শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শক্তিশালী পাসপোটর্ সূচকে বাংলাদেশ ১০০তম

যাযাদি ডেস্ক
  ১১ অক্টোবর ২০১৮, ০০:০০

চলতি বছর বৈশ্বিক শক্তিশালী পাসপোটর্ সূচকে গত বছরের চেয়ে বাংলাদেশের পাসপোটের্র পঁাচ ধাপ অবনতি ঘটেছে। বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোটর্ধারী দেশের তালিকা মূল্যায়নকারী আন্তজাির্তক সংস্থা হেনলে পাসপোটর্ ইনডেক্সের প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

মাকির্ন যুক্তরাষ্ট্রভিত্তিক নাগরিকত্ব ও পরিকল্পনা সংস্থা হেনলে অ্যান্ড পাটর্নাসর্ ৯ অক্টোবর বৈশ্বিক পাসপোটের্র এ সূচক প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, ২০১৮ সালের বিশ্ব পাসপোটর্ র‌্যাংকিংয়ে লেবানন, ইরান ও কসোভোর সঙ্গে ১০০তম অবস্থানে রয়েছে বাংলাদেশ। বিশ্বের ৪১টি দেশে ভিসামুক্ত প্রবেশের সুবিধা রয়েছে এ চার দেশের।

হেনলে অ্যান্ড পাটর্নাসর্ বলছে, ২০১৭ সালে এই সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ৯৫তম। ওই বছর বিশ্বের ৩৮টি দেশে ভিসামুক্ত প্রবেশের সুবিধা পেত বাংলাদেশের পাসপোটর্ধারীরা।

তবে এ বছর বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর পাসপোটর্ধারী দেশের জায়গা দখল করেছে জাপান। বিশ্বের ১৯০টি দেশে ভিসামুক্ত প্রবেশের সুযোগ রয়েছে জাপানি পাসপোটর্ধারীদের। গত বছর এই সূচকে জাপানের পাসপোটের্র অবস্থান ছিল পঞ্চম।

২০১৭ সালে বিশ্ব পাসপোটর্ সূচকে সিঙ্গাপুর চতুথর্ অবস্থানে থাকলেও এ বছর দেশটির উন্নতি ঘটেছে। হেনলের এই পাসপোটর্ সূচকে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে সিঙ্গাপুর। বিশ্বের ১৮৯টি দেশে ভিসামুক্ত প্রবেশের সুযোগ রয়েছে সিঙ্গাপুরের পাসপোটর্ধারীদের।

চলতি বছরের শক্তিশালী পাসপোটর্ সূচকে ফ্রান্স, জামাির্ন ও দক্ষিণ কোরিয়া যৌথভাবে তৃতীয় অবস্থানে রয়েছে। ১৮৮টি দেশে ভিসামুক্ত প্রবেশের সুবিধা রয়েছে এ তিন দেশের।

তবে পাসপোটর্ সূচকের একেবারে তলানিতে রয়েছে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান এবং ইরাক। ৩০ দেশে ভিসামুক্ত প্রবেশের সুবিধা নিয়ে এ দুই দেশ রয়েছে ১০৫তম অবস্থানে।

বিশ্বের বিভিন্ন দেশে ভিসামুক্ত প্রবেশের সুবিধার সংখ্যার ওপর ভিত্তি করে বিশ্ব পাসপোটর্ সূচক তৈরি করে মাকির্ন নাগরিকত্ব ও পরিকল্পনা সংস্থা হেনলে অ্যান্ড পাটর্নাসর্। ভ্রমণের সঠিক এবং নিভর্রযোগ্য তথ্য সংরক্ষণকারী আন্তজাির্তক বিমান পরিবহন সংস্থার (আইএটিএ) তথ্য নিয়ে এই সূচক তৈরি করেছে হেনলে। সূত্র : রয়টাসর্, স্ট্রেইট টাইমস

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<16936 and publish = 1 order by id desc limit 3' at line 1