বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মানুষের প্রাণ ভোটের চেয়ে মূল্যবান: সিইসি

যাযাদি রিপোটর্
  ১৩ ডিসেম্বর ২০১৮, ০০:০০
প্রধান নিবার্চন কমিশনার এ কে এম নুরুল হুদা

‘উৎসবের আমেজে’ একাদশ সংসদ নিবার্চনের প্রচার শুরুর পর দ্বিতীয় দিনেই সহিংসতায় প্রাণক্ষয়ের ঘটনায় নিজের মমের্বদনার কথা জানিয়েছেন প্রধান নিবার্চন কমিশনার কে এম নুরুল হুদা।

তিনি বলেছেন, ‘আমরা গতকাল অত্যন্ত আনন্দের সাথে বলেছিলাম, নিবার্চন কাযর্ক্রমে কোনো অঘটন ঘটেনি। কিন্তু গতকালকেই ঘটনা ঘটেছে, যেটা আমাদেরকে বিব্রত করেছে, মমার্হত করেছে।’

নিবার্চন সামনে রেখে বুধবার ঢাকায় নিবার্চন ভবনে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের নিয়ে এক ব্রিফিংয়ে সিইসির হুদার এ মন্তব্য আসে।

৩০ ডিসেম্বর ভোট সামনে রেখে গত সোমবার প্রতীক বরাদ্দের পর থেকেই ৩০০ আসনে কমীর্-সমথর্কদের নিয়ে প্রচারে নেমেছেন পৌনে দুই হাজার প্রাথীর্।

প্রচারের প্রথম দিনেই নিবার্চনী উত্তাপ দেখে সন্তুষ্ট নুরুল হুদা মঙ্গলবার পরিবেশ স্থিতিশীল রাখতে সবার সহযোগিতা চেয়ে বলেছিলেন, উত্তাপ ছড়ালেও পরিস্থিতি যেন উত্তপ্ত না হয়।

কিন্তু মঙ্গলবার ডজনখানেক জেলায় প্রতিদ্ব›দ্বী প্রাথীের্দর সমথর্কদের মধ্যে মারামারি-ভাঙচুরের ঘটনা ঘটে, নোয়াখালী ও ফরিদপুরে নিবার্চনী সহিংসতায় ক্ষমতাসীন দলের দুজন নিহত হন, বিএনপি মহাসচিব মিজার্ ফখরুল ইসলাম আলমগীরসহ বেশ কয়েকজন প্রাথীর্র গাড়ি বহর হামলার মুখে পড়ে।

সিইসি বলেন, ‘নোয়াখালীতে একজন যুবক নিহত হয়েছে, যেটি আমাদের অত্যন্ত বিব্রত করেছে, আমাদের ব্যথা দিয়েছে।’

আর ঠাকুরগঁাওয়ে বিএনপি মহাসচিবের গাড়িবহরে হামলাকে ‘অনাকাক্সিক্ষত’ ঘটনা হিসেবে বণর্না করেক্সক্ষুরুল হুদা বলেন, ‘এটা কখনো কাম্য হতে পারে না। আমরা কিন্তু বিব্রত। একটা মানুষের জীবন সমগ্র নিবার্চনের চেয়ে মূল্যবান।’

সহিংসতায় ‘বিব্রত ও ব্যথিত’ হওয়ার কথা বললেও নোয়াখালী ও ফরিদপুরে হতাহতের ঘটনায় কারও বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়ার কথা সিইসির বক্তব্যে আসেনি।

বরং তিনি সহিংসতার পথ থেকে বেরিয়ে আসতে সবাইকে পথ খুঁজে বের করার তাগিদ দেন। রাজনৈতিক দলের নেতা, কমীর্, প্রাথীর্, সমথর্ক সবাইকে ধৈযর্ ধরতে, নিবার্চনী আচরণবিধি মেনে চলতে অনুরোধ করেন। নিবার্চনের বাকি দিনগুলোতে আর কোনো ‘অঘটন’ যেন না ঘটে, সেই প্রত্যাশার কথাও বলেন।

‘কারও নিবার্চনী প্রচারে কেউ প্রতিবন্ধকতার সৃষ্টি করবেন না। যে কোনো উত্তেজনাকর পরিস্থিতি পরিহার করবেন, নিজেরাই প্রতিহত করবেন।’

ভোটের মাঠের প্রতিযোগিতা যেন প্রতিহিংসার রূপ না নেয়, সেদিকে লক্ষ্য রাখতে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের নিদের্শ দেন প্রধান নিবার্চন কমিশনার।

তিনি বলেন, ‘অপরাধ সংঘঠনের ক্ষেত্র তৈরি যেন না হয় সে দায়িত্ব আপনারা পালন করবেন।’

এবার ১৮০০ প্রাথীর্র ভোটের মাঠে প্রতিযোগিতায় থাকার বিষয়টি তুলে ধরে সিইসি বিচারিক হাকিমদের উদ্দেশে বলেন, ‘আপনাদের বিচারিক মনমানসিকতা এ নিবার্চনকে আরও বেশি স্থিতিশীল করবে। সে হিসাবেই আপনারা কাজ করবেন। নিরপেক্ষভাবে সবার সাথে একই আচরণ করবেন।’

নিবার্চন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদের সভাপতিত্বে অন্যদের মধ্যে নিবার্চন কমিশনার মাহবুব তালুকদার, রফিকুল ইসলাম, শাহাদাত হোসেন চৌধুরী, কবিতা খানম এবং ইটিআই মহাপরিচালক মোস্তফা ফারুক ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<26806 and publish = 1 order by id desc limit 3' at line 1