বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বতর্মান সরকারের অধীনে সুষ্ঠু নিবার্চন সম্ভব নয়: খেলাফত মজলিস

যাযাদি রিপোটর্
  ২০ অক্টোবর ২০১৮, ০০:০০
শুক্রবার পল্টনে খেলাফত মজলিসের কেন্দ্রীয় কাযার্লয়ে আয়োজিত সভায় দলের নেতারা Ñযাযাদি

খেলাফত মজলিসের আমির মাওলানা মোহাম্মদ ইসহাক বলেছেন, বতর্মান সরকারের অধীনে কোনোভাবেই অবাধ ও সুষ্ঠু নিবার্চন অনুষ্ঠান সম্ভব নয়। শুক্রবার বিকালে পল্টনে দলটির কেন্দ্রীয় কাযার্লয়ে এক সভায় তিনি একথা বলেন।

মাওলানা মোহাম্মদ ইসহাক বলেন, ‘জনগণের জান-মাল ইজ্জতের কোনও নিরাপত্তা নেই। দেশে গুম, খুন, হত্যা, নিযার্তন মারাত্মক আকার ধারণ করেছে। রাজনৈতিক সংকট ক্রমেই ঘনীভ‚ত হচ্ছে। বিরোধী রাজনৈতিক নেতাকমীের্দর ওপর হামলা, মামলা, গ্রেফতার, জুলুম নিযার্তন চলছেই। জনবিচ্ছিন্ন সরকার মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিচ্ছে। দেশ এক ভয়াবহ অনিশ্চয়তার দিকে চলে যাচ্ছে। এ অবস্থা থেকে উত্তরণের একমাত্র পথ হচ্ছে একটি অবাধ ও সুষ্ঠু জাতীয় নিবার্চনের মাধমে ক্ষমতার পরিববতর্ন।’

মোহাম্মদ ইসহাক আরও বলেন, ‘তাই একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নিবার্চনের জন্য বতর্মান জাতীয় সংসদ ভেঙে দিয়ে নিবার্চনকালীন নিদর্লীয় নিরপেক্ষ সরকার গঠন করতে হবে। নিবার্চনের সময় বিচারিক ক্ষমতা দিয়ে সেনাবাহিনী মোতায়েন করতে হবে। সব মিথ্যা ও গায়েবী মামলা প্রত্যাহার করে রাজবন্দিদের মুক্তি দিতে হবে। নিবার্চনে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত বাতিল করতে হবে। গণমাধ্যমের স্বাধীনতাবিরোধী ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন করতে হবে। এসব দাবির বিষয়ে দেশের প্রায় সব মানুষ আজ একমত। তাই এসব দাবি অবিলম্বে মেনে নিতে হবে।’

সভায় আরও উপস্থিত ছিলেনÑ দলটির মহাসচিব ড. আহমদ আবদুল কাদের, নায়েবে আমির মাওলানা সৈয়দ মজিবর রহমান, মাওলানা সাখাওয়াত হোসাইন, যুগ্মমহাসচিব-মাওলানা মুহাম্মদ শফিক উদ্দিন, অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন, শেখ গোলাম আসগর, মুহাম্মদ মুনতাসির আলী, সাংগঠনিক সম্পাদক ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, দফতর ও প্রচার সম্পাদক মো. আবদুল জলিল প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<18440 and publish = 1 order by id desc limit 3' at line 1