে আওয়ামী লীগের কেউ বিদ্রোহী প্রাথীর্ হলে তাকে দল থেকে আজীবন বহিষ্কার করা হবে।’

এখন তাদের বিষয়ে ব্যবস্থা নেয়া হচ্ছে না কেন জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের বেশির ভাগ বিদ্রোহী মনোনয়নপত্র প্রত্যাহার করে ফেলেছেন। বাকিদের মধ্যে চারজন দেশের বাইরে আছেন। অতি শিগগিরই দলের আলোচনা সাপেক্ষে তাদের বিরুদ্ধে কী সিদ্ধান্ত নেয়া হবে, তা সংবাদ সম্মেলন করে জানিয়ে দেয়া হবে। এই পযর্ন্ত অপেক্ষা করতে হবে।’

তবে আওয়ামী লীগের জ্যেষ্ঠ বেশ কয়েকজন নেতার কথায় এ বিষয়ে দলের কঠোর অবস্থান থেকে সরে আসার আভাস পাওয়া গেছে।

দলটির শীষর্ পযাের্য়র একজন নেতা বলেন, ‘এবার আমাদের দলের বিদ্রোহীর সংখ্যা একেবারে কম। সম্ভবত তাদের বিরুদ্ধে দল তেমন কোনো ব্যবস্থা নিচ্ছে না।’

নৌকা প্রতীকের বিরুদ্ধে আছেন যেসব নেতা

ময়মনসিংহ-৯ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকে নিবার্চন করছেন আনোয়ারুল আবেদিন খান। ওই আসনে নান্দাইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি ২০০৮ সালে নৌকা প্রতীকে নিবাির্চত সাংসদ অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আব্দুস সালাম কুড়াল প্রতীকে নিবার্চনী লড়াইয়ে রয়েছেন।

মাদারীপুর-২ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রাথীর্ মন্ত্রী শাজাহান খান নৌকা প্রতীকে নিবার্চন করছেন। এই আসনে জেলা আওয়ামী লীগের সদস্য আল আমিন মোল্লা সিংহ প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রাথীর্ হয়েছেন।

মানিকগঞ্জ-১ আসনে বতর্মান সাংসদ নাইমুর রহমান দুজর্য় নৌকা প্রতীকে নিবার্চন করছেন। বিদ্রোহী প্রাথীর্ হিসেবে ওই আসনে আওয়ামী লীগের সাবেক সাংসদ ইঞ্জিনিয়ার এ বি এম আনোয়ারুল হক স্বতন্ত্র প্রাথীর্ হিসেবে সিংহ প্রতীকে নিবার্চন করছেন।

মুন্সিগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস নৌকা প্রতীকে নিবার্চন করছেন। ওই আসনে জেলা আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিনের ছেলে পৌর মেয়র ফয়সাল বিপ্লবের স্ত্রী চৌধুরী ফাহরিয়া আফরিন বিদ্রোহী প্রাথীর্। তিনি স্বতন্ত্র প্রাথীর্ একতারা প্রতীকে ভোটের লড়াইয়ে আছেন।

যশোর-৫ আসনে আওয়ামী লীগের প্রাথীর্ নৌকা প্রতীকে নিবার্চন করছেন স্বপন ভট্টাচাযর্। তিনি ২০১৪ সালে বিদ্রোহী প্রাথীর্ হিসেবে এমপি নিবাির্চত হন। এবার ওই আসনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রাথীর্ হয়েছেন সাবেক ছাত্রলীগ নেতা আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহ সম্পাদক কায়সার হাসান বারী, ঢাক প্রতীকে নিবার্চন করছেন তিনি।

কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে ইউসুফ আব্দুল্লাহ হারুন নৌকা প্রতীকে আওয়ামী লীগের প্রাথীর্। ওই আসনে উপজেলা যুবলীগের নেতা আব্দুল্লাহ নজরুল নোঙ্গর প্রতীকে নিবার্চন করছেন।

ফরিদপুর-৪ আসনে আওয়ামী লীগের সভাপতিমÐলীর সদস্য কাজী জাফরুল্লা চৌধুরী নৌকা প্রতীকে নিবার্চন করছেন। সেখানে গতবার বিদ্রোহী প্রাথীর্ হয়ে নিবাির্চত হয়েছিলেন নিক্সন চৌধুরী। এবারও তিনি বিদ্রোহী প্রাথীর্ হিসেবে লড়ছেন।

গাইবান্ধা-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রাথীর্ ইউসুফ আলী সরকার নৌকা প্রতীক নিয়ে নিবার্চন করছেন। ওই আসনে বিদ্রোহী প্রাথীর্ আওয়ামী লীগের আবু জাফর মো. জাহিদ।

১৪ দলীয় জোট প্রাথীের্দর মধ্যে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের মনোনীত প্রাথীর্ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভাÐারী। ওই আসনে স্বতন্ত্র প্রাথীর্ চট্টগ্রাম উত্তর আওয়ামী লীগের সদস্য এ টি এম পিয়ারুল ইসলাম। তিনি কোনোভাবেই নিবার্চন থেকে সরবেন না বলে ঘোষণা দিয়েছেন। দুই দিন আগেও নজিবুল বশর মাইজভাÐারীর সমথর্কদের সঙ্গে সংঘষের্ জড়ায় পিয়ারুলের সমথর্করা।

ঠাকুরগঁাও-৩ আসনে ওয়াকার্সর্ পাটির্র মো. ইয়াসিন আলী জোট প্রাথীর্ হিসেবে নৌকা প্রতীকে নিবার্চন করছেন। ওই আসনে জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ইমদাদুল হক মোটরকার প্রতীক নিয়ে নিবার্চন করছেন।

এছাড়া মহাজোটের শরিক জাতীয় পাটিের্ক দেয়া ২৯ আসনের মধ্যে পঁাচটিতে রয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রাথীর্।

পিরোজপুর-৩ আসনে জোট প্রাথীর্ হিসেবে জাতীয় পাটির্র রুস্তম আলী ফরাজীকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। ওই আসনে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা আশরাফুর রহমান মঠবাড়িয়া উপজেলা চেয়ারম্যান থেকে পদত্যাগ করে আপেল প্রতীকে স্বতন্ত্র প্রাথীর্ হিসেবে নিবার্চন করছেন।

নারায়ণগঞ্জ-৩ আসনে মহাজোট মনোনীত জাতীয় পাটির্র লিয়াকত হোসেন খোকা লাঙ্গল প্রতীকে নিবার্চন করছেন। ওই আসনে বিদ্রোহী হিসেবে আছেন আওয়ামী লীগের সাবেক সাংসদ আব্দুল্লাহ আল কায়সার।

রংপুর-১ আসনে জাতীয় পাটির্র মহাসচিব মসিউর রহমান রাঙ্গাকে মহাজোটের প্রাথীর্ করা হয়েছে। ওই আসনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রাথীর্ হয়েছেন আসাদুজ্জামান বাবলু, তিনি দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে উপজেলা চেয়ারম্যান নিবাির্চত হন।

গাইবান্ধা-১ আসনে মহাজোট মনোনীত জাতীয় পাটির্র প্রাথীর্ শামীম হায়দার পাটোয়ারী। ওই আসনে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহŸায়ক আফরুজা বারী ও উপজেলা আওয়ামী লীগের সদস্য এমদাদুল হক বিদ্রোহী প্রাথীর্ হিসেবে নিবার্চন করছেন।

ল²ীপুর-২ আসনে মহাজোট মনোনীত জাতীয় পাটির্র প্রাথীর্ মোহাম্মদ নোমান। ওই আসনে কুয়েত আওয়ামী লীগের সাবেক আহŸায়ক শহিদুল ইসলাম বিদ্রোহী হিসেবে এখনো আছেন।

নরসিংদী-৩ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীক পেয়েছেন জহিরুল ইসলাম মোহন। ২০১৪ সালে মোহনের প্রতিপক্ষ হিসেবে বিদ্রোহী প্রাথীর্ হয়ে জয় পেয়েছিলেন সিরাজুল ইসলাম মোল্লা। এবারও আওয়ামী লীগের বিদ্রোহী প্রাথীর্ সিরাজুল ইসলাম মোল্লা সিংহ প্রতীকে লড়ছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<27522 and publish = 1 order by id desc limit 3' at line 1