মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

খালেদার তিন আইনজীবীর বিরুদ্ধে বিস্ফোরক মামলা

যাযাদি রিপোটর্
  ১৫ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার তিন আইনজীবীসহ ৬১ জনের বিরুদ্ধে রাজধানীর পল্টন থানায় মামলা দায়ের করা হয়েছে। ককটেল বিস্ফোরণের অভিযোগে গত মঙ্গলবার মামলাটি করা হয়। মামলার বাদী উপ-পরিদশর্ক (এসআই) মো. জাহিদুল ইসলাম।

শুক্রবার সকালে বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ‘খালেদা জিয়াকে আইনি সহায়তায় বাধা দিতে আইনজীবীদের বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়েছে। আমরা মনে করি, মামলার মাধ্যমে আইনজীবীদের সরাসরি হুমকি দেয়া হচ্ছে।’

তিন আইনজীবী হলেনÑ অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী ও অ্যাডভোকেট আবদুর রেজাক খান।

গতকাল দুপুর ১২টার দিকে পল্টন থানার ডিউটি অফিসার উপ-পরিদশর্ক (এসআই) সুলতানা জানান, তিন আইনজীবীসহ ৬১ জনের বিরুদ্ধে বোমা বিস্ফোরণের অভিযোগে মামলা করা হয়েছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ১১ সেপ্টেম্বর বায়তুল মোকাররমের উত্তর গেটে আসামিরা পুলিশের কতর্ব্যকাজে বাধা দেন এবং ককটেলের বিস্ফোরণ ঘটান। ওই দিন খালেদা জিয়ার মুক্তির দাবিতে মানববন্ধন কমর্সূচি ও মিছিলের আয়োজন করেছিল বিএনপি।

মামলার এজাহারে আরও বলা হয়েছে, কমর্সূচি পালনের সময় পুলিশ যান চলাচলে সহযোগিতা করতে চাইলে বিএনপির এসব আইনজীবী এবং অন্য নেতাকমীর্ পুলিশের কতর্ব্যকাজে বাধা দেন এবং ককটেল বিস্ফোরণ ঘটান।

এ বিষয়ে ব্যারিস্টার কায়সার বলেন, ‘আমরা আইনজীবীদের বিরুদ্ধে মামলা করার বিষয়ে উচ্চ আদালতের শরণাপন্ন হব।’

এদিকে মামলার বিষয়ে আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বলেন, ‘সরকার খালেদা জিয়াকে কারাগারে রাখার জন্য সব প্রচেষ্টা চালাচ্ছে। আইনি প্রক্রিয়ায় যখন জামিন হয়, তখন উচ্চ আদালতে আপিল দায়ের করা হয়। এতেও যখন সুবিধা হচ্ছে না, তখন খালেদা জিয়ার শীষর্ আইনজীবীদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে খালেদা জিয়ার আইনি সহায়তার ব্যাপারে প্রতিবন্ধকতা তৈরির চেষ্টা করা হচ্ছে। কিন্তু সরকারের কোনো প্রচেষ্টাই সফল হবে না। খালেদা জিয়া অবশ্যই মুক্তি পেয়ে জনগণের কাতারে এসে এ সরকারের পতন ত্বরান্বিত করবেন।’ তিনি বলেন, এসব মামলা দিয়ে দেশে আতঙ্ক সৃষ্টির জন্য চেষ্টা চালানো হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<12599 and publish = 1 order by id desc limit 3' at line 1