শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আজ আসছেন নতুন মাকির্ন রাষ্ট্রদূত মিলার

যাযাদি রিপোটর্
  ১৮ নভেম্বর ২০১৮, ০০:০০
আপডেট  : ১৮ নভেম্বর ২০১৮, ০০:০৯

আজ ঢাকা আসছেন বাংলাদেশে নবনিযুক্ত মাকির্ন রাষ্ট্রদূত আলর্ রবাটর্ মিলার। তার ওপর অপির্ত দায়িত্ব গ্রহণের উদ্দেশ্যেই আসছেন তিনি। ক‚টনৈতিক সূত্র জানায়, আজ বিকালে রবাটর্ মিলারের ঢাকা পেঁৗছানোর কথা রয়েছে। গত মঙ্গলবার মাকির্ন পররাষ্ট্র দপ্তরে প্রথা অনুযায়ী, বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে শপথগ্রহণ করেন মিলার। পররাষ্ট্র দপ্তরের চিফ অব প্রটোকল সেন ললার শপথ পরিচালনা করেন। শপথ অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জিয়াউদ্দিন উপস্থিত ছিলেন। রাষ্ট্রদূত জিয়াউদ্দিন, ঢাকায় নিযুক্ত সাবেক মাকির্ন রাষ্ট্রদূত ড্যান ডবিøউ মজিনা এবং মাশার্ বানির্কাট বাংলাদেশে নতুন রাষ্ট্রদূত হিসেবে আলর্ মিলারকে অভিনন্দন জানান ও তার সফলতা প্রত্যাশা করেন। বাংলাদেশের আগে বতসোয়ানায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করা আলর্ রবাটর্ মিলার ১৯৮৭ সালে মাকির্ন পররাষ্ট্র দপ্তরে যোগ দেন। ২০১১-২০১৪ সাল পযর্ন্ত দক্ষিণ আফ্রিকার জোহানেসবাগের্ যুক্তরাষ্ট্রের কনসাল জেনারেলের দায়িত্ব পালন করেন। এ ছাড়া নয়াদিল্লি, বাগদাদ ও জাকাতার্য় মাকির্ন দূতাবাসে আঞ্চলিক নিরাপত্তা কমর্কতার্ হিসেবেও কাজ করেছেন। মিশিগান বিশ্ববিদ্যালয় ও ইউনাইটেড স্টেটস মেরিন কপস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ থেকে স্নাতক ডিগ্রি অজের্নর পর মাকির্ন মেরিন কোরে যোগ দেন আলর্ রবাটর্ মিলার। এর মধ্যে তিনি ১৯৮১-১৯৮৪ সাল পযর্ন্ত মেরিন কোরে এবং ১৯৮৫-১৯৯২ পযর্ন্ত মেরিন কোর রিজাভের্ অফিসার পদে ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে