শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রায়গঞ্জে মৎস্য চাষ প্রকল্পের পুকুর খননে দুনীির্ত তদন্তে দুদক

সিরাজগঞ্জ প্রতিনিধি
  ২০ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নিমগাছী সমাজভিত্তিক মৎস্যচাষ প্রকল্পের আওতায় ২০১৫-১৬ অথর্বছরের পুকুর পুনঃখননে অনিয়ম-দুনীির্তর তদন্ত করছে দুনীির্ত দমন কমিশন (দুদক)।

তদন্ত কাযর্ক্রমের অংশ হিসেবে সোমবার দিনব্যাপী তাড়াশ উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের গুরপিপুল মৌজার ১৩.৫০ বিঘা আয়তনের ‘সইগাতী পুকুর’ পরিমাপ করা হয়।

জানা যায়, ২০১৫-১৬ অথর্বছরে সিরাজগঞ্জের নিমগাছী সমাজভিত্তিক মৎস্যচাষ প্রকল্পের আওতায় ১৩৮টি পুকুর পুনঃখনন কাজের টেন্ডার আহŸান করা হয়।

এ সময় ঠিকাদাররা এ প্রকল্পের কমর্কতাের্দর যোগসাজসে নামমাত্র কাজ করে বিল উত্তোলন করেছেন বলে অভিযোগ ওঠে। এ ব্যাপারে ২০১৬ সালে বিভিন্ন পত্রিকায় প্রতিবেদন প্রকাশ হলে বিষয়টি আমলে নিয়ে তদন্তে নামে দুদক।

এরই ধারাবাহিকতায় সোমবার সকাল থেকে দুদকের সমন্বিত জেলা কাযার্লয়, পাবনার উপ-পরিচালক আবু বক্কর সিদ্দিকের উপস্থিতিতে এলজিইডি ও গণপূতর্ অফিসের প্রকৌশলীদের সহায়তায় দিনব্যাপী ‘সইগাতী পুকুর’ পরিমাপ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন-দুদকের সমন্বিত জেলা কাযার্লয়, পাবনার সহকারী উপ-পরিচালক শহিদুল হক, নিমগাছী সমাজভিত্তিক মৎস্যচাষ প্রকল্পের পরিচালক আব্দুস সালাম, প্রকল্প পরিচালক (ভারপ্রাপ্ত) শহীদুল ইসলাম, সহকারী প্রকল্প কমর্কতার্ ড. মনা আশীষ চৌধুরী, গণপূতর্ ও এলজিইডির প্রকৌশলীসহ কমর্কতার্-কমর্চারীরা।

এ ব্যাপারে দুদকের উপ-পরিচালক আবু বক্কর সিদ্দিক বলেন, পরিমাপের কাজ চলছে। কোনো অনিয়ম পাওয়া গেলে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। এ ক্ষেত্রে কাউকে ছাড় দেয়া হবে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<13434 and publish = 1 order by id desc limit 3' at line 1