শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঘূণির্ঝড় মোকাবিলায় প্রস্তুতিমূলক কমর্শালা

টেকনাফ (কক্সবাজার) সংবাদদাতা
  ২১ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

কক্সবাজারের টেকনাফে ঘূণির্ঝড় মোকাবিলায় প্রস্তুতিমূলক এক কমর্শালা অনুষ্টিত হয়েছে।

বুধবার সকাল ১০টায় ইমাজেির্ন্স কন্ট্রোল রুমের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ কমর্শালা অনুষ্ঠিত হয়।

উপজেলা নিবার্হী কমর্কতার্ রবিউল হাসানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান জাফর আহমদ।

এতে বক্তব্য রাখেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নিবার্হী ম্যাজিস্ট্রেট প্রনয় চাকমা, ক্যা¤প-ইনচাজর্ মো. আবদুর রহমান, কমান্ডার ক্যাপ্টেন মুক্তাদির, আইএসসিজির ইমাজেির্ন্স ইউনেটর প্রধান মাকোর্ বুনো। পৌর মেয়র (ভারপ্রাপ্ত) আব্দুল্লাহ মনির ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাহেরা আক্তার মিলি প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন আইএসসিজির ইমাজেির্ন্স কো-অডিের্নটর কমর্কতার্ মো. তাহের খান।

এ কমর্শালায় অংশগ্রহণকারীরা ৯১-এর ঘূণির্ঝড়ের ভয়াবহ অভিজ্ঞতা থেকে শুরু করে সা¤প্রতিক সময়ে কীভাবে মোরা’র মোকাবিলা করেছেন তা তুলে ধরেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<13614 and publish = 1 order by id desc limit 3' at line 1