শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
শেরপুর-২ আসন

রিপনকে পাল্টে ফাহিমকে মনোনয়ন দিল বিএনপি

যাযাদি ডেস্ক
  ১০ ডিসেম্বর ২০১৮, ০০:০০
ফাহিম চৌধুরী

বহু নাটকীয়তার পর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে প্রাথীর্ পরিবতর্ন করেছে বিএনপি। নালিতাবাড়ী উপজেলা চেয়ারম্যান একেএম মোখলেছুর রহমান রিপনকে আউট করে প্রকৌশলী ফাহিম চৌধুরীকে চূড়ান্ত মনোনয়ন দেয়া হয়েছে।

এখন আওয়ামী লীগের হেভিওয়েট প্রাথীর্ কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর সঙ্গে নিবার্চনী মাঠে লড়বেন প্রকৌশলী ফাহিম চৌধুরী। এ আসনে আরেক প্রাথীর্ হলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মুক্তিযোদ্ধা মো. নুরুল ইসলাম।

দলীয় সূত্রগুলো জানায়, রোববার সকালে বিএনপির মহাসচিব মিজার্ ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত মনোনয়নপত্র গুলশান কাযার্লয়ে প্রাথীর্ ফাহিম চৌধুরীর হাতে তুলে দেয়া হয়।

জেলা বিএনপির সভাপতি মাহমুদুল হক রুবেল জানান, তৃণমূলের নেতাকমীের্দর আকাক্সক্ষার কারণে কেন্দ্র থেকে মনোনয়ন পরিবতর্ন করে ফাহিম চৌধুরীকে বিএনপির চূড়ান্ত মনোনয়ন দেয়া হয়েছে।

দলীয় নেতাকমীর্রা জানান, গত ২৭ নভেম্বর শেরপুর-২ আসনে বিএনপি থেকে নালিতাবাড়ী উপজেলা চেয়ারম্যান এ কে এম মুখলেছুর রহমান রিপন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার এম হায়দার আলী ও জাতীয় নিবার্হী কমিটির সদস্য ফাহিম চৌধুরীকে বিএনপির দলীয় মনোনয়ন দেয়া হয়। কিন্তু ৩০ নভেম্বর নকলা ও নালিতাবাড়ী বিএনপি এবং এর অঙ্গসংগঠনের নেতাকমীর্রা প্রেসক্লাব নালিতাবাড়ী কাযার্লয়ে ফাহিম চৌধুরীকে এককভাবে মনোনয়ন দেয়ার দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেন। সে সময় তারা ফাহিম চৌধুরী ব্যতীত অন্য কাউকে মনোনয়ন দেয়া হলে নিবার্চন বজর্ন ও গণপদত্যাগের হুঁশিয়ারিও দেন।

কিন্তু গত ৭ ডিসেম্বর শুক্রবার এ কে এম মোখলেছুর রহমান রিপনকে বিএনপির চূড়ান্ত মনোনয়ন দিলে নেতাকমীর্রা তা প্রত্যাখ্যান করেন এবং রাতেই ঢাকায় গিয়ে অবস্থান নেন। ৮ ডিসেম্বর শনিবার সকালে বিএনপি মহাসচিব মিজার্ ফখরুল ইসলাম আলমগীরের রাজধানীর উত্তরা বাসার সামনে প্রায় পৌনে এক ঘণ্টাব্যাপী বিক্ষোভ কমর্সূচি পালন করেন ফাহিম সমথির্ত শত শত নেতাকমীর্। এ সময় তারা ফাহিম চৌধুরীকে মনোনয়ন দেয়ার দাবি জানিয়ে বিভিন্ন ¯েøাগান দেন এবং রাস্তায় বসে পড়েন।

পরে মিজার্ ফখরুল বাসা থেকে বেরিয়ে গুলশান কাযার্লয়ে যাওয়ার চেষ্টা করলে তিনি নেতাকমীের্দর দ্বারা অবরুদ্ধ হয়ে পড়েন। এক পযাের্য় ফাহিম চৌধুরীকে মনোনয়ন দেয়ার বিষয়ে বিবেচনার আশ্বাস দিয়ে গাড়িতে উঠিয়ে নেতাকমীের্দর গুলশান কাযার্লয়ে যাওয়ার কথা বললে নেতাকমীর্রা অবরোধ তুলে নেন।

এ সময় ফাহিম চৌধুরী ছাড়াও জেলা বিএনপি এবং নকলা ও নালিতাবাড়ী উপজেলা বিএনপির বিভিন্ন পযাের্য়র নেতাকমীর্রা উপস্থিত ছিলেন। পরে রাতভর বিএনপির গুলশান কাযার্লয়ের সামনে ফাহিম চৌধুরী সমথির্ত নেতাকমীর্রা অবস্থান করেন। অবশেষে নেতাকমীের্দর দাবির মুখে রোববার শেরপুর-২ আসনে একেএম মোখলেছুর রহমান রিপনের মনোনয়ন বাতিল করে ফাহিম চৌধুরীকে বিএনপির প্রাথীর্ হিসেবে চূড়ান্ত মনোনয়নের সংশোধিত পত্র প্রদান করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<26379 and publish = 1 order by id desc limit 3' at line 1